chanditala murder | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 07 Dec 2021 12:34:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg chanditala murder | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Suicide : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে খুন করার পর আত্মঘাতী মূল অভিযুক্ত ! গোবরা স্টেশনে মিলল অভিযুক্তের দেহ https://banglarjanarob.com/49965 Tue, 07 Dec 2021 12:34:59 +0000 https://banglarjanarob.com/?p=49965 বাংলার জনরব ডেস্ক : হুগলি জেলার চন্ডীতলা থানার নৈটি গ্রামে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আজ মঙ্গলবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে খুড়তুতো দাদা, ‌ব‌ৌদি ও ভাইঝিকে খুনের অভিযোগ উঠেছিল। অভিযুক্তের মৃতদেহ উদ্ধার হয় গোবরা স্টেশনের রেললাইন থেকে। পুলিশ অনুমান, আত্মঘাতী হয়েছেন শ্রীকান্ত। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে কামারকুন্ডু জিআরপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পবিরারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে দেহ শনাক্ত করা হয়। সোমবার…

The post Suicide : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে খুন করার পর আত্মঘাতী মূল অভিযুক্ত ! গোবরা স্টেশনে মিলল অভিযুক্তের দেহ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : হুগলি জেলার চন্ডীতলা থানার নৈটি গ্রামে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আজ মঙ্গলবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে খুড়তুতো দাদা, ‌ব‌ৌদি ও ভাইঝিকে খুনের অভিযোগ উঠেছিল। অভিযুক্তের মৃতদেহ উদ্ধার হয় গোবরা স্টেশনের রেললাইন থেকে। পুলিশ অনুমান, আত্মঘাতী হয়েছেন শ্রীকান্ত।

মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে কামারকুন্ডু জিআরপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পবিরারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে দেহ শনাক্ত করা হয়।

সোমবার সকালে হুগলির চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতা এবং তাঁদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করেন খুড়তুতো ভাই শ্রীকান্ত। প্রথমে শাবল, পরে চপার দিয়ে আঘাত করে খুন করেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত। পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছিল।

তবে, শ্রীকান্ত আত্মহত্যা করায় মোটেই খুশি নন প্রতিবেশীরা।  এক প্রতিবেশী শুভেন্দু দত্ত সংবামাধ্যমকে বলেন, ‘‘এটা কোনও শাস্তি নয়। যে ভাবে ও একটা পরিবারকে শেষ করে দিয়েছে। ওর ফাঁসি হওয়া উচিত ছিল।’’ স্থানীয় বাসিন্দা সুদীপ ঘোষ বলেন, ‘‘ যে সম্পত্তি নিয়ে এত বিবাদ, তার কোনও নিষ্পত্তি হল না।’’ এই ঘটনায় শ্রীকান্তর দাদা তপন ঘোষকে আটক করেছে চণ্ডীতলা থানার পুলিশ।

হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘ ঘটনার পর বাড়ি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। আজ সকালে অন্য এক অভিযুক্তের দেহ রেললাইন থেকে উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলবে।’’

The post Suicide : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের তিন জনকে খুন করার পর আত্মঘাতী মূল অভিযুক্ত ! গোবরা স্টেশনে মিলল অভিযুক্তের দেহ first appeared on Banglar Janarob.]]>
Murder : চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন , সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই কী খুন ? তদন্তে পুলিশ https://banglarjanarob.com/49908 Mon, 06 Dec 2021 08:53:51 +0000 https://banglarjanarob.com/?p=49908 বাংলার জনরব ডেস্ক : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করা হলো । এই নৃশংস ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্ডীতলা থানার নৈতি এলাকায় । স্থানীয় জানা গেছে,হুগলির চণ্ডীতলার বাসিন্দা সঞ্জয় ঘোষ। স্ত্রী মিতালী ও মেয়ে শিল্পাকে নিয়ে চণ্ডীতলার (Chanditala) নৈতি এলাকায় থাকতেন তিনি। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে খুড়তুতো ভাইয়ের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। একাধিকবার তা চরম আকার নেয়। অশান্তি মেটাতে সালিশি সভার আয়োজনও করা হয়েছিল। তাতেও সমস্যা কাটেনি । বরং সমস্যা আরও জটিল হয়েছে । এই পরিস্থিতিতে সোমবার সকালে সঞ্জয়ের বাড়ি থেকে আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। সঙ্গে…

The post Murder : চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন , সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই কী খুন ? তদন্তে পুলিশ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন করা হলো । এই নৃশংস ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্ডীতলা থানার নৈতি এলাকায় । স্থানীয় জানা গেছে,হুগলির চণ্ডীতলার বাসিন্দা সঞ্জয় ঘোষ। স্ত্রী মিতালী ও মেয়ে শিল্পাকে নিয়ে চণ্ডীতলার (Chanditala) নৈতি এলাকায় থাকতেন তিনি। দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে খুড়তুতো ভাইয়ের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। একাধিকবার তা চরম আকার নেয়। অশান্তি মেটাতে সালিশি সভার আয়োজনও করা হয়েছিল। তাতেও সমস্যা কাটেনি । বরং সমস্যা আরও জটিল হয়েছে ।

এই পরিস্থিতিতে সোমবার সকালে সঞ্জয়ের বাড়ি থেকে আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান। দেখতে পান, রক্তে ভেসে যাচ্ছে ঘর। ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে সঞ্জয়, মিতালী, শিল্পার দেহ। স্থানীয়রা জড়ো হওয়ার আগেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় মূল অভিযুক্ত।

ঘটনার খবর পেয়েই পুলিশ যায় মৃতের বাড়িতে। দেহগুলি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই ঘোষ দম্পতি ও তাঁদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তবে কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ।

ছবি : প্রতীকি

The post Murder : চন্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন , সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই কী খুন ? তদন্তে পুলিশ first appeared on Banglar Janarob.]]>