Higher Secondary Examination 2022 | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 03 Jun 2022 09:16:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Higher Secondary Examination 2022 | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Higher Secondary Results 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হবে আগামী শুক্রবার, ১০ জুন, ওই দিন বেলা ১১টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে https://banglarjanarob.com/56800 Fri, 03 Jun 2022 08:13:46 +0000 https://banglarjanarob.com/?p=56800 বাংলার জনরব ডেস্ক : ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুন শুক্রবার।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। ১০ জুন, শুক্রবার বেলা ১১টা থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই পরীক্ষা দিয়েছেন। ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এর ফলাফল ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে শুক্রবার বেলা ১১টা থেকে মার্কশিট-সহ প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করতে পারবেন প়ড়ুয়ারা। পাশাপাশি, বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট-সহ এসএমএস এবং…

The post Higher Secondary Results 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হবে আগামী শুক্রবার, ১০ জুন, ওই দিন বেলা ১১টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুন শুক্রবার।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। ১০ জুন, শুক্রবার বেলা ১১টা থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

উচ্চ শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই পরীক্ষা দিয়েছেন। ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এর ফলাফল ঘোষণা করা হবে।

আগামী সপ্তাহে শুক্রবার বেলা ১১টা থেকে মার্কশিট-সহ প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করতে পারবেন প়ড়ুয়ারা। পাশাপাশি, বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট-সহ এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবেন পড়ুয়ারা।

সংসদের ওয়েবসাইট ছাড়াও বেশ কয়েকটি ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। সেগুলি হল—

www.wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

The post Higher Secondary Results 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হবে আগামী শুক্রবার, ১০ জুন, ওই দিন বেলা ১১টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে first appeared on Banglar Janarob.]]>
মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! https://banglarjanarob.com/56316 Sat, 21 May 2022 10:38:48 +0000 https://banglarjanarob.com/?p=56316 বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশিত হবেই জুন মাসেই। জানা গেছে জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে তেসরা জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা 15 জুনের মধ্যে। জানা গিয়েছে, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। মাঝে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে।…

The post মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশিত হবেই জুন মাসেই। জানা গেছে জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে তেসরা জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা 15 জুনের মধ্যে।

জানা গিয়েছে, আগামী ৩১ মে, ১ ও ২ জুন ফলপ্রকাশের বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক সংসদ বৈঠকে বসবে। সেখানেই স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের ১৫ তারিখের মধ্যে। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ। মাঝে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে। তাদের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপর শিক্ষাদপ্তরের চূড়ান্ত অনুমোদন মিললেই ফলঘোষণার দিনক্ষণ জানাবে সংসদ।

২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সিলেবাসে হবে তা নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যে জানিয়েছেন, “করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।”

২০২০ সাল থেকে শুরু হয় কোভিডের দাপট। টানা বন্ধ ছিল স্কুল। পরের বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’টি পরীক্ষাই হয়নি। কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস। সেই কারণে চলতি বছরে দু’টি পরীক্ষাতেই সিলেবাসের বোঝা কমানো হয়। পর্ষদ এবং সংসদ প্রায় ৩০ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার। আগামী মাসে যার ফলপ্রকাশ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (JEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে। আগামী বছরের পরীক্ষা পূর্ণ সিলেবাসে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ এবং সংসদ। কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন।

 

The post মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর ফল জুনের প্রথম সপ্তাহ, উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার সময়! first appeared on Banglar Janarob.]]>
HS Examination: শৃঙ্খলাবদ্ধ ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে বদ্ধপরিকর সংসদ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, , নজরদারিতে বিশেষ পর্যবেক্ষক একগুচ্ছ নির্দেশিকা জারি করল সংসদ https://banglarjanarob.com/54230 Thu, 31 Mar 2022 14:07:50 +0000 https://banglarjanarob.com/?p=54230 বাংলার জনরব ডেস্ক : আগামী পরশু অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় দুই বছর বন্ধ থাকার পর প্রথম পরীক্ষা হতে চলেছে। এবার অবশ্য ছাত্র-ছাত্রীরা স্কুলে পরীক্ষা দেবে। এই পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ। আজ বুধবার সংসদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে নিয়োগ করা হবে বিশেষ পর্যবেক্ষক। তাঁরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন। পাশাপাশি, সংসদ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা দফতর, রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকদের…

The post HS Examination: শৃঙ্খলাবদ্ধ ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে বদ্ধপরিকর সংসদ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, , নজরদারিতে বিশেষ পর্যবেক্ষক একগুচ্ছ নির্দেশিকা জারি করল সংসদ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আগামী পরশু অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় দুই বছর বন্ধ থাকার পর প্রথম পরীক্ষা হতে চলেছে। এবার অবশ্য ছাত্র-ছাত্রীরা স্কুলে পরীক্ষা দেবে। এই পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ।

আজ বুধবার সংসদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে নিয়োগ করা হবে বিশেষ পর্যবেক্ষক। তাঁরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন। পাশাপাশি, সংসদ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।

মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা দফতর, রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে বৈঠক করেন সংসদের কয়েক জন প্রতিনিধি। ওই বৈঠকেই ঠিক হয়, এ বছর উচ্চমাধ্যমিকের সব ক’টি অর্থাৎ ৬ হাজার ৬২৭টি পরীক্ষাকেন্দ্রেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। যদি কোনও কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে সেখানে পর্ষদের নিয়োগ করা আধিকারিক থাকবেন। সংসদের এক কর্তা জানান, সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ রাজ্যের প্রধান শিক্ষাসচিব ও জেলা প্রশাসন সর্বত ভাবে সংসদকে সহযোগিতা করছেন।

বিশেষ পর্যবেক্ষক নিয়োগ ছাড়াও নির্বিঘ্নে পরীক্ষার জন্য সংসদের তরফে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা কক্ষে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হবে। তাঁদের এক জন কক্ষের ভিতর ঘুরে ঘুরে নজরদারি চালাবেন। আর অন্য জন, পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য কাজকর্ম করবেন। কক্ষের ভিতর কোনও পড়ুয়া মোবাইল ফোন নিয়ে ঢুকেছেন কি না, তা দেখার দায়িত্ব মূলত তাঁদেরই। কক্ষের ভিতর কোনও মোবাইল নেই, নিশ্চিত হওয়ার পরেই প্রশ্নপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদের স্পষ্ট নির্দেশ, যে বিষয়ের উপর পরীক্ষা, সেই বিষয়ের কোনও শিক্ষককে পরিদর্শকের কাজে নিয়োগ করা যাবে না। পাশাপাশি, পরিদর্শকের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ করা হবে। এ ছাড়াও, সংসদ জানিয়েছে, পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর স্কুলের কোনও শিক্ষক এবং অ-শিক্ষককর্মী বাইরে বেরোতে পারবেন না।

 

The post HS Examination: শৃঙ্খলাবদ্ধ ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে বদ্ধপরিকর সংসদ, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, , নজরদারিতে বিশেষ পর্যবেক্ষক একগুচ্ছ নির্দেশিকা জারি করল সংসদ first appeared on Banglar Janarob.]]>