Haj Jatri | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 23 May 2022 04:48:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Haj Jatri | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Covid Outbreaks: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত-সহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব,অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা! https://banglarjanarob.com/56370 Mon, 23 May 2022 04:48:14 +0000 https://banglarjanarob.com/?p=56370 বাংলার জনরব ডেস্ক : অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ভারত সহ ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর ফলে আগামী দিনে হজ যাত্রা বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ছাড়া লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিয়োপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলায় আপাতত যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সে ভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে…

The post Covid Outbreaks: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত-সহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব,অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ভারত সহ ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর ফলে আগামী দিনে হজ যাত্রা বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত ছাড়া লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিয়োপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলায় আপাতত যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সে ভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবে এখনও মাঙ্কি পক্সে আক্রান্ত কারও খোঁজ মেলেনি বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ এবং আমেরিকার বাসিন্দারা।

এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি দেশে ৯২ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। তবে এতে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

 

 

The post Covid Outbreaks: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত-সহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব,অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা! first appeared on Banglar Janarob.]]>