Howrah Police | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 11 Jun 2022 16:00:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Howrah Police | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Howrah: শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস বিধায়িকার স্বামী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে https://banglarjanarob.com/57176 Sat, 11 Jun 2022 15:59:17 +0000 https://banglarjanarob.com/?p=57176 বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে । অথচ এই সিদ্ধান্ত গত ফেব্রুয়ারি মাসে নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অটুট থেকে যেতে । কিন্ত তা নেওয়া হলো না । যখন নেওয়া তখন অনেক দেরি হয়ে গেছে । মুসলিম সমাজের একটা বড় অংশ যে মমতার প্রতি রুষ্ট হয়েছে তা সম্প্রতি হাওড়ার ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বে কোনোভাবেই বিক্ষোভ থামছে না । কড়া পদক্ষেপ নিতে হচ্ছে । এটা আজ থেকে ছ’মাস আগে কল্পনা করা যেত না । মমতার কথাকে এই রাজ্যের মুসলিম…

The post Howrah: শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস বিধায়িকার স্বামী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে first appeared on Banglar Janarob.]]>

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে । অথচ এই সিদ্ধান্ত গত ফেব্রুয়ারি মাসে নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অটুট থেকে যেতে । কিন্ত তা নেওয়া হলো না । যখন নেওয়া তখন অনেক দেরি হয়ে গেছে । মুসলিম সমাজের একটা বড় অংশ যে মমতার প্রতি রুষ্ট হয়েছে তা সম্প্রতি হাওড়ার ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বে কোনোভাবেই বিক্ষোভ থামছে না । কড়া পদক্ষেপ নিতে হচ্ছে । এটা আজ থেকে ছ’মাস আগে কল্পনা করা যেত না । মমতার কথাকে এই রাজ্যের মুসলিম বেদবাক্য মনে করত । আজ তাঁর হাতজোড় করা অনুরোধও কাজ করল না । শেষ পর্যন্ত সরিয়ে দিতে হলো হাওড়ার গ্রামীণ ও কমিশনারেটের কমিশনারকে । মনে করা হচ্ছে গত তিন ধরে চলা হাওড়া জুড়ে অরাজকতার কারণেই সরিয়ে দেওয়া হলো এদের ।

বৃহস্পতিবার থেকে হাওড়া গ্রামীণের বিভিন্ন এলাকায় অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরের মতো টানা অশান্তির ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় কঠোর মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে শনিবার রদবদল করা হয়েছে হাওড়া পুলিশের শীর্ষপদে। হাওড়া সিটি পুলিশের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সি সুধাকরকে। নতুন কমিশনার করা হয়েছে প্রবীণ ত্রিপাঠীকে। একই ভাবে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্যকেও সরিয়ে দিয়েছে নবান্ন। তাঁকে কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছে। তাঁর জায়গায় হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার করা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) স্বাতী ভাঙ্গালিয়াকে।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সময়ই এই পুলিশ অফিসারের বদলির জোরালো দাবি উঠেছিল। অনেকেই দাবি করেছিলেন, আনিসের মৃত্যুর ঘটনা ‘ধামাচাপা’ দিতে চাইছেন সৌম্য। কিন্তু ‘রাজনৈতিক’ কারণে তাঁকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরানো হচ্ছে না। যদিও ওই বিষয়ে আনুষ্ঠানিক কোনও সমর্থন মেলেনি।
কিন্ত আনিস খুন হওয়ার পরে সৌম্য রায়কে সরিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি অন্তত দাগ কাটত না ।
The post Howrah: শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস বিধায়িকার স্বামী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে first appeared on Banglar Janarob.]]>