Cheating | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 25 Jun 2022 08:56:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Cheating | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Arrest: মদের দোকানের লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতার ছেলের সঙ্গে ৪২ লক্ষ টাকার প্রতারণা! ধৃত তরুণী https://banglarjanarob.com/57685 Sat, 25 Jun 2022 08:56:52 +0000 https://banglarjanarob.com/?p=57685 বাংলার জনরব ডেস্ক : মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলের কাছ থেকে ৪২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী।বৃহস্পতিবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম সেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে বার্নপুরের পুরনিয়া তলাওয়ের বাসিন্দা পাপড়ি। তিনি আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর সরবন সাউয়ের ছেলে লব কুমার সাউকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে, নিজেকে প্রথমে আসানসোলের জেলা আদালতের আইনজীবী হিসাবে পরিচয় দিয়েছিলেন পাপড়ি। তদন্তকারীদের দাবি, পাপড়ি ভুয়ো ওকালতনামাও জমা…

The post Arrest: মদের দোকানের লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতার ছেলের সঙ্গে ৪২ লক্ষ টাকার প্রতারণা! ধৃত তরুণী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলের কাছ থেকে ৪২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী।বৃহস্পতিবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম সেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে পাপড়ি সুলতানা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে বার্নপুরের পুরনিয়া তলাওয়ের বাসিন্দা পাপড়ি। তিনি আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর সরবন সাউয়ের ছেলে লব কুমার সাউকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে, নিজেকে প্রথমে আসানসোলের জেলা আদালতের আইনজীবী হিসাবে পরিচয় দিয়েছিলেন পাপড়ি।

তদন্তকারীদের দাবি, পাপড়ি ভুয়ো ওকালতনামাও জমা দিয়ে মদের দোকানের লাইসেন্স করে দেওয়ার নাম করে টাকা তোলা শুরু করেছিলেন। লবের দাবি, গত ৭ মে শেষ বার টাকা নেওয়ার সময় তাঁর সন্দেহ হয়। কিন্তু তার মধ্যেই পাপড়ি গত দু’বছরে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাঁর থেকে ৪২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে লবের অভিযোগ। লব আবগারি দফতরে গিয়ে জানতে পারেন, যে পোর্টালে তাঁর তথ্য জমা দেওয়া হয়েছে, তা-ও ভুয়ো। এর পরই লব জুন মাসের শুরুর দিকে আসানসোল দুর্গাপুর-পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ পাপড়িকে ডেকে জেরাও করে। গ্রেফতার হওয়ার আশঙ্কায় পাপড়ি হাই কোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু গত ১৭ জুন সেই আবেদনে সাড়া না দিয়ে পাপড়িকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি। এই ঘটনায় যে হেতু আবগারি দফরের ভুয়ো পোর্টাল তৈরি করা হয়েছে, তাই ওই দফতরকেও মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না পাপড়ির। শেষ পর্যন্ত তাঁর মোবাইল ফোনের সূত্র ধরে ভাঙড় থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, পাপড়ি বিবাহবিচ্ছিন্না। তিনি খোরপোশও পান। তাঁর নয় বছরের এক ছেলে আছে। এই প্রতারণা চক্রে আরও দু’জন জড়িত বলে অভিযোগ করা হয়েছে। তাঁরা হলেন পাপড়ির দিদি মানোয়ারা সুলতানা এবং নবনীত ভারতী নামে আরও এক ব্যক্তি। পাপড়িকে গ্রেফতার করলেও, বাকিদের কোনও খোঁজ নেই। তবে নবনীত ভারতীকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। কারণ তাঁর কোনও ঠিকানা পাওয়া যায়নি। তবে লবের দাবি, নবনীত নিজেকে রাজ্য আবগারি দফতরের আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে ফোনে কথা বলতেন।

