International | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 04 May 2022 08:50:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg International | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Press Freedom : মোদী জমানায় দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে, সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক চাপ বাড়ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান ১৫০ তম, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট https://banglarjanarob.com/55482 Wed, 04 May 2022 08:50:05 +0000 https://banglarjanarob.com/?p=55482 বাংলার জনরব ডেস্ক: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদমাধ্যমকে। আর আমাদের ভারত বর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে পরিচিত। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার তালিকায় পৃথিবীর ১৮০ টা দেশের মধ্যে ১৫০ তম স্থান দখল করেছে ভারত বর্ষ। রিপোর্টে বলা হয়েছে মোদি সরকারের আমলে এ দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিন দিন সংকুচিত হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে কোথায় দাঁড়িয়ে কোন দেশ, মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টারস উইদআউট বর্ডার (Reporters Without Boarders)। সেই সূচকের নিরিখে দেখা গিয়েছে, ভারত (India) রয়েছে ১৫০তম স্থানে। গত বছর ভারত ছিল ১৪২তম স্থানে। এবার…

The post Press Freedom : মোদী জমানায় দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে, সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক চাপ বাড়ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান ১৫০ তম, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদমাধ্যমকে। আর আমাদের ভারত বর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে পরিচিত। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার তালিকায় পৃথিবীর ১৮০ টা দেশের মধ্যে ১৫০ তম স্থান দখল করেছে ভারত বর্ষ। রিপোর্টে বলা হয়েছে মোদি সরকারের আমলে এ দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিন দিন সংকুচিত হচ্ছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে কোথায় দাঁড়িয়ে কোন দেশ, মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টারস উইদআউট বর্ডার (Reporters Without Boarders)। সেই সূচকের নিরিখে দেখা গিয়েছে, ভারত (India) রয়েছে ১৫০তম স্থানে। গত বছর ভারত ছিল ১৪২তম স্থানে। এবার আরও আট ধাপ নামল দেশ। রিপোর্টে বলা হয়েছে, ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দেশে সাংবাদিকদের উপর লাগাতার হামলা চলছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক দেশের জাতীয়তাবাদী বা একনায়কতান্ত্রিক সরকার সংবাদমাধ্যমের উপর চাপ তৈরি করছে। তাদের কণ্ঠরোধ করছে। রিপোর্টে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর অনুগামী ‘ভক্তদের’ কথাও উঠে এসেছে। লেখা হয়েছে, প্রথম থেকে মোদি মনে করেন কিছু সাংবাদিক মোদি এবং তাঁর অনুগামীদের মধ্যের সম্পর্ক নষ্ট করতে পারে। যে সমস্ত সাংবাদিক কেন্দ্রীয় সরকার এবং মোদির সমালোচনা করেছেন, তাঁদের নানারকমভাবে হেনস্তা, এমনকী মারধরও করেছে মোদির অনুগামী ভক্তরা।”

শুধু ভারত নয়, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে অবনমন হয়েছে প্রতিবেশী বাংলাদেশ (১৬২), পাকিস্তান (১৫৭), আফগানিস্তান (১৫৬) এবং শ্রীলঙ্কারও (১৪৬)।

তবে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে উত্থান হয়েছে চিন, নেপাল এবং ভূটানের। উল্লেখ্য, চলতি বছরের হিসেবে চলতি বছরে দেশে এক সাংবাদিককে খুন করা হয়েছে। ১৩ জনকে পাঠানো হয়েছে জেলে।

 

The post Press Freedom : মোদী জমানায় দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে, সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক চাপ বাড়ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান ১৫০ তম, আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট first appeared on Banglar Janarob.]]>