Bardhaman | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 11 Jun 2022 16:34:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Bardhaman | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Bardhaman: নার্সের চাকরি ছাড়তে হবে, নির্দেশ না মানায় পিটিয়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়ালেন স্বামী https://banglarjanarob.com/57186 Sat, 11 Jun 2022 16:34:21 +0000 https://banglarjanarob.com/?p=57186 বাংলার জনরব ডেস্ক : পূর্ব বর্ধমানের রেণু খাতুনের ডান হাতের কব্জি কেটে নিয়েছে তার স্বামী , চাকরি করতে দেবে না বলে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একজন কর্মরত নার্সের উপর হামলার অভিযোগ উঠলো । এক্ষেত্রেও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ।নার্সিংয়ের কাজ করা যাবে না বলে স্ত্রীকে মারধর, শ্বাসরোধ করে খুনে চেষ্টা এবং তাঁর চাকরির কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানেেই শক্তিগড়ে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্বামী রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, প্রেমের সম্পর্ক থেকেই বছরখানেক আগে বিয়ে হয় জোতরামের বাসিন্দা রাহুলের সঙ্গে…

The post Bardhaman: নার্সের চাকরি ছাড়তে হবে, নির্দেশ না মানায় পিটিয়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়ালেন স্বামী first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : পূর্ব বর্ধমানের রেণু খাতুনের ডান হাতের কব্জি কেটে নিয়েছে তার স্বামী , চাকরি করতে দেবে না বলে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একজন কর্মরত নার্সের উপর হামলার অভিযোগ উঠলো । এক্ষেত্রেও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ।নার্সিংয়ের কাজ করা যাবে না বলে স্ত্রীকে মারধর, শ্বাসরোধ করে খুনে চেষ্টা এবং তাঁর চাকরির কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানেেই শক্তিগড়ে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্বামী রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে শক্তিগড় থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, প্রেমের সম্পর্ক থেকেই বছরখানেক আগে বিয়ে হয় জোতরামের বাসিন্দা রাহুলের সঙ্গে খণ্ডঘোষ থানার কালনা গ্রামের বাসিন্দা নীলকান্ত চট্টরাজের মেয়ে ব্রততীর সঙ্গে। তাঁদের দু’মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের আগে থেকেই নার্সের চাকরি করেন ব্রততী। তা নিয়েই আপত্তি ছিল রাহুলের। চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া নিয়ে ব্রততীর সঙ্গে তাঁর প্রায়ই ঝামেলা হত বলে দাবি পড়শিদের।

ব্রততীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের নার্সের চাকরি নিয়ে আপত্তি করতে শুরু করেন রাহুল। বাপের বাড়ির সঙ্গেও ব্রততীকে যোগাযোগ করতে দিতেন না। তাঁকে প্রায়ই মারধর করা হত। শুক্রবার দুপুরে এই অত্যাচার অসহনীয় হয়ে ওঠার পরেই থানার দ্বারস্থ হন ব্রততী। অভিযোগ, ওই দিন ব্রততীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করা হয়। তাঁর চাকরির কাগজপত্রও ছিঁড়ে দেওয়া হয়। ছেলে-সহ এক কাপড়ে ব্রততীকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয় ।

এর পর রাতে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বধূ। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁকে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করা হয়।ব্রততীর এই অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে জোতরামের বাড়ি থেকে রাহুলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে বর্ধমান আদালতে হাজির করানো হলে তাঁকে মঙ্গলবার পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

The post Bardhaman: নার্সের চাকরি ছাড়তে হবে, নির্দেশ না মানায় পিটিয়ে স্ত্রীকে বাড়ি থেকে তাড়ালেন স্বামী first appeared on Banglar Janarob.]]>