Kolkata Police | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 12 Aug 2023 04:22:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Kolkata Police | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! https://banglarjanarob.com/71590 Sat, 12 Aug 2023 04:20:48 +0000 https://banglarjanarob.com/?p=71590 সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন…

The post Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম: মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ অনেক হয়েছে আর নয়। যাদবপুরের রাগিং কান্ড বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত নিয়ম-কানুনকে অগ্রাহ্য করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করছি আমরা। যাদবপুরের অভ্যন্তরের যে চিত্র প্রকাশিত হচ্ছে তাতে আর যাই হোক মেধাবী সন্তানদের কাছে সেটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। হতেই পারে সেরা বিশ্ববিদ্যালয় তাহলে তরুণ প্রজন্মের নিরাপত্তা থাকবে না। রাগিং এর নাম করে যে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কলকাতা পুলিশকে। প্রয়োজন হলে আইন পরিবর্তন করতে হবে। ইউজিসির যে গাইড লাইন আছে, সেই গাইডলাইন কে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই দায় এবং দায়িত্ব দুটোই নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এরকম মেধাবী সন্তানের প্রয়োজন নেই যারা আরেক মেধাবী সন্তানকে মানসিকভাবে অত্যাচার করে এবং রাগিং এর নাম করে নিপীড়ন করে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। স্বপ্নদ্বীপ কুণ্ড কম্পিউটার সাইন্সের ছাত্র ছিল যাদবপুরকে ভালোবেসে বাংলা নিয়ে পড়তে এসেছিল তার পরিণতি দুদিনের মধ্যে স্বপ্নভঙ্গ হয়েছে। এর দায় কার! কেন যাদবপুরের ছাত্র হোস্টেল গুলিতে দিনের পর দিন গেস্টের নাম করে প্রাক্তন ছাত্ররা বসে থাকবে? কেন যাদবপুরের অধ্যাপক না নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করবেন কেন? যাদবপুরের প্রশাসনকর্তারা চুপ করে বসে থাকবেন! আজকের সভ্য সমাজে দাঁড়িয়ে এটা কল্পনা করা যায় না। রাগিংয়ের নাম করে এক মেধাবী সন্তানকে খুন করা হচ্ছে। নিরব প্রশাসন, নিরব কলকাতা পুলিশ!

ছাত্র ফেডারেশন রয়েছে ছাত্রদের অনুগামী সংগঠন সিপিএমের মদদপুষ্ট সংগঠন নিরব কেন? রাস্তায় নামছেন না? কেন প্রশ্ন তুলছেন না আর নয় আর কোন মেধাবী সন্তানকে মরতে দেওয়া যাবে না! কয়েক মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুকুরে ভাসতে দেখা গেল এক প্রাক্তন ছাত্রকে! এ কোন মেধাবী বিশ্ববিদ্যালয় যেখানে আলোর চেয়ে অন্ধকার বেশি, কেন কেন এই অন্ধকার কেন স্বপ্নদ্বীপরা তাদের স্বপ্ন পূরণ করতে পারলেন না কারা দায়ী? কে দায়ী?

শুধু কি ছাত্র ফেডারেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে নকশাল পন্থী ছাত্র সংগঠন। আছে অন্যান্য ছাত্র সংগঠন তুলনায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন অনেকটাই দুর্বল যাদবপুরে। এই সকল ছাত্রসংগঠনগুলো নীরবতা অবলম্বন করছে কেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নদ্বীপ কুন্ডুদের আর্তনাদ কী শুনতে পাচ্ছেন না ?এই রাজ্যের তথাকথিত সুশীল সমাজের মানুষ কেন নামছে না তারা রাস্তায়? কেন বলছেন না যাদবপুরের এই রাগিং বন্ধ হওয়া প্রয়োজন?

সুতরাং দায়িত্ব নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বাংলার মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ রয়েছে। তিনি ভাঙতে পারেন যাদবপুরের এই বাস্তু ঘুঘুদের বাসা গুলোকে যারা দিনের পর দিন যাদবপুরকে নিজেদের কব্জায় রেখেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষরা দাবি করেছেন স্বপ্নদ্বীপ কুন্ডু নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছিলেন সেই কর্তৃপক্ষদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রীকে। একজন মানুষের মৃত্যু হল তরুণ প্রজন্মের একজন মানুষ চলে গেলেন এক ছাত্রের মৃত্যুর পর নীরবতা কেন ?

