কলকাতা প্রচ্ছদ 

বামপন্থী ছাত্র যুবদের লালবাজার অভিযান, গ্রেফতার ১৪, শুক্রবারের মধ্যে সরাতে হবে পুলিশ কমিশনারকে না হলে শনিবার থেকে লালবাজার অবরুদ্ধ করবে বামেরা জানিয়ে দিলেন মোহাম্মদ সেলিম

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর থেকে চলছে বামেদের ‘লালবাজার অভিযান’ ঘিরে উত্তাল হয়ে উঠল মধ্য কলকাতা। দুপুর সাড়ে ৩টে নাগাদ শুরু হয় মিছিল। দাবি একটাই, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। বামেদের লালবাজার অভিযান নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। লালবাজারের অনেক আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে দু’দিক থেকে ব্যরিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মিছিল আটকানোয় পথেই বসে পড়েন বামেরা। এখানে প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে বাম কর্মীরা বসে রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরজি করকাণ্ডে প্রমাণ লোপাটের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বিনীত গোয়েলকে কেন মমতা সরাচ্ছেন না?

সেখ ইবাদুল ইসলাম : অনেক আগেই বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এ কথা ঠিকই আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা পুলিশ তার দায় এড়াতে পারেনা। কিন্তু প্রথম দিন থেকেই কলকাতা পুলিশের কমিশনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন। প্রথমত ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে পৌঁছে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার দিন থেকে বিভিন্ন রকম ভাবে বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার এদেশের নাগরিককে অনেক বেশি সন্দেহভাজন করে তোলে। পুলিশ কমিশনার যেভাবে সাংবাদিক…

আরও পড়ুন