The post Arrest: মদের দোকানের লাইসেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতার ছেলের সঙ্গে ৪২ লক্ষ টাকার প্রতারণা! ধৃত তরুণী first appeared on Banglar Janarob.]]>
Cheating: চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন ‘বিধায়ক মামা’! তাপস সাহার বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানালেন বিধায়কের ভাগ্নে https://banglarjanarob.com/55310 Sat, 30 Apr 2022 10:25:53 +0000 https://banglarjanarob.com/?p=55310 বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে নিজের ভাগনার  কাছ থেকেও টাকা নিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা বলে অভিযোগ।  শুধু তাই নয়, চাকরি পেতে তাপসকে টাকা দিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁর জামাইও। শুক্রবার রাতেই তাপসের আপ্তসহায়ক প্রবীর কয়াল-সহ তিন জন গ্রেফতার হয়েছেন আর্থিক প্রতারণার অভিযোগে। তার পরেই জানা যাচ্ছে, প্রতারিতদের তালিকায় রয়েছেন অনেক তৃণমূল নেতার আত্মীয়েরাও। তাপস যদিও শনিবার এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। নিজেকে তাপসের ভাগ্নে পরিচয় দিয়ে ‘মামা’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন নদিয়ার দইয়েরবাজার এলাকার বাসিন্দা শুভ সাহা। স্থানীয়দের দাবি, শুভর…

The post Cheating: চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন ‘বিধায়ক মামা’! তাপস সাহার বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানালেন বিধায়কের ভাগ্নে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে নিজের ভাগনার  কাছ থেকেও টাকা নিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা বলে অভিযোগ।  শুধু তাই নয়, চাকরি পেতে তাপসকে টাকা দিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁর জামাইও। শুক্রবার রাতেই তাপসের আপ্তসহায়ক প্রবীর কয়াল-সহ তিন জন গ্রেফতার হয়েছেন আর্থিক প্রতারণার অভিযোগে। তার পরেই জানা যাচ্ছে, প্রতারিতদের তালিকায় রয়েছেন অনেক তৃণমূল নেতার আত্মীয়েরাও। তাপস যদিও শনিবার এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।

নিজেকে তাপসের ভাগ্নে পরিচয় দিয়ে ‘মামা’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন নদিয়ার দইয়েরবাজার এলাকার বাসিন্দা শুভ সাহা। স্থানীয়দের দাবি, শুভর মা ঝর্না সাহা সম্পর্কে তাপসের খুড়তুতো বোন। ‘মামা’র বিরুদ্ধে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন শুভ। চিঠিতে তিনি লিখেছেন, ‘২০১৬ সালে তাপস সাহা পলাশিপাড়ার বিধায়ক থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। সাত বছর পেরিয়ে গেলেও চাকরি অথবা টাকা কোনওটাই পাইনি। এখন আমার নিদারুণ দারিদ্রে দিন কাটছে। বাবা এবং মা অসুস্থ। চিকিৎসাও করাতে পারছি না। আমাকে এবং আমার পরিবারকে বাঁচান।’

শুধু তাপসের ভাগ্নেই নয়, তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোলের ভাই হিল্লোল খাঁর জামাই সৌম্য নন্দীও অভিযোগ করেছেন তাপস এবং তাঁর আপ্তসহায়কের বিরুদ্ধে। সৌম্য নদিয়া জেলার নাকাশিপাড়ার বারবোরা এলাকার বাসিন্দা। তাঁর মা চায়না নন্দী দীর্ঘ দিনের পঞ্চায়েত সদস্য। একই সঙ্গে কল্লোলের পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কও হয়েছে সৌম্যের। সেই সূত্রেই তিনি তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি তথা নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোলকে বরাবর ‘জেঠু’ বলেই ডাকেন। পাশাপাশি তিনি নিজেও দলের নানা দায়িত্ব পালন করে থাকেন। সৌম্যের দাবি, ‘জেঠু’র সঙ্গে মাঝেমাঝেই কলকাতার বিধায়ক হস্টেলে যেতেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হয় তেহট্টের বিধায়ক তাপসের। সেই সূত্রপাত।

