Jharkhand Panchayat Elections 2022 | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 18 May 2022 16:53:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Jharkhand Panchayat Elections 2022 | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 SDPI : ঝাড়খন্ডে খাতা খুলল এসডিপিআই https://banglarjanarob.com/56205 Wed, 18 May 2022 16:51:47 +0000 https://banglarjanarob.com/?p=56205 বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে চলছে ত্রি স্তরীয় স্থানীয় সরকার নির্বাচন। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচন। চার পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় নির্বাচন হয় গত ১৪ মে সাঁওতাল পরগনায়। এখানে এসডিপিআই সাহেবগঞ্জ ও পাকুড় জেলায় একটি জেলা পরিষদ, আটটি মুখিয়া, দশটি পঞ্চায়েত সমিতি ও আশিটি ওয়ার্ড সদস্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল থেকে গণনা চলছে। এখনও শেষ হয়নি। আজ রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলা পরিষদ, একটি মুখিয়া, পাঁচটি পঞ্চায়েত সমিতি ও পাঁচটি ওয়ার্ড সদস্য আসনে এসডিপিআই জয়লাভ করেছে। ৮ পাকুড় জেলা পরিষদ আসনে মাওলানা হানজেলা সেখ ৭১৭৮…

The post SDPI : ঝাড়খন্ডে খাতা খুলল এসডিপিআই first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে চলছে ত্রি স্তরীয় স্থানীয় সরকার নির্বাচন। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচন। চার পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় নির্বাচন হয় গত ১৪ মে সাঁওতাল পরগনায়। এখানে এসডিপিআই সাহেবগঞ্জ ও পাকুড় জেলায় একটি জেলা পরিষদ, আটটি মুখিয়া, দশটি পঞ্চায়েত সমিতি ও আশিটি ওয়ার্ড সদস্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল থেকে গণনা চলছে। এখনও শেষ হয়নি।

আজ রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলা পরিষদ, একটি মুখিয়া, পাঁচটি পঞ্চায়েত সমিতি ও পাঁচটি ওয়ার্ড সদস্য আসনে এসডিপিআই জয়লাভ করেছে। ৮ পাকুড় জেলা পরিষদ আসনে মাওলানা হানজেলা সেখ ৭১৭৮ ভোটে জয়ী হয়েছেন।

The post SDPI : ঝাড়খন্ডে খাতা খুলল এসডিপিআই first appeared on Banglar Janarob.]]>