Chandra kantri Patil | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sun, 24 Jul 2022 07:31:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Chandra kantri Patil | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 এক মাসেই মোহভঙ্গ ! একি বললেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি? শিন্ডে মন্ত্রিসভার পতন কী আসন্ন? https://banglarjanarob.com/58713 Sun, 24 Jul 2022 07:31:02 +0000 https://banglarjanarob.com/?p=58713 বাংলার জনরব ডেস্ক: সময়ের বিচারে এখনো পর্যন্ত একমাসও অতিক্রান্ত হয়নি মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার এরই মধ্যে বিজেপি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে।বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল বলেই দিলেন, ভারাক্রান্ত মনে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদে মেনেছেন তাঁরা। পাতিলের কথায়,”আমরা এমন একজন নেতাকে চাইছিলেন যিনি স্থায়ী সরকার তৈরির বার্তা দিতে পারেন। যে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেবেন্দ্রজি (Devendra Fadanbis) শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।” প্রশ্ন উঠছে হঠাত কেন চন্দ্রকান্ত পাতিল এমন কথা বলছেন। তাহলে কি শিণ্ডে সরকারের কাছে খুশি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব? মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddahv…

The post এক মাসেই মোহভঙ্গ ! একি বললেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি? শিন্ডে মন্ত্রিসভার পতন কী আসন্ন? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক: সময়ের বিচারে এখনো পর্যন্ত একমাসও অতিক্রান্ত হয়নি মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার এরই মধ্যে বিজেপি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে।বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল বলেই দিলেন, ভারাক্রান্ত মনে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদে মেনেছেন তাঁরা।

পাতিলের কথায়,”আমরা এমন একজন নেতাকে চাইছিলেন যিনি স্থায়ী সরকার তৈরির বার্তা দিতে পারেন। যে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেবেন্দ্রজি (Devendra Fadanbis) শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।” প্রশ্ন উঠছে হঠাত কেন চন্দ্রকান্ত পাতিল এমন কথা বলছেন। তাহলে কি শিণ্ডে সরকারের কাছে খুশি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব?

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddahv Thackeray) সরকারের পতনের পর কমবেশি সকলেরই প্রত্যাশা ছিল, ফের মসনদে বসবেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। কিন্তু সবাইকে চমকে দিয়ে ফড়ণবিসই ঘোষণা করেন, তিনি নন, এবারে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন শিব সেনা ভাঙানোর নায়ক একনাথ শিণ্ডে। দলের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে, এবং তিনি দলের একান্ত সৈনিক হিসাবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্বের সেই সিদ্ধান্তেই অসন্তোষের বীজ রোপিত হয়েছিল। নতুন সরকার গঠনের পর মাস ঘুরতে না ঘুরতেই সেই বীজ যেন মহীরুহে পরিণত হল।

এদিকে, মহারাষ্ট্রে সরকার দখলের পর একনাথ শিণ্ডের লক্ষ‌্য শিব সেনার (Shiv Sena) দখল নেওয়া। সহজে ছাড়ার পাত্র নন উদ্ধব ঠাকরেও। এই আবহে শিব সেনার দুই পক্ষের নেতাকেই নিজ নিজ দাবির সপক্ষে নথি জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই সঙ্গে শিব সেনায় নিজ নিজ গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে নথি দিতে বলা হয়েছে একনাথ, এবং উদ্ধবকে। ৮ অগস্টের মধ্যে দুই পক্ষকেই তথ্যপ্রমাণ জমা দিতে হবে।

The post এক মাসেই মোহভঙ্গ ! একি বললেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি? শিন্ডে মন্ত্রিসভার পতন কী আসন্ন? first appeared on Banglar Janarob.]]>