London | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 21 May 2022 09:31:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg London | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Bratya Basu-Firhad Hakim: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল হল ব্রাত্য-ববির লন্ডন সফর, নেপথ্যে রহস্য? https://banglarjanarob.com/56307 Sat, 21 May 2022 09:31:35 +0000 https://banglarjanarob.com/?p=56307 বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দুজনেই লন্ডন সফর বাতিল করেছেন। আজ শনিবার তাদের লন্ডন যাওয়ার কথা ছিল। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুজন সফর বাতিল করেছেন। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন সিবিআইয়ের জেরার মুখোমুখি, তখন বিদেশ সফর বাতিল করাই বিধেয় বলে মনে করেছেন ব্রাত্য। তবে প্রশাসনিক সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্রাত্যকে আপাতত বিদেশে না-যাওয়ার নির্দেশ দিয়েছেন। ব্রাত্যের সঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনেরও। তাঁর সফরও বাতিল। কারণ, সূত্রের দাবি, মণীশকেও এসএসসি তদন্তে…

The post Bratya Basu-Firhad Hakim: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল হল ব্রাত্য-ববির লন্ডন সফর, নেপথ্যে রহস্য? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দুজনেই লন্ডন সফর বাতিল করেছেন। আজ শনিবার তাদের লন্ডন যাওয়ার কথা ছিল। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুজন সফর বাতিল করেছেন।

সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন সিবিআইয়ের জেরার মুখোমুখি, তখন বিদেশ সফর বাতিল করাই বিধেয় বলে মনে করেছেন ব্রাত্য। তবে প্রশাসনিক সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্রাত্যকে আপাতত বিদেশে না-যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ব্রাত্যের সঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনেরও। তাঁর সফরও বাতিল। কারণ, সূত্রের দাবি, মণীশকেও এসএসসি তদন্তে ডেকে পাঠাতে পারে সিবিআই।

ঘটনাচক্রে, পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও লন্ডন যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, তিনিও ওই সফরে যাচ্ছেন না। তবে এর সঙ্গে এসএসসি মামলার যোগ নেই। প্রশাসনিক সূত্রের বক্তব্য, এই ‘সঙ্কট সময়ে’ ফিরহাদকে দেশ ছাড়তে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতাই। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুই মন্ত্রী তাঁদের বিদেশ সফর বাতিল করেছেন।

রবি এবং সোমবার লন্ডনে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য এবং রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের। শনিবারই তাঁদের ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল।

 

 

 

The post Bratya Basu-Firhad Hakim: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাতিল হল ব্রাত্য-ববির লন্ডন সফর, নেপথ্যে রহস্য? first appeared on Banglar Janarob.]]>