বছর তিরিশের সৌম্যর অভিযোগ, ‘‘জেঠুর সঙ্গে এমএলএ হস্টেলে আমার আসা-যাওয়া ছিল। সেখানেই তাপসের সঙ্গে আমার দেখা হয়েছিল। এক দিন গল্প করতে করতে একটা চাকরির ব্যাপারে ওঁকে সাহায্যের জন্য বলি। তখন উনি প্রবীর কয়াল নামে এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁর হাতে আমি প্রাথমিকে চাকরির পরীক্ষার অ্যাডমিট এবং অন্যান্য নথিপত্র তুলে দিই।’’

কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি বলে সৌম্যর দাবি। তাঁর কথায়, ‘‘এর পর এক দিন উনি (প্রবীর) চাকরির জন্য পাঁচ লাখ টাকা করে দাবি করে বসেন। আমার সেই টাকা ছিল না। তখন উনি বলেন, ‘না পারলে কিস্তিতে দিও।’ সেই মোতাবেক প্রথম কিস্তির ৫০ হাজার টাকা ওঁকে দিই ‘সাধন’ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। তার পর বার বার যোগাযোগ করা হলেও চাকরির ব্যাপারে কোনও সুরাহা হয়নি। টাকাও ফেরত পাইনি।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আমি জেঠুকে না জানিয়েই টাকা দিয়েছিলাম। তাপস সাহা আমার পূর্ব পরিচিতও বটে। তাই অন্য কাউকে জানিয়ে ওঁর সম্মানহানি করতে চাইনি। আজ আমার সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি নিরুপায়। ভাবতে পারিনি, সব জেনেশুনেও উনি আমার সঙ্গে প্রতারণা করবেন।”

সৌম্যের অভিযোগের কথা শুনে কল্লোল বলছেন, ‘‘সৌম্য টাকা দেওয়ার সময় আমাকে জানায়নি। এখন বলে আর কী হবে! এখন একের পর এক অভিযোগ উঠছে। তার কতটা সত্যতা আছে সে বিষয়ে আমি বলতে পারব না। তদন্ত চলছে। দল কোনও রকম আর্থিক প্রতারণাকেই সমর্থন করে না।’’

শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসের আপ্তসহায়ক প্রবীর এবং তাঁর দুই সঙ্গী শ্যামল কয়াল ও সুনীল মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন প্রবীর। শনিবার প্রবীরের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর ঘটনাচক্রে তেহট্ট থানায় কিছু ক্ষণ কাটাতে দেখা গিয়েছে তাপসকে।

তেহট্ট বিধানসভার নাজিরপুরে বাড়ি অমৃত ব্যাপারীর। তিনিও চাকরির জন্য ‘বিধায়কের লোক’কে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ। শুভ এবং সৌম্যের অভিযোগ জানতে পেরে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমার টাকা গিয়েছে। ও আর ফেরত পাব না বলেই মনে হচ্ছে। তবে এখন তো দেখছি, চোর নিজের ঘরেই সিঁদ কেটেছে!’’

সৌজন্যে ডিজিটাল আনন্দাবাজার।

 

 

 

The post Cheating: চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন ‘বিধায়ক মামা’! তাপস সাহার বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানালেন বিধায়কের ভাগ্নে first appeared on Banglar Janarob.]]>
Cheating: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিখোঁজ ‘অধ্যাপক’ পাত্র, বিয়ের দিন থানায় পাত্রী https://banglarjanarob.com/52180 Wed, 02 Feb 2022 11:10:36 +0000 https://banglarjanarob.com/?p=52180 বাংলার জনরব ডেস্ক : কাগজে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে ছিল পাত্র। পাত্র সরকারি কলেজে পড়ান, এতো ভালো পাত্র হাতছাড়া করা যায় না। তাই পাত্রী রাজি হয় যায়। পাত্রও বিয়ের প্রতিশ্রুতি দেন। সেই মত সম্পর্ক গড়ে ওঠে। তারপর পাত্রীপক্ষের থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে বিয়ের দিনই চম্পট দিল বর। ঘটনাটি ঘটেছে মালদহে। বিষয়টি নিয়ে বুধবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার। পাত্রী স্বাস্থ্য দফতরের কর্মী। তাঁর বাড়ি আলিপুরদুয়ারে। তাঁর দাবি, খবরের কাগজে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে বছর তিনেক আগে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন সুমন মজুমদার নামে এক যুবক।…

