Paschim Medinipur | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 20 Apr 2022 14:19:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Paschim Medinipur | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Calcutta High Court : বদলির ছাড়পত্র দেওয়ার জন্য শিক্ষকের কাছে লক্ষাধিক টাকা ঘুষ চাইলেন পরিচালন সমিতির সদস্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শোনানো হল সেই অডিও ক্লিপিং তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/54895 Wed, 20 Apr 2022 14:19:55 +0000 https://banglarjanarob.com/?p=54895 বাংলার জনরব ডেস্ক : শিক্ষকের বদলির ছাড়পত্র দেওয়ার জন্য স্কুল পরিচালন সমিতির সদস্য এক লক্ষ ২৫ হাজার টাকা দাবি করলেন। আর এই দাবির অডিও কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি এজলাসে পেশ করলেন ওই শিক্ষক। যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং বিচারপতিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সপ্তাহ আগেই বলেছিলেন আমি দুর্নীতির শিখরে পৌঁছাতে চাই তা খুঁজে বের করে সন্ধান করবো দুর্নীতির উৎস কোথা থেকে। সেই বিচারপতির এজলাসে আজ এই অডিও শোনালেন এক সহকারি শিক্ষক।এজলাসে সেই কথোপকথনের অডিয়ো শুনে আবেদনকারী শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যের ফোনে কথোপকথন বয়ান হলফনামা আকারে চাইল কলকাতা হাই…

The post Calcutta High Court : বদলির ছাড়পত্র দেওয়ার জন্য শিক্ষকের কাছে লক্ষাধিক টাকা ঘুষ চাইলেন পরিচালন সমিতির সদস্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শোনানো হল সেই অডিও ক্লিপিং তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শিক্ষকের বদলির ছাড়পত্র দেওয়ার জন্য স্কুল পরিচালন সমিতির সদস্য এক লক্ষ ২৫ হাজার টাকা দাবি করলেন। আর এই দাবির অডিও কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি এজলাসে পেশ করলেন ওই শিক্ষক। যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং বিচারপতিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সপ্তাহ আগেই বলেছিলেন আমি দুর্নীতির শিখরে পৌঁছাতে চাই তা খুঁজে বের করে সন্ধান করবো দুর্নীতির উৎস কোথা থেকে। সেই বিচারপতির এজলাসে আজ এই অডিও শোনালেন এক সহকারি শিক্ষক।এজলাসে সেই কথোপকথনের অডিয়ো শুনে আবেদনকারী শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যের ফোনে কথোপকথন বয়ান হলফনামা আকারে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ওই অডিয়োর ব্যাপারে দু’পক্ষকেই হলফনামা জমা দিতে হবে।

ঘাটাল মহকুমার মনসুকার লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত গণেশ রজক বদলির আবেদন করেছিলেন। প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়। পরে এক জন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালন সমিতির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা হয় ওই শিক্ষকের। ফোনে হওয়া সেই কথোপকথন রেকর্ডে শোনা যাচ্ছে, ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করছেন অসিত। তিনি বলছেন, ‘‘এর আগে যাঁরা বদলি নিয়েছেন তাঁরাও টাকা দিয়ে গিয়েছেন।’’

অডিয়োটি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত ভাবে আদালতে বয়ান পেশ করতে হবে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে। আবেদনকারী পক্ষের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, ‘‘আমরা আদালতের কাছে অডিয়ো পেশ করেছি। আমার মক্কেলের বাবা চোখে দেখতে পান না। তাঁর মা অসুস্থ। ১৩৫ কিলোমিটার দূরের স্কুলে যেতে সমস্যা হত। সেই কারণে বদলি চাওয়া হয়েছিল।’’

The post Calcutta High Court : বদলির ছাড়পত্র দেওয়ার জন্য শিক্ষকের কাছে লক্ষাধিক টাকা ঘুষ চাইলেন পরিচালন সমিতির সদস্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শোনানো হল সেই অডিও ক্লিপিং তারপর কি ঘটলো? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>