Bhawanipur | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 11 Jun 2022 05:53:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Bhawanipur | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Bhawanipur Couple Murder Case : ভবানীপুরের শাহ দম্পতি হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো ফেরার https://banglarjanarob.com/57163 Sat, 11 Jun 2022 05:52:04 +0000 https://banglarjanarob.com/?p=57163 বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের শাহ দম্পতির হত্যাকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।ধৃত দু’জনের মধ্যে এক জনের নাম বিশাল অরোরা। তিনি হাওড়ার লিলুয়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অপর ধৃতের নাম সন্তোষ কুমার পতি। শাহ দম্পতিকে খুনের সময় ঘটনাস্থলে ওই দু’জন ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, এই ঘটনার মূল চক্রী এখনও ফেরার। হত্যাকাণ্ডে বেশ কয়েক জন জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। আগেই গ্রেফতার হওয়া তিন জনকে জেরা করে আরও কয়েক জনের নাম…

The post Bhawanipur Couple Murder Case : ভবানীপুরের শাহ দম্পতি হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো ফেরার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের শাহ দম্পতির হত্যাকাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।ধৃত দু’জনের মধ্যে এক জনের নাম বিশাল অরোরা। তিনি হাওড়ার লিলুয়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অপর ধৃতের নাম সন্তোষ কুমার পতি। শাহ দম্পতিকে খুনের সময় ঘটনাস্থলে ওই দু’জন ছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। আগেই তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, এই ঘটনার মূল চক্রী এখনও ফেরার।

হত্যাকাণ্ডে বেশ কয়েক জন জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। আগেই গ্রেফতার হওয়া তিন জনকে জেরা করে আরও কয়েক জনের নাম উঠে এসেছে বলে খবর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যার জেরেই খুন বলে অনুমান পুলিশের।

সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় খুন হন গুজরাতি দম্পতি অশোক শাহ ও রশ্মিতা শাহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, পেশায় ব্যবসায়ী অশোককে ছুরির আঘাতে খুন করা হয়। তাঁর স্ত্রী রশ্মিতাকে গুলি করে খুন করা হয় বলে অনুমান করা হচ্ছে।

 

 

 

The post Bhawanipur Couple Murder Case : ভবানীপুরের শাহ দম্পতি হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো ফেরার first appeared on Banglar Janarob.]]>
Bhawanipore Couple Murder Case: ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার দুই, শীঘ্রই ধরা পড়বে মূল অভিযুক্ত আশ্বাস মুখ্যমন্ত্রীর https://banglarjanarob.com/57073 Thu, 09 Jun 2022 04:04:11 +0000 https://banglarjanarob.com/?p=57073 বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের শাহ দম্পতি খুনের তিন দিনের মাথায় কিনারা করল কলকাতা পুলিশ। জানা গেছে তদন্তে নেমে কলকাতা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার কারণেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি, প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিশ। অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশ মনে করছে। তবে এখনও মূল চক্রী অধরা বলেও পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা মৃত দম্পতির পূর্বপরিচিত। বুধবার সারা রাত আটকে রেখে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।…

The post Bhawanipore Couple Murder Case: ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার দুই, শীঘ্রই ধরা পড়বে মূল অভিযুক্ত আশ্বাস মুখ্যমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরের শাহ দম্পতি খুনের তিন দিনের মাথায় কিনারা করল কলকাতা পুলিশ। জানা গেছে তদন্তে নেমে কলকাতা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার কারণেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি, প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে পুলিশ। অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশ মনে করছে। তবে এখনও মূল চক্রী অধরা বলেও পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা মৃত দম্পতির পূর্বপরিচিত। বুধবার সারা রাত আটকে রেখে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই হত্যাকাণ্ডে দু’-তিন জন যুক্ত থাকতে পারে বলেও পুলিশের অনুমান।

প্রসঙ্গত, সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর পাড়াতেই খুন হন শাহ দম্পতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে গুলি করে খুন করা হয়েছে। পুরো ঘটনাটি ঘটে সোমবার দুপুর দেড়টা নাগাদ।

বুধবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরে ভবানীপুর পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তিনি জানান, খুনের ঘটনার ৯৯ শতাংশ তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। শীঘ্রই খুনের কিনারা হয়ে যাবে বলে তিনি জানান। ঘটনাস্থল ঘুরে দেখে মমতা সাংবাদিকদের বলেন, ‘‘ভবানীপুরে এ ধরনের ঘটনা বরদাস্ত করব না। ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে।’’

The post Bhawanipore Couple Murder Case: ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার দুই, শীঘ্রই ধরা পড়বে মূল অভিযুক্ত আশ্বাস মুখ্যমন্ত্রীর first appeared on Banglar Janarob.]]>
Bhawanipur Murder case: ভবানীপুর হত্যাকাণ্ডে দ্রুত তদন্তের আশ্বাস এবং পুলিশের উপর আস্থা রাখতে নিহত দম্পতির মেয়েকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী https://banglarjanarob.com/56997 Tue, 07 Jun 2022 06:17:30 +0000 https://banglarjanarob.com/?p=56997 বাংলার জনরব ডেস্ক : কলকাতার ভবানীপুরের পৌঢ় দম্পত্তি খুনে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে দ্রুত তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মঙ্গলবার নিহত দম্পত্তির কন্যাকে আশ্বাস দিয়েছেন । সোমবার ভরসন্ধ্যায় ভবানীপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক প্রৌঢ় দম্পতিকে বাড়িতে ঢুকে খুন করার ঘটনায় বিস্মিত হয়েছিলেন মহানগরবাসী। অবাক হওয়ার আরও বড় কারণ, খুন করে সবার নজর এড়িয়ে কী ভাবে পালিয়ে গেলেন আততায়ী? ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি পরিচিত কেউই এই ঘটনায় জড়িত? প্রশ্ন উঠলেও অবশ্য উত্তর পাওয়া…

