President of India | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 25 Jul 2022 06:32:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg President of India | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Draupadi Murmu: “স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে’’ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর সংসদের সেন্ট্রাল হলে প্রথম ভাষণে বললেন দ্রৌপদী মুর্মু https://banglarjanarob.com/58755 Mon, 25 Jul 2022 06:32:21 +0000 https://banglarjanarob.com/?p=58755 বাংলার জনরব ডেস্ক : ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদ ভবনে যান দ্রৌপদী। তাঁকে স্বাগত জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। এরপর সংসদে বক্তব্য রাখেন নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি…

The post Draupadi Murmu: “স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে’’ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর সংসদের সেন্ট্রাল হলে প্রথম ভাষণে বললেন দ্রৌপদী মুর্মু first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদ ভবনে যান দ্রৌপদী। তাঁকে স্বাগত জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিন রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।

এরপর সংসদে বক্তব্য রাখেন নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে, ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণও করতে পারেন।’’

দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে দ্রৌপদী বলেন, ‘‘মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।’’

সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দিলেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। বক্তব্য পেশ করতে এসে দ্রৌপদী বলেন, ‘‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’’

১৯৭৭ সাল থেকে ২৫ জুলাই শপথ নেওয়া দশম রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মুর্মু। তাঁর আগে ২৫ জুলাই শপথ নেওয়া রাষ্ট্রপতির সংখ্যা ৯। ১৯৭৭ সাল থেকে শুরু করে দেশের সব রাষ্ট্রপতিই ২৫ জুলাই শপথগ্রহণ করেছেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন।

 

The post Draupadi Murmu: “স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে’’ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর সংসদের সেন্ট্রাল হলে প্রথম ভাষণে বললেন দ্রৌপদী মুর্মু first appeared on Banglar Janarob.]]>