Drapudi Murmu | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 22 Jun 2022 03:52:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Drapudi Murmu | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 President Election 2022: সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির রাইসিনা হিলের বাসিন্দা হতে চলেছেন দ্রৌপদী মুর্মু https://banglarjanarob.com/57586 Wed, 22 Jun 2022 03:52:27 +0000 https://banglarjanarob.com/?p=57586 বাংলার জনরব ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির রাইসিনা হিল এর বাড়িতে এবার বসতে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি স্কুল শিক্ষিকা দ্রৌপদী মুর্মু। বিজেপি নেত্রী তথা আরএসএস ঘনিষ্ঠ শিক্ষিকা দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি পদে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। যদিও বিরোধী দলের প্রার্থী হয়েছেন বাজপেয়ি মন্ত্রিসভার সদস্য তথা আরএসএস ঘনিষ্ঠ যশবন্ত সিনহা। তবে ভোটের নিরিখে শাসক এনডিএ জোটের প্রার্থী এগিয়ে রয়েছে বলে জানা গেছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগাম জয়-পরাজয়ের সংকেত অনেকটাই সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সবকিছু ঠিকঠাক…

The post President Election 2022: সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির রাইসিনা হিলের বাসিন্দা হতে চলেছেন দ্রৌপদী মুর্মু first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির রাইসিনা হিল এর বাড়িতে এবার বসতে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি স্কুল শিক্ষিকা দ্রৌপদী মুর্মু। বিজেপি নেত্রী তথা আরএসএস ঘনিষ্ঠ শিক্ষিকা দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি পদে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।

যদিও বিরোধী দলের প্রার্থী হয়েছেন বাজপেয়ি মন্ত্রিসভার সদস্য তথা আরএসএস ঘনিষ্ঠ যশবন্ত সিনহা। তবে ভোটের নিরিখে শাসক এনডিএ জোটের প্রার্থী এগিয়ে রয়েছে বলে জানা গেছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগাম জয়-পরাজয়ের সংকেত অনেকটাই সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ক্রস ভোটিং না হলে দ্রৌপদী মুর্মুর জয় শুধু সময়ের অপেক্ষা।

তাই আর একমাস পরে দিল্লির রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এ নিয়ে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। দ্রৌপদী মুর্মু কে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি দল আদিবাসী সম্প্রদায়ের কাছে বার্তা দিলেন তারা তাদের কাছের মানুষকে প্রার্থী করেছে। আগামী সংসদ নির্বাচনে প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 

 

 

 

 

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি।

মঙ্গলবার বিজেপির বৈঠকের পরে দলের সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদীর নাম ঘোষণা করেন। নড্ডা বলেন, ‘‘এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।

এ বারের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি।

 

অনেকে বলছেন, ‘রাম-রাজনীতি’র বিজেপি এটা মহাভারত-স্ট্রোক। কিন্তু উল্টো দিকে ‘দ্রৌপদী’ নামের যোগ নেহাতই কাকতালীয় বলে মনে করছেন বড় অংশ। তবে তাঁরাও বলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ দ্রৌপদীকে প্রার্থী করা বিজেপির ‘মাস্টারস্ট্রোক’। তাঁদের মতে, দলিত নেতা রামনাথ কোবিন্দের পরে আদিবাসী জনগোষ্ঠীর দ্রৌপদীকে প্রার্থী করে এ বার বিজেপি বিরোধী জোটকে টেক্কা দিল। ওড়িশায় নেত্রী হওয়ায় নবীন পট্টনায়কের দল বিজেডির পক্ষে দ্রৌপদীকে সমর্থন করার সম্ভাবনাও প্রবল হবে।

শরদ পওয়ার, ফারুক আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গাঁধী বিরোধী জোটের প্রার্থী হওয়ার প্রস্তাব প্রত্যাখান করার পর যশবন্তকে প্রার্থী করেছে বিরোধী জোট। অন্য দিকে, রাষ্ট্রপতি নির্বাচনে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী মনোনয়নের জন্য বিজেপির তরফে রাজনাথ সিংহ বার বার বিরোধী নেতৃত্বের সঙ্গে আলোচনা করলেও তা নিষ্ফল হয়েছিল। রাজনাথের প্রস্তাবে সায় দেয়নি, কংগ্রেস, তৃণমূল, বামেরা।

The post President Election 2022: সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির রাইসিনা হিলের বাসিন্দা হতে চলেছেন দ্রৌপদী মুর্মু first appeared on Banglar Janarob.]]>