Kerala | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Thu, 30 Jun 2022 06:28:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Kerala | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Kerala Murder: সকালে ঘুম থেকে উঠে সন্তানকে চুমু তা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা এবং ছুরি দিয়ে কুপিয়ে খুন স্বামীর https://banglarjanarob.com/57855 Thu, 30 Jun 2022 06:28:32 +0000 https://banglarjanarob.com/?p=57855 বাংলার জনরব ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে সন্তানকে চুমু খেয়েছিলেন বাবা। তা নিয়ে স্বামী স্ত্রীর বচসা শুরু হয়।সেখান থেকে হাতাহাতি। এর পরই ছুরি নিয়ে স্ত্রীর উপর ঝাপিয়ে পড়ে স্বামী। কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেরলের পালক্কড়ে । অভিযুক্ত ওই ব্যক্তির নাম অবিনাশ এবং তাঁর মৃত স্ত্রীর নাম দীপিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উঠে অভিযুক্ত অবিনাশ শিশুপুত্রকে আদর করতে যান। কোলে নিয়ে স্নেহচুম্বনও করেন তিনি। তবে স্বামী ব্রাশ না করেই ছেলেকে চুমু খাওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল স্ত্রী দীপিকার। এই নিয়ে স্বামীকে অপমানজনক কথা বলতেও…

The post Kerala Murder: সকালে ঘুম থেকে উঠে সন্তানকে চুমু তা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা এবং ছুরি দিয়ে কুপিয়ে খুন স্বামীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে সন্তানকে চুমু খেয়েছিলেন বাবা। তা নিয়ে স্বামী স্ত্রীর বচসা শুরু হয়।সেখান থেকে হাতাহাতি। এর পরই ছুরি নিয়ে স্ত্রীর উপর ঝাপিয়ে পড়ে স্বামী। কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেরলের পালক্কড়ে । অভিযুক্ত ওই ব্যক্তির নাম অবিনাশ এবং তাঁর মৃত স্ত্রীর নাম দীপিকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উঠে অভিযুক্ত অবিনাশ শিশুপুত্রকে আদর করতে যান। কোলে নিয়ে স্নেহচুম্বনও করেন তিনি। তবে স্বামী ব্রাশ না করেই ছেলেকে চুমু খাওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল স্ত্রী দীপিকার। এই নিয়ে স্বামীকে অপমানজনক কথা বলতেও শুরু করেন তিনি। এর পর আর মাথা ঠিক রাখতে পারেননি অবিনাশ। তাঁদের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়। তখনই একটি ধারালো ছুরি নিয়ে দীপিকার উপর এলোপাথাড়ি হামলা চালাতে থাকেন অবিনাশ।

দীপিকার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধারে করেন। দ্রুত পেরিন্থালমান্নার কাছে একটি হাসপাতালে নিয়েও যাওয়া হয়। সেখানে দীপিকাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ ইতিমধ্যেই অবিনাশকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিনাশ কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। দু’মাস হল তিনি পালক্কড়ে ফিরে আসেন।

The post Kerala Murder: সকালে ঘুম থেকে উঠে সন্তানকে চুমু তা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা এবং ছুরি দিয়ে কুপিয়ে খুন স্বামীর first appeared on Banglar Janarob.]]>
Kerala: ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সিপিএমের শিক্ষক নেতা https://banglarjanarob.com/55954 Sat, 14 May 2022 06:13:23 +0000 https://banglarjanarob.com/?p=55954 বাংলার জনরব ডেস্ক : ৩০ বছরের কর্মজীবনে ৬০ জনের বেশি ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল কেরলের মলপ্পুরম জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা স্থানীয় পুরসভার সিপিএম কাউন্সিলর কেভি শশীকুমারের বিরুদ্ধে । একাধিক ছাত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিন ।চলতি বছরের মার্চ মাসে মলপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেন শশীকুমার। এর পরেই এক ছাত্রী প্রথম নেটমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এর পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। কয়েক জন নির্যাতিতা পুলিশে এফআইআর দায়ের করেন। এর পরেই গা ঢাকা দিয়েছিলেন মলপ্পুরম পুরসভার তিন…