স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর পর যে কায়দায় কলকাতা পুলিশ তদন্ত করছে তা মেনে নেওয়া যায় না ক্ষিপ্রতার সঙ্গে তদন্তের গতিতে বাড়াতে হবে, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকে গ্রেফতার করতে হবে। কাউকে ছেড়ে কথা বলা যাবে না। কারণ একজন তরুণ প্রজন্মের সন্তানের যেভাবে মৃত্যু হয়েছে তাকে মেনে নেয়া যায়না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা বলছেন যে স্বপ্নদ্বীপ নিয়ম না মেনে হোস্টেলে ভর্তি হয়েছিলেন কলকাতা পুলিশের উচিত এখুনি তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তদন্ত করুন পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার নেপথ্যে কারা কেন আড়াল করতে চাইছেন তাদের! আসলে কলকাতা পুলিশের সাহস নেই এই তদন্তের ভেতরে ঢোকার!

তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকার কথা গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা এক নেত্রী, তিনি বুঝতে পারছেন সাধারণ মানুষের মনের ব্যথা । গ্রাম বাংলার এক সন্তান কলকাতায় পড়তে এসেছিল স্বপ্ন নিয়ে তার স্বপ্ন যে ভাবে ধূলিসাৎ হয়ে গেল তার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া নৈতিক দায়িত্ব মুখ্যমন্ত্রীর। আর নয় অনেক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি কঠোর হন যাদবপুরে বিষয়ে আপনাকে আরো বেশি কঠোর হতে হবে। এই ঘটনাকে যারা আড়াল করতে চাইছেন তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ করুন। কারণ মনে রাখবেন আজকে যদি আপনি কঠোর হন আজ যদি যাদবপুরের বাস্তু ঘুঘুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন তাহলে আগামী দিন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা এবং ভারতকে আরো আরো অনেক বেশি ভালো সন্তান উপহার দেবে।

 

 

The post Swapnadip Kundu: আর যেন কোন স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ না হয় ! যাদবপুরের বাস্তুঘুঘুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ জরুরী! first appeared on Banglar Janarob.]]>
Nawshad Siddiqui: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের বাঙালি মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত ! কেন ? জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/65958 Thu, 26 Jan 2023 12:51:52 +0000 https://banglarjanarob.com/?p=65958 সেখ ইবাদুল ইসলাম : বাংলার মুসলমান সমাজের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা । কারণ দীর্ঘদিন পর এই বাংলায় একজন যথাযোগ্য বাঙালি মুসলিম নেতা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত শনিবার ২১ জানুয়ারি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিনা অপরাধে গ্রেফতার করার পর অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন , ক্ষোভ প্রকাশ করেছেন । কিন্ত আমার কোথায় যেন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে নিজের অজান্তেই রাজ্যের বাঙালি মুসলিমদের জন্য একটা ভালো কাজ করলেন । তিনি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন মমতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবে বাঙালি মুসলমান সমাজ । হ্যাঁ, পাঠক…

The post Nawshad Siddiqui: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের বাঙালি মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত ! কেন ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : বাংলার মুসলমান সমাজের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা । কারণ দীর্ঘদিন পর এই বাংলায় একজন যথাযোগ্য বাঙালি মুসলিম নেতা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত শনিবার ২১ জানুয়ারি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিনা অপরাধে গ্রেফতার করার পর অনেকেই ক্ষুদ্ধ হয়েছেন , ক্ষোভ প্রকাশ করেছেন । কিন্ত আমার কোথায় যেন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে নিজের অজান্তেই রাজ্যের বাঙালি মুসলিমদের জন্য একটা ভালো কাজ করলেন । তিনি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন মমতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবে বাঙালি মুসলমান সমাজ ।

হ্যাঁ, পাঠক বর্গ ! হয়তো আপনারা ভাবছেন নওশাদ সিদ্দিকীকে গণতান্ত্রিক আন্দোলন করার জেরে যেভাবে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে তা এক কথায় মানবাধিকার বিরোধী । তারপরেও মমতার প্রতি কৃতজ্ঞ থাকবে বাংলার মানুষ কেন ? উত্তরে অবশ্যই থাকতে হবে, শুধু বাঙালি মুসলমান নয়, বাঙালি দলিত সমাজের আক্ষরিক অর্থে নেতা হয়ে উঠবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ।

কারণ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যেভাবে এবং যে কায়দায় মমতার পুলিশ নওশাদকে গ্রেফতার করেছে তাতে তাঁর জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে । বাংলায় যদি মমতাকে ক্ষমতায় থাকতে হয় তাহলে নওশাদ সিদ্দিকীর স্মরণ নিতে হবে । না হলে আগামী দিনে এই রাজ্যের বাঙালি মুসলিম ও বাঙালি দলিতদের সমর্থন মমতা পাবেন না । স্বাধীনতা পর মাত্র দুজন বাঙালি মুসলিম নেতা ছিলেন । একজন সৈয়দ বদরুদ্দোজা এবং হুমায়ুন কবীর । এক সময় এই দুজনেই কংগ্রেস সরকারের পতনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন । সৈয়দ বদরুদ্দোজা এবং হুমায়ুন কবীরদের উদাত্ত আহ্বানে বাংলার হিন্দু-মুসলিম কংগ্রেস বিরোধী হয়ে গিয়েছিল । এরপরেই বামপন্থীরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল । তারপর মাঝে মাঝে কয়েক জন নেতার আর্বিভাব হলেও তাও সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা ক্ষমতাসীন দলের কাছে বিক্রি হয়ে গেছেন ।

