Pm security | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 12 Jan 2022 07:47:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Pm security | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট https://banglarjanarob.com/51337 Wed, 12 Jan 2022 07:47:20 +0000 https://banglarjanarob.com/?p=51337 বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দেশের পক্ষে ভালো সংকেত নয় বলে মনে করছে শীর্ষ আদালত। তাই রাজনীতির কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বা কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকার কেউই প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি নিয়ে তদন্ত করবে না বলে সুপ্রিম কোর্ট আজ বুধবার জানিয়েছে। সুপ্রিম কোর্ট 5 সদস্যের এক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। এই তদন্ত কমিটির প্রধান হিসাবে শীর্ষ আদালত নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কে। যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে শীর্ষ আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে ইন্দু মালহোত্রা কে।…

The post প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দেশের পক্ষে ভালো সংকেত নয় বলে মনে করছে শীর্ষ আদালত। তাই রাজনীতির কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বা কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকার কেউই প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি নিয়ে তদন্ত করবে না বলে সুপ্রিম কোর্ট আজ বুধবার জানিয়েছে। সুপ্রিম কোর্ট 5 সদস্যের এক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে শীর্ষ আদালত।

এই তদন্ত কমিটির প্রধান হিসাবে শীর্ষ আদালত নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কে। যত দ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করে শীর্ষ আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে ইন্দু মালহোত্রা কে।

সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটিতে বিচারপতি ইন্দু মলহোত্রকে সাহায্য করার জন্য থাকবেন, এনআইএ-র ডিরেক্টর জেনারেল, চণ্ডীগড় পুলিশের প্রধান, পঞ্জাব পুলিশের এডিজি (নিরাপত্তা) এবং পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

এই কমিটি খতিয়ে দেখবে, কী ভাবে নিরাপত্তায় ঘাটতি দেখা গেল। এর নেপথ্যে রয়েছেন কে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ বাঞ্ছনীয়। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ‘এক তরফা কোনও তদন্তের উপর এই প্রশ্নগুলোর উত্তর ন্যস্ত করা যায় না। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।’

গত বুধবার, ৫ জানুয়ারি, পঞ্জাবে একটি জনসভায় যাওয়ার পথে ভাটিন্ডায় একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে ছিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়। অভিযোগ, কৃষকদের বিক্ষোভের জেরেই আটকে গিয়েছিল কনভয়।

 

 

The post প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট first appeared on Banglar Janarob.]]>