The post Kerala: ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সিপিএমের শিক্ষক নেতা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ৩০ বছরের কর্মজীবনে ৬০ জনের বেশি ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল কেরলের মলপ্পুরম জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা স্থানীয় পুরসভার সিপিএম কাউন্সিলর কেভি শশীকুমারের বিরুদ্ধে । একাধিক ছাত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিন ।চলতি বছরের মার্চ মাসে মলপ্পুরমের সেন্ট জেমস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেন শশীকুমার। এর পরেই এক ছাত্রী প্রথম নেটমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এর পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। কয়েক জন নির্যাতিতা পুলিশে এফআইআর দায়ের করেন। এর পরেই গা ঢাকা দিয়েছিলেন মলপ্পুরম পুরসভার তিন বারের সিপিএম কাউন্সিলর শশীকুমার।

তদন্তে নেমে পুলিশ শশীকুমারের বিরুদ্ধে যৌন নিগ্রহের বহু অভিযোগ পায়। তার মধ্যে তিন দশকের পুরনো অভিযোগও রয়েছে। নির্যাতিতাদের একাংশের অভিযোগ, স্কুল এবং স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী শশীকুমার তাঁদের চুপ থাকতে বাধ্য করেছিলেন।শুক্রবার অভিযুক্ত প্রাক্তন শিক্ষককে মলপ্পুরম থেকেই গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি ছাত্রী এবং প্রাক্তন ছাত্রী শশীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলির ভিত্তিতে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সে রাজ্যের জনশিক্ষা দফতরের অধিকর্তা কে বাবু জানিয়েছেন, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে পরিচালনা ব্যবস্থার ত্রুটিগুলি খতিয়ে দেখে তাড়াতাড়ি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
The post Kerala: ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সিপিএমের শিক্ষক নেতা first appeared on Banglar Janarob.]]>
Hijab Row : ‘‘হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়’’ হিজাব ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান https://banglarjanarob.com/52535 Sun, 13 Feb 2022 09:57:41 +0000 https://banglarjanarob.com/?p=52535 বাংলার জনরব ডেস্ক : হিজাব বির্তক দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে পৌছে গেছে । এই অবস্থায় হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয় বরে মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান । গতকাল শনিবার রাতে এক জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেরলের রাজ্যপাল বলেন,‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এটির সঙ্গে মহিলাদের পোশাক রীতির কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি ষখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’ প্রসঙ্গত হিজাব বিতর্কে উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। হিজাব পরার পক্ষে যুক্তি হিসাবে বলা…

The post Hijab Row : ‘‘হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়’’ হিজাব ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : হিজাব বির্তক দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে পৌছে গেছে । এই অবস্থায় হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয় বরে মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান । গতকাল শনিবার রাতে এক জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেরলের রাজ্যপাল বলেন,‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এটির সঙ্গে মহিলাদের পোশাক রীতির কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি ষখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’

প্রসঙ্গত হিজাব বিতর্কে উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। হিজাব পরার পক্ষে যুক্তি হিসাবে বলা হচ্ছে শিখদের যদি পাগড়ি পরে কলেজে প্রবেশের অধিকার দেওয়া হয়, তবে কেন সুসলিম মেয়েদের হিজাব পরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বিষয়টির উল্লেখ করে রাজ্যপাল বলেন, ‘‘হিজাব পরে কলেজে প্রবেশের অধিকারের স্বপক্ষে যুক্তি হিসাবে শিখদের পাগড়ির প্রসঙ্গ আনা হচ্ছে। কিন্তু এটা ঠিক নয়। কারণ পাগড়ি হল তাঁদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়।’’

রাজ্যপালের মতে, পুরো বিতর্কটি মুসলিম নারীদের অগ্রগতিকে লাইনচ্যুত করার একটি ষড়যন্ত্র।এ প্রসঙ্গে একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, ‘‘একটি অল্পবয়সি মেয়ে নবীর গৃহে প্রতিপালিত হয়েছিল। সে নবীর স্ত্রীর ভাইঝি। সে অসাধারণ সুন্দরী ছিল। এক দিন সে বলল, আমি চাই মানুষ আমার সৌন্দর্য দেখুক। আমার সৌন্দর্যে ঈশ্বরের অনুগ্রহ দেখুক এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুক। ইসলামের প্রথম প্রজন্মের নারীরা এই ভাবেই আচারণ করত।’’

