Nadia Police | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 22 Apr 2022 05:11:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Nadia Police | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Man Arrested: সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে মামাকে খুন করার পরিকল্পনা, লাশ গুম করতে খোঁড়া হয়েছিল ‘কবর’, গ্রেফতার যুবক https://banglarjanarob.com/54948 Fri, 22 Apr 2022 05:11:41 +0000 https://banglarjanarob.com/?p=54948 বাংলার জনরব ডেস্ক : মামার সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে তিলে তিলে মামাকে মারাত্বক কষেছিল ভাগ্নে। এমনকি লাশ গুম করার জন্য রান্নাঘরের মাটির নিচে কবর খুঁড়ে রেখেছিল। লক্ষ্য ছিল মামাকে মেরে সম্পত্তির অংশ দখল করা। কিন্তু আত্মীয়রা দেখে ফেলায় সব ছক বানচাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে রানাঘাটের কাছে কুপার্স এলাকায়। ওই ভাগ্নেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মন্টু সিকদার (৫০)। তাঁর কিছু জমিজমা আছে। মন্টুদের বাড়ির কাছেই, কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার ৪ নম্বর ওয়ার্ডে তাঁর বোনের ছেলে বিপুলের স্ত্রী-সন্তান নিয়ে বাস। সে…

The post Man Arrested: সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে মামাকে খুন করার পরিকল্পনা, লাশ গুম করতে খোঁড়া হয়েছিল ‘কবর’, গ্রেফতার যুবক first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মামার সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে তিলে তিলে মামাকে মারাত্বক কষেছিল ভাগ্নে। এমনকি লাশ গুম করার জন্য রান্নাঘরের মাটির নিচে কবর খুঁড়ে রেখেছিল। লক্ষ্য ছিল মামাকে মেরে সম্পত্তির অংশ দখল করা। কিন্তু আত্মীয়রা দেখে ফেলায় সব ছক বানচাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে রানাঘাটের কাছে কুপার্স এলাকায়। ওই ভাগ্নেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মন্টু সিকদার (৫০)। তাঁর কিছু জমিজমা আছে। মন্টুদের বাড়ির কাছেই, কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার ৪ নম্বর ওয়ার্ডে তাঁর বোনের ছেলে বিপুলের স্ত্রী-সন্তান নিয়ে বাস। সে মাঝে-মধ্যে মামাকে দেখাশোনা করত। শুক্রবার থেকে মন্টুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়েরা বিপুলকে জিজ্ঞাসা করলে সে বলে, “মামা বাইরে চিকিৎসা করাতে গিয়েছে।” সন্দেহ হওয়ায় বুধবার মন্টুর দাদা-দিদিরা বিপুলের বাড়িতে গেলে সে তাঁদের ধাক্কাধাক্কি করে পালিয়ে যায়। ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় মন্টুকে পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েও তাঁকে বাঁচানো যায়নি।

পুলিশের দাবি জেরায় বিপুল স্বীকার করেছে যে সম্পত্তির লোভে সে মামাকে খুন করার ছক কষেছিল। গত কয়েক দিন ধরে সে মামাকে খেতে দিচ্ছিল না। তবে বিষাক্ত কিছু সে খাইয়েছিল কি না তা স্পষ্ট নয়। রান্নাঘরের কাঁচা মেঝেতে সে লম্বায় প্রায় চার ফুট, চওড়ায় প্রায় দু’ফুট এবং গভীরতায় প্রায় আড়াই ফুট মাপের গর্ত খুঁড়েছিল। মামার মৃতদেহ মাটি-চাপা দেওয়ার পরিকল্পনা নিয়ে বিপুল ওই ‘কবর’ খুঁড়ছিল বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি। মন্টুর দাদা-দিদিরা এসে পড়ায় সে বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়েছিল।

কিন্তু বুধবার রাতেই পুলিশ তাকে ধরে ফেলে। মৃতের দাদা মনোরঞ্জন সিকদার অভিযোগ দায়ের করা পর বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

The post Man Arrested: সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে মামাকে খুন করার পরিকল্পনা, লাশ গুম করতে খোঁড়া হয়েছিল ‘কবর’, গ্রেফতার যুবক first appeared on Banglar Janarob.]]>
Accident : নদিয়ার গাংনাপুরে স্কুল যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই একটি লরি https://banglarjanarob.com/53641 Tue, 15 Mar 2022 05:27:24 +0000 https://banglarjanarob.com/?p=53641 বাংলার জনরব ডেস্ক : স্কুলে (School) যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (Student of class three) পিষে দিল আটা বোঝাই একটি লরি (Truck)। আজ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটেছে নদিয়ার (Nadia) গাংনাপুর থানা (Gangnapur Police Station) এলাকার আঁইসমালী বেলেআটিপাড়া অঞ্চলে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোমিন মণ্ডলের (৯)। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেন। পরে রানাঘাট (Ranaghat) থেকে দমকলের (Fire Department) একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘাতক লরি ও লরি চালককে আটক করেছে গাংনাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আঁইসমালী বেলেআটি পাড়াতেই…

The post Accident : নদিয়ার গাংনাপুরে স্কুল যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই একটি লরি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : স্কুলে (School) যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (Student of class three) পিষে দিল আটা বোঝাই একটি লরি (Truck)। আজ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটেছে নদিয়ার (Nadia) গাংনাপুর থানা (Gangnapur Police Station) এলাকার আঁইসমালী বেলেআটিপাড়া অঞ্চলে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোমিন মণ্ডলের (৯)। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেন। পরে রানাঘাট (Ranaghat) থেকে দমকলের (Fire Department) একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘাতক লরি ও লরি চালককে আটক করেছে গাংনাপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আঁইসমালী বেলেআটি পাড়াতেই মৃত পড়ুয়ার বাড়ি। মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এখন স্কুলে সকালে ক্লাস হচ্ছে। অন্যান্য দিনের মতোই আজ সকালেও বাড়ি থেকে কিছুটা দূরে স্কুলে সাইকেল চালিয়ে যাচ্ছিল মোমিন। সেই সময় আঁইসমালী বাজার অঞ্চল থেকে ওই লরিটি দত্তফুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ওই পড়ুয়ার সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয় লরিটি। এরপর লরির পিছনের চাকা ওই পড়ুয়াকে পিষে দেয়।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাড়া করে লরিটিকে ধরে ফেলেন। আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে। ওই সড়কে পণ্যবাহী ওভারলোডিং গাড়ি চলাচল না করার দাবি তোলেন তারা। সকালের দিকে বেশ কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ আটক করেছে লরি চালককে।

The post Accident : নদিয়ার গাংনাপুরে স্কুল যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই একটি লরি first appeared on Banglar Janarob.]]>