Joint Entrance Board | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 21 May 2022 10:38:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Joint Entrance Board | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! https://banglarjanarob.com/56316 Sat, 21 May 2022 10:38:48 +0000 https://banglarjanarob.com/?p=56316 বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশিত হবেই জুন মাসেই। জানা গেছে জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে তেসরা জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা 15 জুনের মধ্যে। জানা গিয়েছে, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। মাঝে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে।…

The post মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশিত হবেই জুন মাসেই। জানা গেছে জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে তেসরা জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা 15 জুনের মধ্যে।

জানা গিয়েছে, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। মাঝে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে। তাদের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপর শিক্ষাদপ্তরের চূড়ান্ত অনুমোদন মিললেই ফলঘোষণার দিনক্ষণ জানাবে সংসদ।

২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সিলেবাসে হবে তা নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যে জানিয়েছেন, “করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।”

২০২০ সাল থেকে শুরু হয় কোভিডের দাপট। টানা বন্ধ ছিল স্কুল। পরের বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’টি পরীক্ষাই হয়নি। কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস। সেই কারণে চলতি বছরে দু’টি পরীক্ষাতেই সিলেবাসের বোঝা কমানো হয়। পর্ষদ এবং সংসদ প্রায় ৩০ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার। আগামী মাসে যার ফলপ্রকাশ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (JEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে। আগামী বছরের পরীক্ষা পূর্ণ সিলেবাসে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ এবং সংসদ। কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন।

 

The post মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! first appeared on Banglar Janarob.]]>