Pittion | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 01 Jul 2022 17:52:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Pittion | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা করেছে তা ফেরাতে হবে, এই দাবি করে পাল্টা পিটিশন জমা পড়ল শীর্ষ আদালতে https://banglarjanarob.com/57928 Fri, 01 Jul 2022 17:52:40 +0000 https://banglarjanarob.com/?p=57928 বাংলার জনরব ডেস্ক: আজ শুক্রবার সকালে এক মামলার শুনানিতে বিজেপির বহিষ্কৃত জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য হল নুপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর বিরুদ্ধে মন্তব্য করে দেশের সংহতিকে বিপন্ন করেছেন। তাঁর তার এই অপকর্মের জন্যই দেশে আগুন জ্বলছে এমনকি উদয়পুরের যে মারাত্মক এবং ভয়ানক ঘটনাটি ঘটেছে তার পেছনেও নূপুর শর্মার ওই বিতর্কিত মন্তব্যটি দায়ী বলে বিচারপতিতা মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের কয়েক ঘন্টা পরে নতুন একটি পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। এই পিটিশনে বলা হয়েছে, বিচারপতি কান্ত নূপুরকে নিয়ে যে…

The post Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা করেছে তা ফেরাতে হবে, এই দাবি করে পাল্টা পিটিশন জমা পড়ল শীর্ষ আদালতে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: আজ শুক্রবার সকালে এক মামলার শুনানিতে বিজেপির বহিষ্কৃত জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য হল নুপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর বিরুদ্ধে মন্তব্য করে দেশের সংহতিকে বিপন্ন করেছেন। তাঁর তার এই অপকর্মের জন্যই দেশে আগুন জ্বলছে এমনকি উদয়পুরের যে মারাত্মক এবং ভয়ানক ঘটনাটি ঘটেছে তার পেছনেও নূপুর শর্মার ওই বিতর্কিত মন্তব্যটি দায়ী বলে বিচারপতিতা মন্তব্য করেছেন।

সুপ্রিম কোর্টের এই মন্তব্যের কয়েক ঘন্টা পরে নতুন একটি পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। এই পিটিশনে বলা হয়েছে, বিচারপতি কান্ত নূপুরকে নিয়ে যে পর্যবেক্ষণ করেছেন, তা তাঁকে ফিরিয়ে নিতে হবে।

এই পিটিশানে আবেদনকারীদের  বক্তব্য, নূপুর এখনও অপরাধী সাব্যস্ত হননি। তাঁকে দায়ী করলে কি দেশে ঘৃণার রাজনীতি ও বৈষম্য কমবে? উল্লেখ্য, পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। নানা প্রান্তে বিক্ষোভ, অবরোধ শুরু হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের থানাগুলিতে এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

সুপ্রিম কোর্টে তাঁর আবেদন ছিল, সব মামলা এক জায়গায় স্থানান্তর করা হোক। তিনি তদন্তে সহযোগিতা করবেন। প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও জানান বিতর্কিত নেত্রী। কিন্তু সেই মামলাতেই তাঁকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। এবার তার বিরোধিতা করেও দায়ের হল পিটিশন।

 

 

 

The post Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা করেছে তা ফেরাতে হবে, এই দাবি করে পাল্টা পিটিশন জমা পড়ল শীর্ষ আদালতে first appeared on Banglar Janarob.]]>