একটা সময় এই বাংলায় এক মুসলিম নেতা ছিলেন যাঁকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সমীহ করতেন । তাঁকে বলা হতো এই বাংলার বাঘ ! সেই বাঘ এখন বিড়ালে পরিণত হয়ে গেছে । এমনকি তৃণমূলের হাফ নেতারাও তাঁকে নিয়ে বিদ্রুপ করে থাকেন । তাঁর এই পরিণতির জন্য তিনি নিজেই দায়ী । প্রকৃত রাজনীতিবিদ হতে গেলে লোভী হওয়ার দরকার নেই , লোভ একবার এসে গেলে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে বেশি সময় লাগে না । এরপর হঠাৎ বাংলার রাজনীতিতে আর্বিভাব হল নওশাদ সিদ্দিকীর । তিনি এলেন দেখলেন এবং মানুষের হৃদয় জয় করে নিলেন । যে বিধায়ক ভাঙর থেকে নির্বাচিত হওয়ার পর এলাকায় ঢুকতে পারছিলেন না , বাড়ি ভাড়া পাননি । সেই বিধায়কের জন্য ভাঙরের মানুষের হাহাকার করছে কোন জাদু মন্ত্রে ! মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেছেন কী ? আপনি ছাড়া আপনার দলের আর কোনো নেতার কী জনপ্রিয়তা নওশাদের ধারে কাছে পৌছেতে পারবে ?

নওশাদ কথা দিয়েছেন তিনি বিক্রি হবেন না । তাঁর বিক্রি হওয়ার প্রয়োজন নেই । তিনি যে বাড়ির সন্তান সেই বাড়ির সন্তান যদি লোভী না হন তাহলে তাঁকে কেউ কিনতে পারবেন না । আর নওশাদ যদি বিক্রি না হন, তাহলে মনে রাখবেন নওশাদ এই বাংলার পরবর্তী নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন । জেল থেকে বেরিয়ে আসার পর নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তার কাছে হার মানতে বাধ্য হবেন তৃণমূলের রথী মহারথীরা । আর এই বাংলার শাসকের চাবিকাঠি চলে যাবে নওশাদের হাতেই ! তিনি হয়ে উঠবেন এই রাজ্যের রাজনৈতিক উত্থান পতনের নেপথ্য নায়ক । স্বাধীনতার পর যেমন নায়ক হয়ে উঠেছিলেন সৈয়দ বদরুদ্দোজা-হুমায়ুন কবীররা সেই পথে এগিয়ে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী !

স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরোধিতা করা সত্ত্বেও ফুরাফুরা শরীফে পুলিশ পাঠানোর সাহস দেখায়নি পরাধীন ভারতের ব্রিটিশ শাসকরা , স্বাধীন ভারতে কোনো সরকারই ফুরফুরায় পুলিশ পাঠায়নি, মমতা সরকার পীরজাদা নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করার সাহস দেখিয়েছেন ! এজন্যই বাংলার বাঙালি মুসলিম সমাজের উচিত মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা । আর এই কারণেই মমতা এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের কাছে অমর হয়ে থেকে যাবেন!

The post Nawshad Siddiqui: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের বাঙালি মুসলিমদের কৃতজ্ঞ থাকা উচিত ! কেন ? জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা https://banglarjanarob.com/65955 Wed, 25 Jan 2023 06:38:15 +0000 https://banglarjanarob.com/?p=65955 বাংলার জনরব ডেস্ক : রাজনীতির রং ছাড়াই আজ বুধবার রাস্তায় নামছে আইএসএফ । পীরজাদা নওশাদ সিদ্দিকীসহ ১৯ জনের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে ধর্মতলায় । এই মিছিলের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক পতাকা এই মিছিলে থাকবে না । মনে করা হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদার মুক্তির দাবিতে এই মিছিলে রের্কড মানুষের ভিড় হতে পারে । ফলে যানজটের সম্ভাবনা রয়েছে । আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে।…

