Panchayat Election | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 01 May 2022 12:20:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Panchayat Election | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Kalyan Ghosh: ‘‘২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থীই দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তা হলে যাতে কোনও ভোট না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে’’ দলীয় কর্মীদের কাছে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল, সমালোচনায় সরব বিরোধীরা  https://banglarjanarob.com/55342 Sun, 01 May 2022 12:10:20 +0000 https://banglarjanarob.com/?p=55342 বাংলার জনরব ডেস্ক : দলীয় কর্মীদের কাছে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ। যদিও তিনি কোন বেফাঁস মন্তব্য করেননি বলে সাফাই দিয়েছেন । তবে নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কল্যান ঘোষ বলছেন বিরোধীরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে প্রার্থী দিতে না পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে আর প্রার্থী দিলেও তাদের যেন জমানোত বাজেয়াপ্ত হয়। সেদিকে তৃণমূল কর্মীদের লক্ষ্য রাখতে হবে। সম্প্রতি নেটমাধ্যমে কল্যাণের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল সভাপতি। সেখানে তাঁকে বলতে শোনা যায়,…

The post Kalyan Ghosh: ‘‘২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থীই দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তা হলে যাতে কোনও ভোট না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে’’ দলীয় কর্মীদের কাছে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল, সমালোচনায় সরব বিরোধীরা  first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দলীয় কর্মীদের কাছে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ। যদিও তিনি কোন বেফাঁস মন্তব্য করেননি বলে সাফাই দিয়েছেন । তবে নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কল্যান ঘোষ বলছেন বিরোধীরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে প্রার্থী দিতে না পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে আর প্রার্থী দিলেও তাদের যেন জমানোত বাজেয়াপ্ত হয়। সেদিকে তৃণমূল কর্মীদের লক্ষ্য রাখতে হবে।

সম্প্রতি নেটমাধ্যমে কল্যাণের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল সভাপতি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থীই দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তা হলে যাতে কোনও ভোট না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে।’’

কল্যাণের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই আগের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। যদিও কল্যাণের বক্তব্য, তাঁর ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি যা বলতে চেয়েছেন, তা বোঝার জন্য গোটা ভাষণ শোনা দরকার বিরোধীদের।

জানা গিয়েছে, গত পয়লা বৈশাখ হাওড়ার জগদীশপুরে একটি দলীয় কর্মসূচিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন কল্যাণ। তা নিয়ে এখন হইচই শুরু হতেই তিনি বলেন, ‘‘আমি আসলে বলতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প এমন ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে যাতে বিরোধীরা ভোটে দাঁড়ানোর সাহস না পায়। আর যদি তাঁরা দাঁড়ানও, তা হলে যাতে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়।’’

বিরোধীরা তাঁর নামে অপপ্রচার করছেন বলে দাবি করে কল্যাণ আরও বলেন, ‘‘একুশের বিধানসভা নির্বাচনের পর বিরোধীদের পায়ের মাটি সরে গিয়েছে। তাঁদের এখনও অপপ্রচার করা ছাড়া আর কোনও কাজ নেই।’’

The post Kalyan Ghosh: ‘‘২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে এখানে প্রার্থীই দিতে না পারে। আর যদি প্রার্থী দেয়, তা হলে যাতে কোনও ভোট না পড়ে, সে দিকে লক্ষ রাখতে হবে’’ দলীয় কর্মীদের কাছে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল, সমালোচনায় সরব বিরোধীরা  first appeared on Banglar Janarob.]]>