The post Cheating: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিখোঁজ ‘অধ্যাপক’ পাত্র, বিয়ের দিন থানায় পাত্রী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কাগজে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে ছিল পাত্র। পাত্র সরকারি কলেজে পড়ান, এতো ভালো পাত্র হাতছাড়া করা যায় না। তাই পাত্রী রাজি হয় যায়। পাত্রও বিয়ের প্রতিশ্রুতি দেন। সেই মত সম্পর্ক গড়ে ওঠে। তারপর পাত্রীপক্ষের থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে বিয়ের দিনই চম্পট দিল বর। ঘটনাটি ঘটেছে মালদহে। বিষয়টি নিয়ে বুধবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার।

পাত্রী স্বাস্থ্য দফতরের কর্মী। তাঁর বাড়ি আলিপুরদুয়ারে। তাঁর দাবি, খবরের কাগজে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে বছর তিনেক আগে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন সুমন মজুমদার নামে এক যুবক। তিনি নিজেকে রায়গঞ্জের একটি কলেজের অধ্যাপক বলে পরিচয় দেন। আরও জানান, তাঁর বাড়ি মালদহ শহরের সর্বমঙ্গলাপল্লিতে।

তরুণীর চাপে শেষ পর্যন্ত ২ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মালদহে বিয়ে করার আশ্বাস দেন সুমন। নির্দিষ্ট দিনে বাবাকে সঙ্গে নিয়ে মালদহে যান ওই তরুণী। কিন্তু তাঁর দাবি, বিয়ের দিন সকালে এক বার ফোন ধরেন সুমন। তার পর থেকে তাঁর মোবাইল সুইচড অফ। শেষ পর্যন্ত সুমনের ছবি নিয়ে সর্বমঙ্গলাপল্লিতে হাজির হন পাত্রী।

পাত্রীর কথায়, ‘‘কাগজে বিজ্ঞাপন দেখে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ফোনে ওঁর বাবাও কথা বলেন। তবে সুমন কোনও দিন নিজের ঠিকানা দেয়নি। শেষ পর্যন্ত ও মালদহে বিয়ে করবে বলেছিল। রায়গঞ্জের কোন কলেজে চাকরি করে তা-ও কোনও দিন বলেননি। এখানে এসে থেকে ওঁকে ফোনে পাচ্ছি না। আমি জানতে চাই ওর পরিচয় কী? তাই ইংরেজবাজার থানায় অভিযোগ করেছি।’’

পাত্রীর বাবা প্রাক্তন সেনাকর্মী। তাঁর বক্তব্য, ‘‘কাগজে বিজ্ঞাপন দেখে ওরা যোগাযোগ করেছিল। মেয়ে পছন্দ করার পর বিয়ের প্রতিশ্রুতি দেয়। এর পর ওরা থেকে বিয়ের খরচের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে ৬ লক্ষ ৬০ হাজার টাকা নেয়। নিজেকে রায়গঞ্জ কলেজের অধ্যাপক হিসাবে পরিচয় দিত ছেলেটি। বার বার বলা সত্ত্বেও আমাদের বাড়িতে ছেলে কোনও দিনই যায়নি। তবে মেয়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করত।’’

The post Cheating: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিখোঁজ ‘অধ্যাপক’ পাত্র, বিয়ের দিন থানায় পাত্রী first appeared on Banglar Janarob.]]>