The post Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজনীতির রং ছাড়াই আজ বুধবার রাস্তায় নামছে আইএসএফ । পীরজাদা নওশাদ সিদ্দিকীসহ ১৯ জনের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে শিয়ালদহ থেকে মিছিল শুরু হবে এবং তা শেষ হবে ধর্মতলায় । এই মিছিলের বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক পতাকা এই মিছিলে থাকবে না । মনে করা হচ্ছে, ফুরফুরা শরীফের পীরজাদার মুক্তির দাবিতে এই মিছিলে রের্কড মানুষের ভিড় হতে পারে । ফলে যানজটের সম্ভাবনা রয়েছে ।

আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে। রবীন্দ্র সদন-পাইকপাড়া, সন্তোষপুর-বৈশালী, ঘটকপুকুর-বাবুঘাট, সল্টলেক-বাবুঘাট, তপসিয়া-বাবুঘাট, বাগবাজার-খিদিরপুর, হাই কোর্ট-পিকনিক গার্ডেন ইত্যাদি রুটে প্রচুর বাস এবং মিনিবাস চলে। এই বাসগুলির যাতায়াত এসএন ব্যানার্জি রোড ধরে। তাই, বুধবার দুপুরের পর মানুষজন যাতায়াতে অসুবিধায় পড়বেন। কিছু ক্ষেত্রে কয়েকটি বাস লেনিন সরণির দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তাতেও অত্যধিক চাপ সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বুধবার কিছু ক্ষণের জন্য স্তব্ধও হয়ে যেতে পারে রাজপথ।

ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর ২টো নাগাদ শিয়ালদহ, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহর লাল নেহরু রোডে এই মিছিলের প্রভাব পড়তে পারে। এই জমায়েতে আড়াই হাজার মতো লোক হতে পারে বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ থেকে রানি রাসমনি অ্যাভিনিউয়ের এই মিছিলে যেমন লোক হবে, তার ভিত্তিতেই রাস্তা ঘোরানো হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
The post Nawshad Siddiqui : পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে পতাকা ছাড়াই নাগরিকদের মহামিছিলের ডাকে উত্তাল কলকাতা first appeared on Banglar Janarob.]]>
Tet Agitation: নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল রবীন্দ্র সদন চত্বর, প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের https://banglarjanarob.com/62706 Wed, 09 Nov 2022 12:10:17 +0000 https://banglarjanarob.com/?p=62706 বাংলার জনরব ডেস্ক :  প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এক্সাইড মোড়।রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজ়ন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ। নিয়োগের দাবিতে বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি।  সেই বিক্ষোভ সামলাতেই হিমসিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ…

The post Tet Agitation: নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল রবীন্দ্র সদন চত্বর, প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক :  প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এক্সাইড মোড়।রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পুলিশের প্রিজ়ন ভ্যানের চাকার তলায় শুয়ে বিক্ষোভ।

নিয়োগের দাবিতে বুধবার, এক্সাইড মোড়ের কাছে জমায়েত হন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরাতে যেতেই বেঁধে যায় ধুন্ধুমার। একাধিক চাকরিপ্রার্থী প্রতিবাদস্বরূপ প্রিজন ভ্যানের তলায় চাকার নীচে শুয়ে পড়েন। পুলিশ টেনেহিঁচড়ে তাঁদের বার করে। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করলেও এখনও পর্যন্ত নিয়োগ পাননি।  সেই বিক্ষোভ সামলাতেই হিমসিম খায় পুলিশ। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ। তখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পুলিশের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে কয়েক জন চাকরিপ্রার্থী এলগিন রোডের মোড় অবরোধ করেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়। পরে অবশ্য পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে দেয়। যদিও যান চলাচল স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

The post Tet Agitation: নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল রবীন্দ্র সদন চত্বর, প্রিজন ভ্যানের তলায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের first appeared on Banglar Janarob.]]>
KMC: কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডি নকল করে চাকরির নিয়োগ পত্র, গ্রেফতার দুই https://banglarjanarob.com/58464 Sat, 16 Jul 2022 13:35:11 +0000 https://banglarjanarob.com/?p=58464 বাংলার জনরব ডেস্ক : হাই স্কুল ও প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই দমকলে কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে গেছে এরপরেই দেখা গেল খোদ কলকাতা পুরসভার নিয়োগেও প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য। কলকাতা পুরসভায় যা হয়েছে তা এক কথায় অভিনব বলা যেতে পারে। এইরকম কায়দায় সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ খুব কম আসে। কলকাতা পুরসভার চাকরির নিয়োগ পত্র ইমেইল মারফত পেয়েছিল বেশ কয়েকজন। তারপর সেই নিয়োগপত্র খতিয়ে দেখতে গিয়ে জানা যায় পুরোটাই জাল। কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডির মত আরেকটি ইমেইল আইডি তৈরি করে…

