President | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 09 Jul 2022 12:37:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg President | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Yashwant Sinha: ‘‘নির্বাচিত হলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টিতে অগ্রাধিকার দেবো” : যশবন্ত সিনহা https://banglarjanarob.com/58211 Sat, 09 Jul 2022 12:37:21 +0000 https://banglarjanarob.com/?p=58211 বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে তার প্রথম কাজ হবে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করা। আজ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করা যশবন্ত বলেন, ‘‘নির্বাচিত হলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি সরকারকে বলব। পাশাপাশি আমার অগ্রাধিকারের তালিকায় থাকবে, শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র, স্থিতিশীলতা পুনরুদ্ধার করা এবং উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানো।’’ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে অঙ্কের বিচারে সুবিধাজনক জায়গায় নেই বিরোধীরা। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেপি, মায়াবতী বিএসপি এমনকি,…

The post Yashwant Sinha: ‘‘নির্বাচিত হলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টিতে অগ্রাধিকার দেবো” : যশবন্ত সিনহা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে তার প্রথম কাজ হবে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করা। আজ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা।

অটলবিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করা যশবন্ত বলেন, ‘‘নির্বাচিত হলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি সরকারকে বলব। পাশাপাশি আমার অগ্রাধিকারের তালিকায় থাকবে, শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র, স্থিতিশীলতা পুনরুদ্ধার করা এবং উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানো।’’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে অঙ্কের বিচারে সুবিধাজনক জায়গায় নেই বিরোধীরা। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেপি, মায়াবতী বিএসপি এমনকি, কংগ্রেসের সহযোগী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রোপদী মুর্মুর রাইসিনার লড়াইয়ে সমর্থনের কথা ঘোষণা করেছে।

The post Yashwant Sinha: ‘‘নির্বাচিত হলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টিতে অগ্রাধিকার দেবো” : যশবন্ত সিনহা first appeared on Banglar Janarob.]]>
Sri lanka Crisis:বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল, পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে https://banglarjanarob.com/58188 Sat, 09 Jul 2022 08:55:00 +0000 https://banglarjanarob.com/?p=58188 বাংলার জনরব ডেস্ক : বেশ কয়েক মাস ধরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় রয়েছে । আজ শনিবার সকাল থেকে ফের বিক্ষোভে ফেটে পড়লো শ্রীলঙ্কার জনতা । বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে । সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ড গোতাবায়া রাজাপক্ষে। সূত্রের খবর, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে। তার আগেই রাজাপক্ষেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

The post Sri lanka Crisis:বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল, পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বেশ কয়েক মাস ধরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় রয়েছে । আজ শনিবার সকাল থেকে ফের বিক্ষোভে ফেটে পড়লো শ্রীলঙ্কার জনতা । বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন ঘিরে ফেলেছে । সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ড গোতাবায়া রাজাপক্ষে।

সূত্রের খবর, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েছে। তার আগেই রাজাপক্ষেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

The post Sri lanka Crisis:বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল, পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে first appeared on Banglar Janarob.]]>
President Election 2022: বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা ! মমতাকে ধন্যবাদ দিয়ে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, https://banglarjanarob.com/57574 Tue, 21 Jun 2022 07:04:54 +0000 https://banglarjanarob.com/?p=57574 বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির  প্রার্থী হচ্ছেন বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য তথা আরএসএস নেতা এবং প্রাক্তন বিজেপি দলের প্রথম সারির নেতা যশবন্ত সিনহা । আজ দুপুর আড়াইটায় শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী দলের নেতারা বৈঠকে বসবেন। সেখানেই যশবন্ত সিনহাকে প্রার্থী করার কথা ঘোষণা করা হবে । শরদ পওয়ার ও ফারুক আবদুল্লা সরে দাঁড়ানোয় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে যশোবন্ত সিনহার। জল্পনা উস্কে যশোবন্ত নিজে টুইট করেছেন। সেই টুইটে যেমন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ারও ইচ্ছাপ্রকাশ করে দল থেকে অব্যাহতি চেয়েছেন।এই…

The post President Election 2022: বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা ! মমতাকে ধন্যবাদ দিয়ে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির  প্রার্থী হচ্ছেন বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য তথা আরএসএস নেতা এবং প্রাক্তন বিজেপি দলের প্রথম সারির নেতা যশবন্ত সিনহা । আজ দুপুর আড়াইটায় শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বিরোধী দলের নেতারা বৈঠকে বসবেন। সেখানেই যশবন্ত সিনহাকে প্রার্থী করার কথা ঘোষণা করা হবে ।

শরদ পওয়ার ও ফারুক আবদুল্লা সরে দাঁড়ানোয় বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে যশোবন্ত সিনহার। জল্পনা উস্কে যশোবন্ত নিজে টুইট করেছেন। সেই টুইটে যেমন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনই রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ারও ইচ্ছাপ্রকাশ করে দল থেকে অব্যাহতি চেয়েছেন।এই প্রেক্ষিতে তাঁর নাম নিয়ে মঙ্গলবার শরদ পওয়ারের জনপথের বাসভবনে বিরোধী নেতাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর।

শরদের ডাকা সেই বৈঠকে হাজির রয়েছেন সিপিএমের সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সুধীন্দ্র কুলকার্নিরা। সেই বৈঠকে যশোবন্তের নাম চূড়ান্ত করে দুপুরে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের বৈঠকে তাতে সিলমোহর দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।

The post President Election 2022: বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা ! মমতাকে ধন্যবাদ দিয়ে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ, first appeared on Banglar Janarob.]]>