CID | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 29 Nov 2022 13:37:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg CID | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি https://banglarjanarob.com/63508 Tue, 29 Nov 2022 12:11:01 +0000 https://banglarjanarob.com/?p=63508 বাংলার জনরব ডেস্ক : ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিন ছিল গতকাল সোমবার । পরীক্ষার শুরু ঘন্টা খানেক আগে এই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । ঠিক সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, এই অভিযোগ ঠিক নয়।আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । তবে একই সঙ্গে পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল এও দাবি করেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ কিন্ত ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করার…

The post DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিন ছিল গতকাল সোমবার । পরীক্ষার শুরু ঘন্টা খানেক আগে এই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ । ঠিক সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, এই অভিযোগ ঠিক নয়।আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । তবে একই সঙ্গে পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পাল এও দাবি করেন, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

কিন্ত ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । জানা গেছে, নবান্ন থেকে সিআইডি তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে । এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে।

The post DELED : ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিআইডি first appeared on Banglar Janarob.]]>
BJP: কল্যাণীর এমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সিআইডি, অভিযোগের তীর বিজেপির দুই সাংসদ-দুই বিধায়কের বিরূদ্ধে https://banglarjanarob.com/56766 Thu, 02 Jun 2022 09:13:34 +0000 https://banglarjanarob.com/?p=56766 বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সামনে এলো কেন্দ্রীয় সরকার পরিচালিত কল্যাণী এমস হাসপাতালে দুর্নীতি। যা নিয়ে ইতি মধ্যে বিজেপি দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক এর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে স্থানীয় পুলিশ এবার সেই তদন্তের ভার তুলে দেয়া হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সিআইডির উপর। এই দুর্নীতি কাণ্ডে বিজেপির চার জন জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তাঁরা হলেন, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।…

The post BJP: কল্যাণীর এমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সিআইডি, অভিযোগের তীর বিজেপির দুই সাংসদ-দুই বিধায়কের বিরূদ্ধে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সামনে এলো কেন্দ্রীয় সরকার পরিচালিত কল্যাণী এমস হাসপাতালে দুর্নীতি। যা নিয়ে ইতি মধ্যে বিজেপি দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক এর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে স্থানীয় পুলিশ এবার সেই তদন্তের ভার তুলে দেয়া হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সিআইডির উপর।

এই দুর্নীতি কাণ্ডে বিজেপির চার জন জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তাঁরা হলেন, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।

বিজেপির ওই চার জনপ্রতিনিধি ছাড়াও আরও চার জনের নাম রয়েছে অভিযোগপত্রে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতিদমন আইনে অভিযোগ আনা হয়েছে। ওই মামলার তদন্ত করছিল কল্যাণী থানা। বৃহস্পতিবার তদন্ত সংক্রান্ত নথি পুলিশ তুলে দিয়েছে সিআইডির হাতে।

উল্লেখ্য,মে মাসের দ্বিতীয় সপ্তাহে সরিফুল ইসলাম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা অভিযোগ করেন কল্যাণী থানায়। সরিফুলের বক্তব্য, তিনি এমসের এক জন চাকরিপ্রার্থী। সরিফুলের দাবি, তিনি জানতে পেরেছেন বিজেপি নেতাদের একটি অংশ টাকার বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে কল্যাণীর এমসের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিয়েছেন অনেককে।

The post BJP: কল্যাণীর এমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সিআইডি, অভিযোগের তীর বিজেপির দুই সাংসদ-দুই বিধায়কের বিরূদ্ধে first appeared on Banglar Janarob.]]>
Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও https://banglarjanarob.com/53859 Tue, 22 Mar 2022 08:18:14 +0000 https://banglarjanarob.com/?p=53859 বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের তৃণমূলে উপপ্রধান খুন এবং তার পরবর্তী ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গঠন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন।সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই ফের অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের…

The post Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের তৃণমূলে উপপ্রধান খুন এবং তার পরবর্তী ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গঠন করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ।

এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। আপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে।

রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়েছেন।সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর ঠিক পরের দিনই ফের অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়।

এর পর সোমবার রাতেই বগটুই গ্রামের পশ্চিমপাড়ার ১০/১২টি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় দমকল ১০ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করলেও পুলিশের দাবি মৃত্যু হয়েছে সাত জনের।

The post Rampuhat Clash: রামপুরহাট-কাণ্ড তদন্ত করবে সিট, ওসি-কে ‘ক্লোজ’, অপসারিত এসডিপিও first appeared on Banglar Janarob.]]>
Murder : ঝালদায় কংগ্রেসের জেতা কাউন্সিলার খুনে নয়া মোড়, অভিযোগের তীর আই সির দিকে ,আরো বিস্ফোরক তথ্য সামনে এলো, কী সেই তথ্য জানতে হলে ক্লিক করুন https://banglarjanarob.com/53693 Thu, 17 Mar 2022 04:22:24 +0000 https://banglarjanarob.com/?p=53693 বাংলার জনরব ডেস্ক : ঝালদার জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় আইসির সঙ্গে তাঁর ভাইপোর কথাবার্তার অডিও ভাইরাল হয়েছিল আগেই। এবার আরও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নিহতের সেই ভাইপো মিঠুন কান্দু। নিহত তপনের বড়দা অনিল কান্দুর বড় ছেলে মিঠুন কান্দু ছিলেন ঝালদা থানার সিভিক ভলান্টিয়ার। প্রায় দু’বছর আগে তিনি এই কাজ হারান। কাকা তপন কান্দু একসময় বিজেপি করায় শাসকদল তৃণমূলের চাপে আইসি মিঠুনকে সিভিকের চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। মিঠুনের অভিযোগ, সম্প্রতি ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তাঁকে বলেছিলেন যে, তিনি যদি তাঁর কাকাদের তৃণমূলে নিয়ে আসতে পারেন,…

The post Murder : ঝালদায় কংগ্রেসের জেতা কাউন্সিলার খুনে নয়া মোড়, অভিযোগের তীর আই সির দিকে ,আরো বিস্ফোরক তথ্য সামনে এলো, কী সেই তথ্য জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ঝালদার জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় আইসির সঙ্গে তাঁর ভাইপোর কথাবার্তার অডিও ভাইরাল হয়েছিল আগেই। এবার আরও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নিহতের সেই ভাইপো মিঠুন কান্দু। নিহত তপনের বড়দা অনিল কান্দুর বড় ছেলে মিঠুন কান্দু ছিলেন ঝালদা থানার সিভিক ভলান্টিয়ার। প্রায় দু’বছর আগে তিনি এই কাজ হারান। কাকা তপন কান্দু একসময় বিজেপি করায় শাসকদল তৃণমূলের চাপে আইসি মিঠুনকে সিভিকের চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।

মিঠুনের অভিযোগ, সম্প্রতি ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তাঁকে বলেছিলেন যে, তিনি যদি তাঁর কাকাদের তৃণমূলে নিয়ে আসতে পারেন, তাহলে চাকরি ফিরে পাবেন। তৃণমূলে সেই যোগদান নিয়ে আইসি ও মিঠুন কাঁদুর কথোপকথন ভাইরাল হওয়ার পর ওই পুলিশকর্তার বিরুদ্ধে বুধবার এমন গুরুতর অভিযোগ আনেন নিহতের ভাইপো মিঠুন।

এদিকে ঝালদায় পুরবোর্ড গঠন আপাতত স্থগিত থাকছে। মিঠুন বুধবার বলেন, “আমি ঝালদা থানার সিভিক ভলান্টিয়ার ছিলাম। আমার কাকা তপন কান্দু আগে বিজেপি করতেন। তাই শাসক দল তৃণমূলের চাপে আইসি আমাকে সিভিকের কাজ থেকে সরিয়ে দেন। সম্প্রতি তিনি বলেছিলেন, তোর কাকাদেরকে তৃণমূলে যোগদান করাতে পারলে তুই তোর চাকরি ফিরে পাবি।” এই গুরুতর অভিযোগের বিষয়ে বুধবার রাতে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের প্রতিক্রিয়া নিতে একাধিক বার ফোন করা হলেও তিনি কোনও সাড়া দেননি। এদিকে পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগন বলেন, “আইসি-র বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি।”

এদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে সিআইডির পোর্ট্রেট এক্সপার্ট ‘খুনি’র স্কেচ এঁকে ফেলেছেন। এই ‘খুনি’-কে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে পুরুলিয়া জেলা পুলিশ। তবে স্কেচে ফুটে ওঠা ‘খুনি’র সম্বন্ধে কোনও তথ্য দিতে পারেনি এই ঘটনায় ধৃত দীপক। পুরুলিয়ার পুলিশ সুপার এস.সেলভামুরুগণ বলেন, “খুনির স্কেচ এঁকেছে সিআইডি। এই খুনিকে যে ধরতে পারবে তাকে পুরষ্কৃত করবে পুরুলিয়া জেলা পুলিশ।”

প্রসঙ্গত, নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুরা চার ভাই। বড় ভাই অনিল প্রায় ২৫ বছর ধরে নিখোঁজ। বতর্মানে তার বড় ছেলে মিঠুন নিহত কাকার নানা ব্যবসার কাজ দেখেন। নিহত কাউন্সিলরের মুরগির ব্যবসা দেখেন মিঠুন। নিহত তপন কাঁদু এই মুরগির ব্যবসা, প্রোমোটারি ছাড়াও আর নানা কাজ করতেন। মিঠুন বলেন, “আমি যেহেতু থানার টাচে ছিলাম তাই কাকাদেরকে তৃণমূলে যোগদানের জন্য আইসি ক্রমাগত আমার ওপর চাপ দিচ্ছিলেন। যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও আমার ও ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের। এই যোগদানের জন্য মাঝেমাঝেই সিভিক পাঠিয়ে আমাকে থানায় ডাকতেন আইসি। আমি ১২ মার্চের পর আর আইসির ফোন ধরিনি।”

মিঠুনের আরও অভিযোগ, “আইসি বলতেন, আসানসোল থেকে গুন্ডা এনে বোমা ফাটিয়ে ভোট করতে পারি। মাঝে মধ্যেই বোমা-বারুদের কথা বলতেন।” এছাড়া কাকাদের যোগদান নিয়ে নানা হুমকি দিতেন।” তাঁর কথায়, “আইসি আমাকে বলতেন তুই তোর কাকাকে বলে দিস তৃণমূলে যোগদান না করলে এমন কেস দেব যে পুরুলিয়ায় কোর্টের কাছে বাড়ি করে থাকতে হবে।” নিহত কংগ্রেস কাউন্সিলর দু’নম্বর ওয়ার্ডের তপন কান্দু, তাঁর স্ত্রী ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা কান্দুও এক নম্বর ওয়ার্ডের দলীয় কাউন্সিলর বিজয় কান্দুকে তৃনমূলে যোগদান করানোর জন্য মিঠুনকে আইসি দায়িত্ব দিয়েছিলেন বলে অভিযোগ। ওই যোগদান নিয়ে কথোপকথনের ভাইরাল হওয়া অডিও ক্লিপ সিআইডিকে শোনাতে চান মিঠুন। কিন্তু তা শোনেননি সিআইডির তিনজনের দল। মিঠুন বলেন, “আমি ভাইরাল হওয়া অডিও ক্লিপিংসগুলো সিআইডিকে দেখাতে চেয়েছিলাম। কিন্তু দেখেনি।”

 

 

The post Murder : ঝালদায় কংগ্রেসের জেতা কাউন্সিলার খুনে নয়া মোড়, অভিযোগের তীর আই সির দিকে ,আরো বিস্ফোরক তথ্য সামনে এলো, কী সেই তথ্য জানতে হলে ক্লিক করুন first appeared on Banglar Janarob.]]>