The post KMC: কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডি নকল করে চাকরির নিয়োগ পত্র, গ্রেফতার দুই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : হাই স্কুল ও প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই দমকলে কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে গেছে এরপরেই দেখা গেল খোদ কলকাতা পুরসভার নিয়োগেও প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য।

কলকাতা পুরসভায় যা হয়েছে তা এক কথায় অভিনব বলা যেতে পারে। এইরকম কায়দায় সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ খুব কম আসে। কলকাতা পুরসভার চাকরির নিয়োগ পত্র ইমেইল মারফত পেয়েছিল বেশ কয়েকজন। তারপর সেই নিয়োগপত্র খতিয়ে দেখতে গিয়ে জানা যায় পুরোটাই জাল। কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডির মত আরেকটি ইমেইল আইডি তৈরি করে সেখান থেকে এই নিয়োগপত্র পাঠানো হয়েছে।

এই ঘটনা সামনে আসার পরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্তে নামে তারা এখনো পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে।শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।

বিষয়টি পুরসভার নজরে আনেন ‘প্রতারিত’ এক যুবক। তিনি মেলের মাধ্যমে চাকরির ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। এর পরেই সাইবার ক্রাইম শাখায় এ বিষয়ে অভিযোগ করেন পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। জানা গিয়েছে, পুরসভার সচিবের ইমেল আইডির মতো একটি ভুয়ো আইডি তৈরি করা হয়। ভুয়ো কিছু নথিও তৈরি করা হয়। সেই ভুয়ো আইডি থেকে চাকরির ইমেল পাঠানো হয় বলে অভিযোগ।

তদন্তে নেমে নদিয়ার রানাঘাটের ধানতলা এবং তাহেরপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

The post KMC: কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডি নকল করে চাকরির নিয়োগ পত্র, গ্রেফতার দুই first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? https://banglarjanarob.com/58087 Tue, 05 Jul 2022 14:07:11 +0000 https://banglarjanarob.com/?p=58087 বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে…

The post Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এই রাজ্যের পুলিশ প্রশাসন যে সঠিক মত চলছে না তা বাংলার জনরব বারবার বলেছে। পুলিশ তার নিজের কাজ না করে অকাজ করতেই ব্যস্ত থেকেছে বেশি। এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণভাবে রাজ্যের সব কাজে ব্যর্থ হচ্ছে। কোথায় মানুষ ১১ ঘণ্টা ধরে অবরোধ করছে সেই খবর গোয়েন্দা দপ্তরে থাকে না। অথচ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গোয়েন্দাদের পিছনে।

গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যা ঘটেছে তার কোন সদুত্তর রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছে নেই বলে আমাদের মনে হয়েছে। কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে নিরাপত্তার বেষ্টনী ভেদ করে হাফিজুল মোল্লা নামে একজন ব্যক্তি ঢুকে গেলেন তার দায় এবং দায়িত্ব কার এ নিয়ে প্রশ্ন উঠছে না কেন?

জানা গেছে হাফিজুল মোল্লা কে নিয়ে তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। আর এই হাফিজুল মোল্লাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় যেখানে সেখানে কলকাতা পুলিশ এতটা অকর্মণ্যতার পরিচয় কেন দিয়েছে? সেটা বড্ড জানতে ইচ্ছা করে।

এদিকে এই ঘটনার পর রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন সোমবার । সেখানে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার সঙ্গে যুক্ত পুলিশ কর্মীদের কাছে কোনভাবেই মোবাইল থাকবে না। নবান্নে এবং কালীঘাটে দুই জায়গাতে যে সকল নিরাপত্তা কর্মী কর্তব্য করবেন তাদের কাছে মোবাইল রাখা যাবে না। সরকারের এই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট হয়েছে যে পুলিশকর্মীরা মুখ্যমন্ত্রী নিরাপত্তার চেয়ে মোবাইলে ফেসবুক টুইটার দেখতে বেশি ব্যস্ত ছিল।

মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনি অনেক বেশি সতর্ক হোন। পুলিশ এবং প্রশাসনের এই গাফলতির বিরুদ্ধে আপনাকে কড়া পদক্ষেপ নিতে হবে। আর পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি এবং জনপ্রিয় নেত্রী। তার নিরাপত্তার দায় এবং দায়িত্ব তাদের।  যাদের জন্য গাফিলতি হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া উচিত। এখন বলা হচ্ছে হাফিজুল মোল্লা নাকি লোহার রড নিয়ে ঢুকেছিল। আর ওই হাফিজুল যদি সত্যিই কোনো অঘটন ঘটিয়ে দিত তার দায় কে নিতো? অতএব কলকাতা পুলিশের উচিত শুধুমাত্র গাফলতীর দায়ে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দিলেই হবে না তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এই ঘটনার পর আরো বাড়ানো হয়েছে। নবান্ন এর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির প্রবেশপথের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। পুলিশ কুকুরের নজরদারি বাড়ানো হবে। দু’টি ওয়াচ টাওয়ার নতুন করে বসানো হবে। একটি আলিপুর জেল এবং অন্যটি বলরাম ঘাটের দিকে। টালি নালার দিকের অরক্ষিত দিকে ১৪ ফুট উঁচু অ্যালমিনিয়ামের পাঁচিল দেওয়া হবে। নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়ি, দুটি ক্ষেত্রেই সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর বাড়ির চারিদিকে ১০০ ফুট ব্যাসার্ধ জুড়ে নজরদারি চলে। এবার থেকে নজরদারি এলাকা দ্বিগুণ করা হয়েছে।

