Airport | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 19 Jan 2022 09:33:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Airport | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 5G: ৫-জি পরিষেবায় প্রশ্ন বিমানের নিরাপত্তায়, আমেরিকায় পরিষেবা দিতে নারাজ তাবড় উড়ান সংস্থা https://banglarjanarob.com/51651 Wed, 19 Jan 2022 09:33:36 +0000 https://banglarjanarob.com/?p=51651 বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় ৫জি পরিষেবা চালু হওয়ার ফলে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। আর এই আশঙ্কাতেই আমেরিকায় যাতায়াতকারী বিমানগুলির জন্য তাদের সময়সূচি এবং বিমান নামানোর বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাগুলি৷ ৫-জি পরিষেবার জন্য খারাপ আবহাওয়ায় অবতরণের সময় ব্যবহৃত সংবেদনশীল নেভিগেশন সরঞ্জামগুলির ক্ষতি হতে পারে। এই কারণেই এ রকম সিদ্ধান্তের পথে হাঁটছে বিমান সংস্থাগুলি। দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন জানিয়েছে যে এটি শিকাগো, নেওয়ার্ক এবং সান ফ্রান্সিসকো-সহ বেশ কয়েকটি আমেরিকার শহরে বিমান উড়ান স্থগিত রাখবে। জাপান বিমান সংস্থাগুলি এবং এএনএ…

The post 5G: ৫-জি পরিষেবায় প্রশ্ন বিমানের নিরাপত্তায়, আমেরিকায় পরিষেবা দিতে নারাজ তাবড় উড়ান সংস্থা first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় ৫জি পরিষেবা চালু হওয়ার ফলে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। আর এই আশঙ্কাতেই আমেরিকায় যাতায়াতকারী বিমানগুলির জন্য তাদের সময়সূচি এবং বিমান নামানোর বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাগুলি৷ ৫-জি পরিষেবার জন্য খারাপ আবহাওয়ায় অবতরণের সময় ব্যবহৃত সংবেদনশীল নেভিগেশন সরঞ্জামগুলির ক্ষতি হতে পারে। এই কারণেই এ রকম সিদ্ধান্তের পথে হাঁটছে বিমান সংস্থাগুলি।

দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন জানিয়েছে যে এটি শিকাগো, নেওয়ার্ক এবং সান ফ্রান্সিসকো-সহ বেশ কয়েকটি আমেরিকার শহরে বিমান উড়ান স্থগিত রাখবে। জাপান বিমান সংস্থাগুলি এবং এএনএ হোল্ডিংস ইনকর্পোরেটেড মঙ্গলবার জানিয়েছে যে, তারা আমেরিকার নির্দিষ্ট কিছু রুটে বিমান চালানো বন্ধ করবে। তারা আমেরিকায় নিজেদের ৭৭৭ জেট বিমানের উড়ান বন্ধ রাখবে বলেও জানিয়েছে।

কোরিয়ান বিমান সংস্থাগুলি জানিয়েছে যে, তাদের ৭৭৭ এবং ৭৪৭-৮ বিমানগুলি ৫-জি পরিষেবার জন্য প্রভাবিত হয়েছে এবং বিমানগুলির রুট পরিবর্তন করছে। এয়ার ইন্ডিয়া লিমিটেডও সতর্ক করেছে যে, ১৯ জানুয়ারি থেকে আমেরিকার বিমান যাওয়া-আসার সংখ্যা হ্রাস পাবে।

তবে নিরাপত্তার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনার পর, এটি অ্যান্ড টি এবং ভেরাইজন আমেরিকার বিভিন্ন বিমানবন্দরের কাছাকাছি শতাধিক ৫-জি টাওয়ার দেরি করে চালু করতে সম্মত হয়েছে বলেও জানা গেছে। সৌজন্যে: ডিজিটাল আনন্দবাজার।

The post 5G: ৫-জি পরিষেবায় প্রশ্ন বিমানের নিরাপত্তায়, আমেরিকায় পরিষেবা দিতে নারাজ তাবড় উড়ান সংস্থা first appeared on Banglar Janarob.]]>