Monsoon Rain | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 12 Jul 2022 10:03:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Monsoon Rain | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Weather Update : রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেই ৪৮ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলে সৃষ্টি হবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর https://banglarjanarob.com/58319 Tue, 12 Jul 2022 10:00:44 +0000 https://banglarjanarob.com/?p=58319 বাংলার জনরব ডেস্ক : রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝে ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্তের সন্ধান পেয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার  দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতি, শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও…

The post Weather Update : রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেই ৪৮ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলে সৃষ্টি হবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝে ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্তের সন্ধান পেয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার  দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতি, শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উল্লেখ্য, এ বার নির্ধারিত সময়ের পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। এখনও পর্যন্ত সে ভাবে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণবঙ্গ।

The post Weather Update : রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মাঝেই ৪৮ ঘন্টার মধ্যে উড়িষ্যা উপকূলে সৃষ্টি হবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর first appeared on Banglar Janarob.]]>
Gujarat: গুজরাটে অতিবৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান https://banglarjanarob.com/58289 Mon, 11 Jul 2022 10:26:09 +0000 https://banglarjanarob.com/?p=58289 বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন ধরে একটা না বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট রাজ্যের দক্ষিণভাগ। অধিবৃষ্টির জেরে বেশ কয়েকটি নদীর জল স্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে সরকার এই ব্যবস্থা মোকাবিলা করার জন্য আজ সোমবার থেকে আহমেদাবাদের সব স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন চলবে ভারী বৃষ্টি। মুখ্যমন্ত্রী ভূপেন পটেলকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ভূপেন পটেল। পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁর খোঁজ নেন। গত তিন দিনে রাজ্যের রাজধানী আহমেদাবাদে…

The post Gujarat: গুজরাটে অতিবৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন ধরে একটা না বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট রাজ্যের দক্ষিণভাগ। অধিবৃষ্টির জেরে বেশ কয়েকটি নদীর জল স্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে সরকার এই ব্যবস্থা মোকাবিলা করার জন্য আজ সোমবার থেকে আহমেদাবাদের সব স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন চলবে ভারী বৃষ্টি। মুখ্যমন্ত্রী ভূপেন পটেলকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ভূপেন পটেল। পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁর খোঁজ নেন। গত তিন দিনে রাজ্যের রাজধানী আহমেদাবাদে মরসুমের ৩০ শতাংশ বৃষ্টি হয়ে গিয়েছে। ভালসাদ, নবসারি, তাপিতে হয়েছে অতি ভারী বৃষ্টি। পালদি, ভালসানায় এক দিনে বৃষ্টি হয়েছে ২৪১.৩ মিলিমিটার, যা রেকর্ড।

গুজরাটের খেরা জেলার নাদিয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছোটা উদয়পুরে ভেঙে পড়েছে একটি সেতু। গুজরাটের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, নিচু এলাকা থেকে অন্তত ৭০০ জনকে সরানো হয়েছে। জলমগ্ন আহমেদাবাদ, পালদি, যোধপুর, বোদাকদেভ, উসমানপুরা।

মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণ গুজরাটের ভালসাদ, নবসারি, দাঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্রেও।

The post Gujarat: গুজরাটে অতিবৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান first appeared on Banglar Janarob.]]>