দেশ 

Prayagraj Demolition: বাড়ি ও জল কর মিটিয়েও ফাতিমা পারভিনের বাড়ি বেআইনি বলে বুলডোজার চালালো যোগী প্রশাসন, এর নাম কী আইনের শাসন?

বাংলার জনরব ডেস্ক : গত কাল রবিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল মহম্মদ জাভেদের প্রয়াগরাজের বাড়ি। প্রশাসন জানিয়েছিল, বেআইনি ভাবে তৈরি হয়েছিল বাড়িটি। ভেঙে ফেলতে আগে নোটিসও দেওয়া হয়েছিল। তা-ও জাভেদ ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন নিজেই তা ভেঙে দিল। কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই নয়া বিতর্কে জড়াল যোগী প্রশাসন। ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাড়িটির জলের বিল ও কর দেওয়া ছিল। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বাড়িটি আদৌ জাভেদের নামেই নয়, তাঁর স্ত্রী পারভীন ফতিমার নামে! তাহলে কী ভাবে জাভেদের…

আরও পড়ুন