 

 

The post Mamata Banerjee : নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুল মোল্লা ঢুকলো কি করে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে দায় এড়াতে পারে কলকাতা পুলিশ ? first appeared on Banglar Janarob.]]>
Police Recruitment: কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা শুধু বাংলা এবং নেপালিতেই! ইংরেজির দাবি খারিজ করল হাইকোর্ট https://banglarjanarob.com/57745 Mon, 27 Jun 2022 09:33:33 +0000 https://banglarjanarob.com/?p=57745 বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শুধু বাংলা এবং নেপালিতেই, ইংরেজি ভাষায় প্রশ্নপত্র করার দাবি মানল না উচ্চ আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আঞ্চলিক ভাষা হিসাবে বাংলা এবং নেপালিতে প্রশ্ন হলে পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না। চলতি বছরের ২৭ মে কলকাতা পুলিশের ১,১৪০ জন কনস্টেবল এবং ২৫৬ মহিলা কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা এবং নেপালি, শুধুমাত্র এই দু’টি ভাষাতেই প্রশ্নপত্র হবে। সোমবার এই নিয়োগের জন্য আবেদনের…

The post Police Recruitment: কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা শুধু বাংলা এবং নেপালিতেই! ইংরেজির দাবি খারিজ করল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শুধু বাংলা এবং নেপালিতেই, ইংরেজি ভাষায় প্রশ্নপত্র করার দাবি মানল না উচ্চ আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আঞ্চলিক ভাষা হিসাবে বাংলা এবং নেপালিতে প্রশ্ন হলে পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না।

চলতি বছরের ২৭ মে কলকাতা পুলিশের ১,১৪০ জন কনস্টেবল এবং ২৫৬ মহিলা কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা এবং নেপালি, শুধুমাত্র এই দু’টি ভাষাতেই প্রশ্নপত্র হবে।

সোমবার এই নিয়োগের জন্য আবেদনের (ফর্ম ফিলাপ) শেষ তারিখ। তবে এর মধ্যেই ইংরেজিকে বাদ দিয়ে শুধু এই দু’টি ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে ‘গার্ডেনরিচ পিস মুভমেন্ট’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। কলকাতা হাই কোর্টের কাছে এই সংগঠন আবেদন করে, বহু পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। ইংরেজি বাদ দিলে এই পরীক্ষার্থীদের অসুবিধা হবে বলেও মমলাকারীরা দাবি করেন।

মামলকারী আইনজীবীর সওয়াল ছিল, পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ‘এগিয়ে বাংলা’-র উল্লেখ রয়েছে। সরকার যেখানে এই দু’টি ভাষা ব্যবহার করছে, সেখানে পুলিশের নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে কেন প্রশ্নপত্রে ইংরেজি ভাষাকে বাদ দেওয়া হল? তিনি এ-ও বলেন যে, ২০১৯ সালে পুলিশের যে নিয়োগ হয়েছিল সেখানে ইংরেজি-সহ তিনটি ভাষা ছিল। ২০১৬ সালের নিয়োগের সময় পরীক্ষা নেওয়া হয়েছিল চারটি ভাষায়।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই নিয়োগ-বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাবে বলা আছে, পাহাড়ি এলাকার বাসিন্দা ছাড়া বাকি পরীক্ষার্থীদের বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানা আবশ্যক। তাই এই ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্নপত্র করা অযৌক্তিক।’’

