Rohini Court | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 22 Apr 2022 06:00:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Rohini Court | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Shot Out : ফের দিল্লির রোহিনী আদালতে শুট আউট, জখম এক আইনজীবী https://banglarjanarob.com/54956 Fri, 22 Apr 2022 06:00:22 +0000 https://banglarjanarob.com/?p=54956 বাংলার জনরব ডেস্ক: দিল্লির রোহিনী আদালতে আজ শুক্রবার চলল গুলি। এদিন আদালতের কাজ শুরু হওয়ার ঠিক পরেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে জানা যাচ্ছে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষী আদালতের। নিরাপত্তারক্ষীর নিজস্ব বন্দুক থেকে গুলি চালানোর ফলে আদালত চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে একইসঙ্গে একজন আইনজীবী আহত হয়েছে বলে জানা গেছে।ওই নিরাপত্তারক্ষী (Security)ইচ্ছে করেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত তাঁর বন্দুক থেকে গুলি চলে, তা তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ্য,গত বছরের সেপ্টেম্বরে এই রোহিনী আদালতেই (Rohini Court) গ্যাংওয়ারের জেরে গুলিতে মৃত্যু হয়েছিল ৬ জনের।…

The post Shot Out : ফের দিল্লির রোহিনী আদালতে শুট আউট, জখম এক আইনজীবী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: দিল্লির রোহিনী আদালতে আজ শুক্রবার চলল গুলি। এদিন আদালতের কাজ শুরু হওয়ার ঠিক পরেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুসারে জানা যাচ্ছে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষী আদালতের। নিরাপত্তারক্ষীর নিজস্ব বন্দুক থেকে গুলি চালানোর ফলে আদালত চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে একইসঙ্গে একজন আইনজীবী আহত হয়েছে বলে জানা গেছে।ওই নিরাপত্তারক্ষী (Security)ইচ্ছে করেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত তাঁর বন্দুক থেকে গুলি চলে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

উল্লেখ্য,গত বছরের সেপ্টেম্বরে এই রোহিনী আদালতেই (Rohini Court) গ্যাংওয়ারের জেরে গুলিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। এরপর ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল আদালতের কাজকর্ম।  মাস ছয়েক পর আবার একই ঘটনা এই আদালতে হওয়ায় আতংকিত সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী মহল। প্রশ্ন উঠেছে দিল্লির নিরাপত্তা নিয়ে। জাহাঙ্গীর পুরীর ঘটনা পুলিশ যেভাবে তৎপরতা দেখাচ্ছে ঠিক সেইভাবে তৎপরতা দেখাচ্ছেন দুর্নীতি দমনে  বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে আদালতে যদি সাধারণ মানুষের নিরাপত্তা না থাকে তাহলে সমগ্র দিল্লিতে কি অবস্থা তা সহজেই অনুমেয়।

 

 

 

 

 

The post Shot Out : ফের দিল্লির রোহিনী আদালতে শুট আউট, জখম এক আইনজীবী first appeared on Banglar Janarob.]]>