The post Bhawanipur Murder case: ভবানীপুর হত্যাকাণ্ডে দ্রুত তদন্তের আশ্বাস এবং পুলিশের উপর আস্থা রাখতে নিহত দম্পতির মেয়েকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : কলকাতার ভবানীপুরের পৌঢ় দম্পত্তি খুনে অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে দ্রুত তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মঙ্গলবার নিহত দম্পত্তির কন্যাকে আশ্বাস দিয়েছেন ।

সোমবার ভরসন্ধ্যায় ভবানীপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক প্রৌঢ় দম্পতিকে বাড়িতে ঢুকে খুন করার ঘটনায় বিস্মিত হয়েছিলেন মহানগরবাসী। অবাক হওয়ার আরও বড় কারণ, খুন করে সবার নজর এড়িয়ে কী ভাবে পালিয়ে গেলেন আততায়ী? ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি পরিচিত কেউই এই ঘটনায় জড়িত? প্রশ্ন উঠলেও অবশ্য উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রৌঢ় দম্পতির কন্যাও সন্দেহভাজন কারও নাম জানাতে পারেননি। এর মধ্যেই এল মুখ্যমন্ত্রীর ফোন। নিহত দম্পতির কন্যাকে তিনি জানিয়েছেন, খুনি কে তা খুঁজে বার করবেন তদন্তকারীরা। তিনি যেন পুলিশের উপর ভরসা রাখেন।

সোমবারের এই খুনের ঘটনায় ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু দিন আগেই বাড়ি বিক্রি নিয়ে এক ক্রেতার সঙ্গে সামান্য বচসা হয় ওই দম্পতির। বাড়ি বিক্রির মূল্য হিসাবে ৬০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁরা। সেই টাকা দিতে রাজি হননি ক্রেতা। খুনের ঘটনার নেপথ্যে বাড়ি বিক্রি সংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

The post Bhawanipur Murder case: ভবানীপুর হত্যাকাণ্ডে দ্রুত তদন্তের আশ্বাস এবং পুলিশের উপর আস্থা রাখতে নিহত দম্পতির মেয়েকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী first appeared on Banglar Janarob.]]>
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার https://banglarjanarob.com/56898 Sun, 05 Jun 2022 12:26:34 +0000 https://banglarjanarob.com/?p=56898 বাংলার জনরব ডেস্ক : রাজনীতির জীবনের শুরুতে কলকাতার চেয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকাবাসী জানতে পারে, বাড়ির মালিক স্কুলবাড়িটি ভেঙে এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে। স্কুলবাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু…

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাজনীতির জীবনের শুরুতে কলকাতার চেয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজি মাধ্যম করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর।

ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে শিক্ষকতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ওই সরকারি প্রাথমিক স্কুলটি একটি ভাড়া বাড়িতে চলত। সম্প্রতি এলাকাবাসী জানতে পারে, বাড়ির মালিক স্কুলবাড়িটি ভেঙে এক প্রোমোটারের হাতে তুলে দিতে চাইছেন। তাঁদের মধ্যে আলোচনাও অনেক দূর এগিয়ে গিয়েছে।

স্কুলবাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিংহ। ঘটনাচক্রে স্থানীয় কাউন্সিলর পাপিয়া সিংহ তাঁর স্ত্রী। ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া বিষয়টি জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। মমতার কাছে কাউন্সিলর আবেদন করেন, মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলটি যেন কোনও ভাবেই বন্ধ না হয়। মুখ্যমন্ত্রীকে আবেদন করার পাশাপাশি শিক্ষা দফতরেও চিঠি দেন পাপিয়া। তারপরেই প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। সেই পর্যায়েই সম্প্রতি স্কুলের জমিটি হাতে পেয়েছে রাজ্য সরকার।

শিক্ষা দফতর সূত্রে খবর, তাদের উদ্যোগেই স্কুলটিকে নতুন চেহারা দেওয়া হবে। প্রাথমিক স্কুলটিতে ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন শুরু করা হবে। গত বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়া শীতলামাতা মন্দিরের পুজোর উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এসে মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল প্রসঙ্গে খোঁজখবর নেন এবং স্মৃতিচারণাও করেন তিনি।

মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল ইংরেজি মাধ্যমে পরিণত হওয়ার এলাকাবাসী খুশি বলেই দাবি করেছেন তৃণমূল নেতা বাবলু।এই তৃণমূল নেতা বলেন, ‘‘আমাদের ৭১ নম্বর ওয়ার্ডে ৪২টি বস্তি রয়েছে। অনেক টাকা খরচ করে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের পড়ানোর মতো সামর্থ্য নেই এখানকার বেশির ভাগ বসিন্দার। তাই মুখ্যমন্ত্রীর শিক্ষকতা করে যাওয়া স্কুলটি যখন ইংরজি মাধ্যম স্কুল হবে বলে এলাকাবাসী জানলেন, তাঁরা খুব খুশি হয়েছেন। কারণ বিনামূল্যে তাঁরাও এ বার ছেলেমেয়েদের ইংরেজি ইস্কুলে পড়াতে পারবেন।’’

The post Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কর্মক্ষেত্র, সেই মন্মথনাথ স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যম করছে সরকার first appeared on Banglar Janarob.]]>