The post Police Recruitment: কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা শুধু বাংলা এবং নেপালিতেই! ইংরেজির দাবি খারিজ করল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
Nupur Sharma : জীবনের ঝুঁকি রয়েছে তাই এখনই কলকাতায় যাওয়া সম্ভব নয় চার সপ্তাহ সময় দেওয়া হোক কলকাতা পুলিশকে ইমেইল করে জানিয়ে দিলেন নুপুর শর্মা https://banglarjanarob.com/57543 Mon, 20 Jun 2022 10:48:59 +0000 https://banglarjanarob.com/?p=57543 বাংলার জনরব ডেস্ক : জীবনের ঝুঁকি রয়েছে তাই কলকাতা পুলিশের ডাকে সাড়া দেয়া তার পক্ষে সম্ভব নয় জানিয়ে দিলেন বিজেপি দলের সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মা। গত ২৭ মে তিনি হযরত মুহাম্মদ সা কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে নারকেলডাঙ্গা থানা তার বিরুদ্ধে এফআইআর হয়। এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে সমন পাঠিয়ে ডাকা হয় এবং ২০ জুনের মধ্যে তাকে আসতে বলা হয়েছিল। এর উত্তরে নুপুর শর্মা জানিয়েছেন তার জীবনের ঝুঁকি রয়েছে তাই এখুনি কলকাতা যাওয়া তার পক্ষে সম্ভব নয় তাকে চার সপ্তাহ সময় দেওয়া হোক। সংবাদ সংস্থা সূত্রে খবর,…

The post Nupur Sharma : জীবনের ঝুঁকি রয়েছে তাই এখনই কলকাতায় যাওয়া সম্ভব নয় চার সপ্তাহ সময় দেওয়া হোক কলকাতা পুলিশকে ইমেইল করে জানিয়ে দিলেন নুপুর শর্মা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : জীবনের ঝুঁকি রয়েছে তাই কলকাতা পুলিশের ডাকে সাড়া দেয়া তার পক্ষে সম্ভব নয় জানিয়ে দিলেন বিজেপি দলের সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মা। গত ২৭ মে তিনি হযরত মুহাম্মদ সা কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে নারকেলডাঙ্গা থানা তার বিরুদ্ধে এফআইআর হয়। এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে সমন পাঠিয়ে ডাকা হয় এবং ২০ জুনের মধ্যে তাকে আসতে বলা হয়েছিল। এর উত্তরে নুপুর শর্মা জানিয়েছেন তার জীবনের ঝুঁকি রয়েছে তাই এখুনি কলকাতা যাওয়া তার পক্ষে সম্ভব নয় তাকে চার সপ্তাহ সময় দেওয়া হোক।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মর্মে কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাঁকে পরবর্তী কোন দিনক্ষণ জানানো হয়েছে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।

 

The post Nupur Sharma : জীবনের ঝুঁকি রয়েছে তাই এখনই কলকাতায় যাওয়া সম্ভব নয় চার সপ্তাহ সময় দেওয়া হোক কলকাতা পুলিশকে ইমেইল করে জানিয়ে দিলেন নুপুর শর্মা first appeared on Banglar Janarob.]]>
Bengal SSC Scam: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্মতলা থেকে জোর করে তুলে দিল পুলিশ, পুলিশের এই সিদ্ধান্তে হতবাক আন্দোলনকারীরা https://banglarjanarob.com/57404 Thu, 16 Jun 2022 13:21:19 +0000 https://banglarjanarob.com/?p=57404 বাংলার জনরব ডেস্ক : এসএসসির আন্দোলনকারীদের আজ বৃহস্পতিবার কলকাতা ধর্মতলা শহীদ মিনার এলাকা থেকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, বৃহস্পতিবার আচমকাই ধর্না মঞ্চে এসে তাঁদের উঠে যেতে বলে পুলিশ। শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনকারীদের অনেককে পাঁজাকোলা করে তুলে নিয়ে যেতেও দেখা যায় পুলিশ বাহিনীকে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা আন্দোলনকারীদের প্রশ্ন? হঠাৎ এমন কী হল যে আন্দোলনস্থল থেকে উঠে যেতে বলা হচ্ছে তাঁদের? শহিদ মিনারের নীচে ধর্নায় বসেছিলেন এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। সম্প্রতিই এই শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের ১৬০০ পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মমতা। তবে…

The post Bengal SSC Scam: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্মতলা থেকে জোর করে তুলে দিল পুলিশ, পুলিশের এই সিদ্ধান্তে হতবাক আন্দোলনকারীরা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : এসএসসির আন্দোলনকারীদের আজ বৃহস্পতিবার কলকাতা ধর্মতলা শহীদ মিনার এলাকা থেকে জোর করে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

আন্দোলনকারীদের অভিযোগ, বৃহস্পতিবার আচমকাই ধর্না মঞ্চে এসে তাঁদের উঠে যেতে বলে পুলিশ। শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। আন্দোলনকারীদের অনেককে পাঁজাকোলা করে তুলে নিয়ে যেতেও দেখা যায় পুলিশ বাহিনীকে। ঘটনার আকস্মিকতায় দিশেহারা আন্দোলনকারীদের প্রশ্ন? হঠাৎ এমন কী হল যে আন্দোলনস্থল থেকে উঠে যেতে বলা হচ্ছে তাঁদের?