The post Hijab Row : ‘‘হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়’’ হিজাব ইস্যুতে বিতর্কিত মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান first appeared on Banglar Janarob.]]>
Lottery: সকালে বাজার করতে গিয়ে পাঁচশো টাকা খুচরো করতে লটারির টিকিট কিনে বিকেলে ১২ কোটির মালিক রংমিস্ত্রি! https://banglarjanarob.com/51711 Fri, 21 Jan 2022 09:05:13 +0000 https://banglarjanarob.com/?p=51711 বাংলার জনরব ডেস্ক : বাজার করতে গিয়েছিলেন রংমিস্ত্রি কিন্তু দোকানের টাকার খুচরো ছিল না। ৫০০ টাকার নোট খুচরো করতে গিয়ে বাধ্য হয়ে ওই রংমিস্ত্রিকে কিনতে হয়েছিল লটারি টিকিট। আর সেই লটারি টিকিট তার ভাগ্যকে বদলে দিল। এক কিংবা ১০ লাখ নয় একেবারে ১২ কোটি টাকা পেয়ে গেল লটারি টিকিট কেটে ওই রংমিস্ত্রি। রাতারাতি ভাগ্যবদল দেখে অনেকেই মনে করেছেন কপাল গুনে এই জয়। আরে নিয়েই চর্চা শুরু হয়েছে কেরল প্রদেশ এ। পাঁচশো টাকা নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন কেরলের কোট্টয়মের বাসিন্দা সদানন্দন ওলিপারাম্বিল। কিন্তু দোকানি খুচরো না দেওয়ায় মহা বিড়ম্বনায় পড়েন তিনি।…

The post Lottery: সকালে বাজার করতে গিয়ে পাঁচশো টাকা খুচরো করতে লটারির টিকিট কিনে বিকেলে ১২ কোটির মালিক রংমিস্ত্রি! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : বাজার করতে গিয়েছিলেন রংমিস্ত্রি কিন্তু দোকানের টাকার খুচরো ছিল না। ৫০০ টাকার নোট খুচরো করতে গিয়ে বাধ্য হয়ে ওই রংমিস্ত্রিকে কিনতে হয়েছিল লটারি টিকিট। আর সেই লটারি টিকিট তার ভাগ্যকে বদলে দিল। এক কিংবা ১০ লাখ নয় একেবারে ১২ কোটি টাকা পেয়ে গেল লটারি টিকিট কেটে ওই রংমিস্ত্রি। রাতারাতি ভাগ্যবদল দেখে অনেকেই মনে করেছেন কপাল গুনে এই জয়। আরে নিয়েই চর্চা শুরু হয়েছে কেরল প্রদেশ এ।

পাঁচশো টাকা নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন কেরলের কোট্টয়মের বাসিন্দা সদানন্দন ওলিপারাম্বিল। কিন্তু দোকানি খুচরো না দেওয়ায় মহা বিড়ম্বনায় পড়েন তিনি। বাজারের কাছেই ছিল লটারির একটি দোকান। খুচরো করার জন্য কিছু টাকা দিয়ে লটারি কিনেছিলেন তিনি। তার পর বাকি টাকা নিয়ে ফের বাজার করতে চলে যান।

বিকেল হতেই এলাকায় হইহই পড়ে যায়। কেননা, ওই এলাকা থেকেই লটারির প্রথম পুরস্কার জিতেছেন এক জন। কিন্তু বিজয়ী কে সেটা তখনও কেউ জানতে পারেননি। সদানন্দনের কানে যখন খবর পৌঁছয় যে এলাকার এক জনের ভাগ্যে প্রথম পুরস্কার জুটেছে, তিনি আর স্থির থাকতে পারেননি। জামার পকেটে রাখা টিকিটটি বার করে সোজা লটারির দোকানের উদ্দেশে হাঁটা লাগান।

তখনও সদানন্দন আঁচ করতে পারেননি, যাঁকে নিয়ে এত হইচই সেই ব্যক্তি তিনি নিজেই। লটারির দোকানে টিকিটের নম্বরটা মেলাতেই আঁতকে ওঠেন সদানন্দন। ঠিক দেখছেন তো তিনি? আরও ভাল করে বার কয়েক টিকিটের নম্বর মেলান। দেখেন তাঁর কেনা টিকিটেই প্রথম পুরস্কার হয়েছে। যার মূল্য ১২ কোটি টাকা!

কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ১২ কোটি টাকা জিতলেও পুরো টাকাটা হাতে পাবেন না সদানন্দন। আয়কর কেটে প্রায় সাড়ে সাত কোটি টাকা হাতে পাবেন তিনি।

The post Lottery: সকালে বাজার করতে গিয়ে পাঁচশো টাকা খুচরো করতে লটারির টিকিট কিনে বিকেলে ১২ কোটির মালিক রংমিস্ত্রি! first appeared on Banglar Janarob.]]>