Money laundering case | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 28 Jun 2022 06:24:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Money laundering case | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 SSC Case: নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে এফআইআর করে তদন্ত শুরু ইডি-র https://banglarjanarob.com/57778 Tue, 28 Jun 2022 06:23:23 +0000 https://banglarjanarob.com/?p=57778 বাংলার জনরব ডেস্ক : নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ মামলায় এবার এফআইআর করে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এ বার তদন্ত শুরু করলেন ইডি-র আধিকারিকরা। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছেন তিনি। ববিতার মতো অন্যান্য মামলাকারীরা যে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন, তার তদন্ত শুরু করেছে ইডি। এর জন্য ববিতাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তাঁরা। কোনও তথ্যপ্রমাণ…

The post SSC Case: নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে এফআইআর করে তদন্ত শুরু ইডি-র first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ মামলায় এবার এফআইআর করে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এ বার তদন্ত শুরু করলেন ইডি-র আধিকারিকরা।

মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছেন তিনি। ববিতার মতো অন্যান্য মামলাকারীরা যে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন, তার তদন্ত শুরু করেছে ইডি। এর জন্য ববিতাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তাঁরা। কোনও তথ্যপ্রমাণ ববিতা-সহ অন্যান্য মামলাকারীদের কাছে আছে কি না সেটাও তদন্ত করা হবে বলে ইডি সূত্রে খবর। আপাতত স্বতঃপ্রণোদিত ভাবে একটি এফআইআর দায়ের করেছে ইডি।

আগেই হাই কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত ভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ বার সেখানে যুক্ত হল ইডি-ও।

The post SSC Case: নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে এফআইআর করে তদন্ত শুরু ইডি-র first appeared on Banglar Janarob.]]>