শহিদ মিনারের নীচে ধর্নায় বসেছিলেন এসএসসির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। সম্প্রতিই এই শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের ১৬০০ পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন মমতা। তবে তার পরেও শহিদ মিনারে আন্দোলন চালিয়ে গিয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, শুধু আশ্বাস নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়িত করতে অবিলম্বে কাউন্সিলিং শুরু হোক। যার সাহায্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। আন্দোলনকারীদের সেই দাবি মানা হয়নি। এর মধ্যেই বৃহস্পতিবার তাঁদের বিক্ষোভ স্থল থেকেও উঠিয়ে দেওয়া হল।

বৃহস্পতিবার এ ব্যাপারে প্রথমে নোটিস দেওয়া হয় আন্দোলনকারীদের। পরে ডিসি (দক্ষিণ) এসে তাঁদের অনুরোধ করেন আন্দোলনস্থল ছেড়ে যেতে। তাতেও আন্দোলনকারীরা আন্দোলনস্থল ছেড়ে না যাওয়ায় পুলিশ এসে তুলে দেয় আন্দোলনকারীদের।

 

 

 

The post Bengal SSC Scam: এসএসসির আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্মতলা থেকে জোর করে তুলে দিল পুলিশ, পুলিশের এই সিদ্ধান্তে হতবাক আন্দোলনকারীরা first appeared on Banglar Janarob.]]>
Prophet Row : হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ https://banglarjanarob.com/57273 Mon, 13 Jun 2022 09:04:07 +0000 https://banglarjanarob.com/?p=57273 বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেশের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই। ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ নুপুর শর্মাকে সেই রাজ্যে তলব করেছে ২৫ জুন এরই মাঝে কলকাতা পুলিশ আগামী ২০ জুন নুপুর শর্মাকে কলকাতায় তলব করেছে। সম্প্রতি এক টিভি চ্যানেলের টকশোতে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপুর শর্মা । তা নিয়ে ইতিমধ্যে বিশ্বের ৫৭টি মুসলিম রাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। কমপক্ষে ১৭ টি মুসলিম রাষ্ট্রে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন নুপুর শর্মা…

The post Prophet Row : হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেশের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই। ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ নুপুর শর্মাকে সেই রাজ্যে তলব করেছে ২৫ জুন এরই মাঝে কলকাতা পুলিশ আগামী ২০ জুন নুপুর শর্মাকে কলকাতায় তলব করেছে।

সম্প্রতি এক টিভি চ্যানেলের টকশোতে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপুর শর্মা । তা নিয়ে ইতিমধ্যে বিশ্বের ৫৭টি মুসলিম রাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। কমপক্ষে ১৭ টি মুসলিম রাষ্ট্রে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন নুপুর শর্মা যেদিন বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই দিন থেকে কমপক্ষে দশ দিন এদেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি নীরব ছিল।

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি এ বিষয়ে সমালোচনা করতে শুরু করলে তারপর কংগ্রেস থেকে শুরু করে সমস্ত ধর্মনিরপেক্ষ দল নুপুর শর্মার বিরোধিতা করতে শুরু করে। উদ্ধব ঠাকরে সরকার হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে শুরু করে।

এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আবেদন করেন তারা যেন নুপুর শর্মার বিরুদ্ধে প্রত্যেকটি থানায় এফআইআর করে। মুখ্যমন্ত্রী আবেদনের পরেই দেখা যায় বিভিন্ন এলাকা থেকে এফ আই আর এর খবর আসতে থাকে। দক্ষিণবঙ্গের হুগলী জেলার খানাকুল  পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং কলকাতার নারকেলডাঙ্গা থানায় নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, নূপুরের (BJP Leader Nupur Sharma) বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ভারতীয় দণ্ডবিধি ১৫৩(এ), ২৯৫(এ),২৯৮ এবং ৩৪ ধারায় অভিযোগ রুজু হয়েছে।  আজ সোমবার পাঠানো হয়েছে সমনও। তবে বহিষ্কৃত বিজেপি নেত্রী আদৌ হাজিরা দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

আজ সোমবার নারকেলডাঙ্গা থানার পক্ষ থেকে নুপুর শর্মার ঠিকানায় সমন পাঠানো হয়েছে তাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই নেত্রী আদৌ হাজির হবেন কিনা যদি হাজির না হয় সে ক্ষেত্রে কলকাতা পুলিশ কি করতে পারে তা এখনো স্পষ্ট নয়।

ওয়াকিবহাল মহল বলছে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মুসলিমদের মন পেতে চাইছে। সাম্প্রতিককালে আনিস খান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এরাজ্যের বাঙালি মুসলিম সমাজের তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ রয়েছে।

The post Prophet Row : হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ first appeared on Banglar Janarob.]]>