Bhabanipur By- Election | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 24 Sep 2021 09:20:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Bhabanipur By- Election | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Bhabanipur By-Election: ভবানীপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখল আদালত, প্রধান বিচারপতির ভৎর্সনার মুখে কমিশন ও মুখ্যসচিব https://banglarjanarob.com/47042 Fri, 24 Sep 2021 09:17:35 +0000 https://banglarjanarob.com/?p=47042 বাংলার জনরব ডেস্ক : ভবানীপুর বিধানসভার উপনির্বাচন কী শেষ পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে । আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে ভবানীপুর উপনির্বাচন যে মামলা দায়ের হয়েছিল তার শুনানী শেষ হয় । এখন রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে আদালত । জানা গেছে, এই মামলায় কমিশনের কাছে জবাবি হলফনামা চেয়েছিল আদালত। কিন্তু শুক্রবার আদালত জানিয়ে দেয় কমিশনের উত্তরে সন্তুষ্ট নয় তারা। কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে, এই মর্মে…

The post Bhabanipur By-Election: ভবানীপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখল আদালত, প্রধান বিচারপতির ভৎর্সনার মুখে কমিশন ও মুখ্যসচিব first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ভবানীপুর বিধানসভার উপনির্বাচন কী শেষ পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে । আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে ভবানীপুর উপনির্বাচন যে মামলা দায়ের হয়েছিল তার শুনানী শেষ হয় । এখন রায়দান প্রক্রিয়া স্থগিত রেখেছে আদালত । জানা গেছে, এই মামলায় কমিশনের কাছে জবাবি হলফনামা চেয়েছিল আদালত। কিন্তু শুক্রবার আদালত জানিয়ে দেয় কমিশনের উত্তরে সন্তুষ্ট নয় তারা। কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে, এই মর্মে সুপারিশ করে কমিশনকে চিঠি লেখেন মুখ্যসচিব। ভোট বিজ্ঞপ্তিতে কমিশনও সেই কথা উল্লেখ করে। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। মামলাকারীর দাবি, শুধু মাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য এই ভাবে সুপারিশ করা যায় কি? শুক্রবার আদালতও ওই বিষয়টিকে সামনে রেখে কমিশনের কাছে বেশ কিছু প্রশ্ন রাখে। তার আগে বৃহস্পতিবার অবশ্য হলফনামা আকারে কমিশনের কাছে আদালত জানতে চেয়েছিল, মুখ্যসচিব কি ভোট করানোর সুপারিশ করতে পারেন? শুক্রবার তার নির্দিষ্ট কোনও জবাব দিতে পারেননি কমিশনের আইনজীবী।

মুখ্যসচিবের কমিশনকে চিঠি পাঠানো নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল প্রশ্ন করেন, ‘‘চিঠি লেখায় কী ভূমিকা মুখ্যসচিবের?’’ তাঁর বক্তব্য, নির্দেশ দেওয়ার পরও কেন তা জিজ্ঞাসা করা হয়নি।

এর পর কমিশনের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন। তখন বিন্দল বলেন, ‘‘অন্য কিছু বোঝানোর চেষ্টা করবেন না।’’ তিনি ফের প্রশ্ন করেন, ‘‘এই চিঠি লেখার পিছনে মুখ্যসচিবের ভূমিকা কী? ১৩ সেপ্টেম্বর মামলা হয়েছিল। এত দিনেও উত্তর পেলেন না? কমিশন জানায়, মুখ্যসচিবের কোনও সাংবিধানিক ভুল হয়নি।” তখন বিন্দল প্রশ্ন করেন, ‘‘তা হলে উত্তর দিন, চিঠিতে ‘সাংবিধানিক সঙ্কট’ কেন বলেছেন মুখ্যসচিব? কেন একটি কেন্দ্রের নির্বাচনের জন্য বললেন জরুরি (এক্সিজেন্সি), অথচ, অন্য নির্বাচনের ক্ষেত্রে কেন তা প্রযোজ্য হল না?’’এর পর আসে মামলার দ্বিতীয় অংশ। যেখানে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছে হাই কোর্ট। আদালতের বক্তব্য, নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়। এক জন প্রার্থী জিতেও যদি ইস্তফা দেন, তা হলে ফের উপনির্বাচন হয়। জনগণের টাকাও খরচ হয়। আদালতের প্রশ্ন, কেন জনগণের অর্থ এই ভাবে খরচ করা হবে? এই বিষয়টি নিয়ে মামলা চলবে।

The post Bhabanipur By-Election: ভবানীপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখল আদালত, প্রধান বিচারপতির ভৎর্সনার মুখে কমিশন ও মুখ্যসচিব first appeared on Banglar Janarob.]]>