Ramchandra Dom | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 19 Jun 2022 09:36:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Ramchandra Dom | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 সিপিএমে ডানা ছাঁটা হলো প্রকাশ ও বৃন্দা কারাতের, বাড়তি দায়িত্ব পেলেন রামচন্দ্র https://banglarjanarob.com/57490 Sun, 19 Jun 2022 09:33:36 +0000 https://banglarjanarob.com/?p=57490 বাংলার জনরব ডেস্ক : সিপিএম দলের বেশ খানিকটা পরিবর্তন করা হল। এতদিন ধরে সীতারাম ইয়েচুরি দলের সাধারণ সম্পাদক থাকলেও সংগঠনের স্তর গুলো দেখভাল করতেন প্রকাশ কারাত। এবার প্রকাশ কারাত কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে। পার্টি কংগ্রেসের পর শনিবার ছিল সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক। দু’দিনের বৈঠক হওয়ার কথা থাকলেও প্রথম দিনেই তা শেষ করে দেওয়া হয়। সেনা নিয়োগে ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প ঘোষণা হতেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিপর্যস্ত রেলপথ। তার উপর করোনার বাড়বাড়ন্ত। তাই বৈঠক হয় অনলাইনে। পিছিয়ে পড়া জনজাতির দায়িত্বে ছিলেন প্রকাশজায়া বৃন্দা। তাঁরও ডানা…

The post সিপিএমে ডানা ছাঁটা হলো প্রকাশ ও বৃন্দা কারাতের, বাড়তি দায়িত্ব পেলেন রামচন্দ্র first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সিপিএম দলের বেশ খানিকটা পরিবর্তন করা হল। এতদিন ধরে সীতারাম ইয়েচুরি দলের সাধারণ সম্পাদক থাকলেও সংগঠনের স্তর গুলো দেখভাল করতেন প্রকাশ কারাত। এবার প্রকাশ কারাত কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

পার্টি কংগ্রেসের পর শনিবার ছিল সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক। দু’দিনের বৈঠক হওয়ার কথা থাকলেও প্রথম দিনেই তা শেষ করে দেওয়া হয়। সেনা নিয়োগে ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প ঘোষণা হতেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিপর্যস্ত রেলপথ। তার উপর করোনার বাড়বাড়ন্ত। তাই বৈঠক হয় অনলাইনে।

পিছিয়ে পড়া জনজাতির দায়িত্বে ছিলেন প্রকাশজায়া বৃন্দা। তাঁরও ডানা ছেঁটে দিলেন ইয়েচুরিরা। বৃন্দার সঙ্গে জুড়ে দেওয়া হল বাংলা থেকে পলিটব্যুরোতে জায়গা পাওয়া রামচন্দ্র ডোমকে (Ramchandra Dom)। সেইসঙ্গে পার্টির মেডিক্যাল সেলের দায়িত্বও রামচন্দ্রকে দেওয়া হয়েছে বলে এ কে গোপালন ভবন সূত্রে খবর। আগে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব ছিল কৃষকনেতা হান্নান মোল্লার উপর। তিনি পলিটব্যুরো থেকে অবসর নিয়েছেন। তাঁর দায়িত্ব দেওয়া হয়েছে আরেক কৃষক নেতা মহারাষ্ট্রের অশোক ধাওয়ালেকে।

২১ জুন মুম্বইতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হলে ইয়েচুরি নিজে হাজির থাকবেন। বৈঠকে তিনি এমনই জানিয়েছেন।

 

The post সিপিএমে ডানা ছাঁটা হলো প্রকাশ ও বৃন্দা কারাতের, বাড়তি দায়িত্ব পেলেন রামচন্দ্র first appeared on Banglar Janarob.]]>