Mother & Child Health | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 27 Jul 2022 04:29:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Mother & Child Health | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Mother & Child Health: তথ্য সাংস্কৃতিক আধিকারিক, এসবিসিসি সেল এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে লোক শিল্পীদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য,পুষ্টি, শিশুর সুরক্ষা নিয়ে পুরুলিয়ায় সচেতনতা সভা https://banglarjanarob.com/58837 Wed, 27 Jul 2022 04:29:40 +0000 https://banglarjanarob.com/?p=58837 বিশেষ প্রতিনিধি: গত ২৬ জুলাই,২২ মঙ্গলবার, পুরুলিয়া জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক, এসবিসিসি সেল এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে লোক শিল্পীদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য,পুষ্টি, শিশু সুরক্ষা, স্যানিটেশন এবং শিশু শিক্ষা বিষয়ক বার্তা গুলি নিয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী বিকাশ চক্রবর্তী, কনসালট্যান্ট এসবিসিসি সেল। জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক লোকশিল্পীদের সচেতনতাতে ভূমিকা নিয়ে আলোচনা করেন। ও সি হেলথ, জেলা স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি প্রমুখ বিষয়গুলি নিয়ে নিজ মতামত পোষণ করেন এবং লোক শিল্পীদের উজ্জীবিত করেন। বিকাশ বাবু মূলত স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বার্তা গুলো…

The post Mother & Child Health: তথ্য সাংস্কৃতিক আধিকারিক, এসবিসিসি সেল এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে লোক শিল্পীদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য,পুষ্টি, শিশুর সুরক্ষা নিয়ে পুরুলিয়ায় সচেতনতা সভা first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি: গত ২৬ জুলাই,২২ মঙ্গলবার, পুরুলিয়া জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক, এসবিসিসি সেল এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে লোক শিল্পীদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য,পুষ্টি, শিশু সুরক্ষা, স্যানিটেশন এবং শিশু শিক্ষা বিষয়ক বার্তা গুলি নিয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী বিকাশ চক্রবর্তী, কনসালট্যান্ট এসবিসিসি সেল।

জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক লোকশিল্পীদের সচেতনতাতে ভূমিকা নিয়ে আলোচনা করেন। ও সি হেলথ, জেলা স্বাস্থ্য বিভাগ প্রতিনিধি প্রমুখ বিষয়গুলি নিয়ে নিজ মতামত পোষণ করেন এবং লোক শিল্পীদের উজ্জীবিত করেন।

বিকাশ বাবু মূলত স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বার্তা গুলো অংশগ্রহণকারীদের দের সামনে তুলে ধরেন। ৫০ জন বিভিন্ন বাউল,ঝুমুর, চৌ লোকশিল্পী উপস্থিত ছিলেন। কয়েকজন শিল্পী নিজে স্ক্রিপ্ট -এর ওপর বাউল ও ঝুমুর সঙ্গীত পরিবেশন করেন এবং জনগণের চেতনায় তারা অগ্রণী ভূমিকা নেবেন বলে আশ্বাস দেন।

শিক্ষা বিষয়ে আলোচনা করেন শ্রী দেবরঞ্জন লাই,সহ প্রকল্প সঞ্চালক আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এবং পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় আমানত ফাউন্ডেশন -এর পুরুলিয়া জেলা সঞ্চালক সেখ সাহিল ছিলেন।

The post Mother & Child Health: তথ্য সাংস্কৃতিক আধিকারিক, এসবিসিসি সেল এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে লোক শিল্পীদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য,পুষ্টি, শিশুর সুরক্ষা নিয়ে পুরুলিয়ায় সচেতনতা সভা first appeared on Banglar Janarob.]]>