Indian Museum | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 30 Nov 2021 11:08:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Indian Museum | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Indian Museum: জাদুঘরে ১১০ কোটির ‘দুর্নীতি’! সিবিআই কি তদন্ত করতে পারবে? জানতে চাইল হাইকোর্ট https://banglarjanarob.com/49730 Tue, 30 Nov 2021 11:07:52 +0000 https://banglarjanarob.com/?p=49730 বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের ভিজিল্যান্স কমিটির সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জাদুঘরের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। খুব সামান্য টাকার কাজ হয়েছে। বাকি টাকা ‘নয়ছয়’ করা হয়েছে বলেই অভিযোগ। একই সঙ্গে জাদুঘরের দুষ্প্রাপ্য সামগ্রীর পাচার ও নিয়োগে দুর্নীতির অভিযোগও উঠেছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় আদালতে। এই মামলার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কলকাতা জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট…

The post Indian Museum: জাদুঘরে ১১০ কোটির ‘দুর্নীতি’! সিবিআই কি তদন্ত করতে পারবে? জানতে চাইল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের ভিজিল্যান্স কমিটির সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জাদুঘরের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। খুব সামান্য টাকার কাজ হয়েছে। বাকি টাকা ‘নয়ছয়’ করা হয়েছে বলেই অভিযোগ। একই সঙ্গে জাদুঘরের দুষ্প্রাপ্য সামগ্রীর পাচার ও নিয়োগে দুর্নীতির অভিযোগও উঠেছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় আদালতে।

এই মামলার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কলকাতা জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি এই মামলার তদন্ত সিবিআই করতে পারবে কি না, পরবর্তী শুনানিতে তা-ও জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

The post Indian Museum: জাদুঘরে ১১০ কোটির ‘দুর্নীতি’! সিবিআই কি তদন্ত করতে পারবে? জানতে চাইল হাইকোর্ট first appeared on Banglar Janarob.]]>