Bhabanipur | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 06 Jun 2022 16:29:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Bhabanipur | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Murder: সোমবার ভরসন্ধ্যায় ভবানীপুরে জোড়া খুন! উদ্ধার বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ, তদন্তে গোয়েন্দা বিভাগ https://banglarjanarob.com/56993 Mon, 06 Jun 2022 16:29:04 +0000 https://banglarjanarob.com/?p=56993 বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরের এক ফ্ল্যাট থেকে আজ সোমবার সন্ধ্যায় উদ্ধার হল রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রের খবর, অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমির দেহে গুলি এবং ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খুন করা হয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, গুজরাতি দম্পতি শেয়ার বাজারের ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁদের এক মেয়ে ওই ফ্ল্যাটেই থাকেন। তিনি সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। এর পর ফ্ল্যাটে ঢুকে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর…

The post Murder: সোমবার ভরসন্ধ্যায় ভবানীপুরে জোড়া খুন! উদ্ধার বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ, তদন্তে গোয়েন্দা বিভাগ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরের এক ফ্ল্যাট থেকে আজ সোমবার সন্ধ্যায় উদ্ধার হল রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রের খবর, অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমির দেহে গুলি এবং ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খুন করা হয়েছে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, গুজরাতি দম্পতি শেয়ার বাজারের ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁদের এক মেয়ে ওই ফ্ল্যাটেই থাকেন। তিনি সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। এর পর ফ্ল্যাটে ঢুকে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ। পৌঁছন কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল এবং ডিসি প্রবীণ ত্রিপাঠী। নিয়ে আসা হয় স্নিফার ডগকেও। পুলিশ কুকুর ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় ৬০০ মিটার দূরে হরিশ পার্কের দিকে যায়।

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্ভবত কেউ গুলি করেছে। অপরাধী ধরা পড়বেই।’’

এক তদন্তকারী বলেন, ময়না তদন্ত হলে বোঝা যাবে ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে সাহা দম্পতির। তিনি জানান, ফ্ল্যাট থেকে হরিশ পার্ক পর্যন্ত এলাকায় ট্রাফিক পুলিশ এবং আবাসনের একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে।

 

The post Murder: সোমবার ভরসন্ধ্যায় ভবানীপুরে জোড়া খুন! উদ্ধার বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ, তদন্তে গোয়েন্দা বিভাগ first appeared on Banglar Janarob.]]>