Hanuman Chalisa | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 03 Apr 2022 07:30:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Hanuman Chalisa | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Raj Thackeray: লাউডস্পিকার খোলা না হলে মসজিদের সামনে হনুমান চালিশা শোনাব, মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি রাজ ঠাকরের https://banglarjanarob.com/54317 Sun, 03 Apr 2022 07:30:08 +0000 https://banglarjanarob.com/?p=54317 বাংলার জনরব ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র সরকার দখল করতে চাইছে বিজেপি । তাই এবার তারা মাঠে নামিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার নেতা রাজ ঠাকরেকে । পবিত্র রমজান শুরু হয়েছে , এই প্রেক্ষাপটে লাউডস্পিকারে আযান থেকে শুরু করে সেহরি সময় মানুষকে তোলা হয়ে থাকে । তা নিয়ে এবার সরাসরি হুমকি দিলের রাজ ঠাকরে । তিনি মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ না দেওয়া হলে তাঁর দলের কর্মীরা সেখানে হনুমান চালিশা শোনাবেন। শনিবার সন্ধ্যায় শিবাজী পার্কে একটি সভা থেকে ঠাকরের মন্তব্য, ‘‘মসজিদের…

The post Raj Thackeray: লাউডস্পিকার খোলা না হলে মসজিদের সামনে হনুমান চালিশা শোনাব, মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি রাজ ঠাকরের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র সরকার দখল করতে চাইছে বিজেপি । তাই এবার তারা মাঠে নামিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার নেতা রাজ ঠাকরেকে । পবিত্র রমজান শুরু হয়েছে , এই প্রেক্ষাপটে লাউডস্পিকারে আযান থেকে শুরু করে সেহরি সময় মানুষকে তোলা হয়ে থাকে । তা নিয়ে এবার সরাসরি হুমকি দিলের রাজ ঠাকরে । তিনি মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ না দেওয়া হলে তাঁর দলের কর্মীরা সেখানে হনুমান চালিশা শোনাবেন। শনিবার সন্ধ্যায় শিবাজী পার্কে একটি সভা থেকে ঠাকরের মন্তব্য, ‘‘মসজিদের সামনে লাউডস্পিকার লাগানোর কী প্রয়োজন? ওই ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল?’’ পরে তাঁর সংযুক্তি, ‘‘সরকার যদি পদক্ষেপ না করে আমার দলের কর্মীরা ব্যবস্থা নেবে। মসজিদের সামনে হনুমান চালিশা শোনানো হবে।’’

যদিও রাজের দাবি, তিনি কোনও ধর্মের বিরোধিতা করছেন না। কারও প্রার্থনা নিয়েও তাঁর কোনও বক্তব্য নেই। তিনি নিজের ধর্ম নিয়ে গর্বিত। অন্য ধর্মাবলম্বীকেও সম্মান করেন। এর পর আবার মুম্বইয়ের মাদ্রাসাগুলিতে অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করতে শোনা গিয়েছে এমএনএস প্রধানকে। তাঁর কথায়, ‘‘ওখানে পাকিস্তান সমর্থকেরা থাকেন। মুম্বই পুলিশ বেশ ভাল করেই জানে ওখানে কী কী হয়। আমাদের জনপ্রতিনিধিরা তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। কিন্তু তাদের কাছে আধার কার্ডও নেই। সেটাও হয়তো বিধায়ক পাইয়ে দিচ্ছেন।’’

The post Raj Thackeray: লাউডস্পিকার খোলা না হলে মসজিদের সামনে হনুমান চালিশা শোনাব, মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি রাজ ঠাকরের first appeared on Banglar Janarob.]]>