Hannan Molla | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 20 Mar 2022 04:57:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Hannan Molla | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Anish khan Death : পুলিস প্রহরা থাকা সত্ত্বেও ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগালেন আনিসের বাবা, পরিবারের পাশে দাঁড়ালেন কৃষক নেতা হান্নান মোল্লা https://banglarjanarob.com/53777 Sun, 20 Mar 2022 04:57:11 +0000 https://banglarjanarob.com/?p=53777 বাংলার জনরব ডেস্ক : সময়ের বিচারে ৩২ দিন অতিবাহিত এখনও আমতার যুবক এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি। এমনকি খুনিরা এখনও পর্যন্ত ধরা পড়েনি। তবে কলকাতা হাইকোর্ট আরও একমাস সময় দিয়েছে তদন্ত শেষ করতে। কিন্তু আনিসের বাবা সালেম খান এখনো মনে করছেন সিবিআই তদন্ত হলে ভালো হতো। এদিকে,সালেম সাহেব পুলিসের গতিবিধি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তাই এবার বাড়িতে সিসি ক্যামেরা লাগালেন তিনি। নিজের উদ্যোগে ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়িতে চারটি সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা সালেম খান। গত বৃহস্পতিবার বাড়ির ভিতরে দু’টি, ছাদে একটি এবং বাড়ির…

The post Anish khan Death : পুলিস প্রহরা থাকা সত্ত্বেও ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগালেন আনিসের বাবা, পরিবারের পাশে দাঁড়ালেন কৃষক নেতা হান্নান মোল্লা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সময়ের বিচারে ৩২ দিন অতিবাহিত এখনও আমতার যুবক এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুরহস্য উদঘাটন হয়নি। এমনকি খুনিরা এখনও পর্যন্ত ধরা পড়েনি। তবে কলকাতা হাইকোর্ট আরও একমাস সময় দিয়েছে তদন্ত শেষ করতে।

কিন্তু আনিসের বাবা সালেম খান এখনো মনে করছেন সিবিআই তদন্ত হলে ভালো হতো। এদিকে,সালেম সাহেব পুলিসের গতিবিধি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তাই এবার বাড়িতে সিসি ক্যামেরা লাগালেন তিনি। নিজের উদ্যোগে ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়িতে চারটি সিসিক্যামেরা লাগালেন আনিসের বাবা সালেম খান।

গত বৃহস্পতিবার বাড়ির ভিতরে দু’টি, ছাদে একটি এবং বাড়ির মূল গেটে একটি সিসিক্যামেরা লাগান সালেম। তিনি বলেন, ‘‘অনেক লোকজন বাড়িতে আসছেন। তদন্তের নামে পুলিশ এবং সিটের লোকজনও আসছেন। বাড়ির চারপাশে ঘোরাফেরা করছেন। যে পুলিশ আনিসকে খুন করল, তারাই আবার আমাদের পাহারা দিচ্ছে! ওদের প্রতি আমাদের ভরসা নেই। তাই নিজেদের নিরাপত্তার কথা ভেবে সিসিক্যামেরা লাগিয়েছি।’’ ফের সিবিআই তদন্তেরও দাবি তোলেন বৃদ্ধ।

এদিকে,শুক্রবার সন্ধ্যায় আনিসের বাড়িতে এসেছিলেন সিপিএমের পলিটবুরোর সদস্য হান্নান মোল্লা। তিনি সালেমের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। হান্নান বলেন, ‘‘আনিসের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রথম থেকেই সিপিএমের ছাত্র-যুব সংগঠন লড়ছে। আমাদের দল প্রথম থেকেই আনিসের পরিবারের পাশে আছে। কৃষকসভার সদস্যেরা চাঁদা তুলে এই টাকা তুলেছেন। যত দিন না আনিসের বাবা ন্যায়বিচার পাচ্ছেন, তত দিন আমাদের দল পাশে থাকবে।’’

The post Anish khan Death : পুলিস প্রহরা থাকা সত্ত্বেও ‘নিরাপত্তার স্বার্থে’ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগালেন আনিসের বাবা, পরিবারের পাশে দাঁড়ালেন কৃষক নেতা হান্নান মোল্লা first appeared on Banglar Janarob.]]>