দেশ 

Rahul vs Mohun Bhagvat :”একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র,হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক:  গত শনিবার ধরমশালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, ৪০ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয়র শরীরে রয়েছে একই ডিএনএ (DNA)। ঠিক তার পর দিন রবিবার ভাগবতের এই বক্তব্যকে কার্যত খারিজ করেদিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি বলেন, প্রকৃত হিন্দুরা মনে করেন প্রত্যেক ভারতীয়র ডিনিএ আলাদা, হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয়র ডিএনএ এক। রবিবার রাহুল গান্ধী বলেন, “একজন প্রকৃত হিন্দু মনে করেন প্রত্যেক ভারতীয় ডিএনএ আলাদা এবং স্বতন্ত্র। হিন্দুত্ববাদীরা মনে করেন, সব ভারতীয়র ডিএনএ এক।” সাম্প্রতিককালে একাধিক বক্তৃতায় প্রকৃত হিন্দু ও…

আরও পড়ুন