Ahmed Patel | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Sat, 16 Jul 2022 07:30:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg Ahmed Patel | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ https://banglarjanarob.com/58450 Sat, 16 Jul 2022 07:28:31 +0000 https://banglarjanarob.com/?p=58450 বাংলার জনরব ডেস্ক : প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নাকি তিস্তা শীতলাবাদকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন গুজরাট সরকারকে হেনস্তা করার জন্য এই মর্মে আমেদাবাদ আদালতে হলফনামা পেশ করেছে গুজরাট পুলিশ। এই হলফনামায় বলা হয়েছে, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের গোধরা-কাণ্ডের পর গুজরাট সরকারকে নড়বড়ে করার জন্য কংগ্রেস নেতা পটেলের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তিস্তা। সে জন্য আর্থিক সহায়তাও পেয়েছিলেন তিনি। ২০০২-এর গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন থেকেছেন তিস্তা। তাঁদের আইনি সহায়তাও দিয়েছেন তিনি। গত ২৫ জুন গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখার (এটিএস) হাতে তিস্তার গ্রেফতারি…

The post Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নাকি তিস্তা শীতলাবাদকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন গুজরাট সরকারকে হেনস্তা করার জন্য এই মর্মে আমেদাবাদ আদালতে হলফনামা পেশ করেছে গুজরাট পুলিশ।

এই হলফনামায় বলা হয়েছে, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের গোধরা-কাণ্ডের পর গুজরাট সরকারকে নড়বড়ে করার জন্য কংগ্রেস নেতা পটেলের সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তিস্তা। সে জন্য আর্থিক সহায়তাও পেয়েছিলেন তিনি।

২০০২-এর গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন থেকেছেন তিস্তা। তাঁদের আইনি সহায়তাও দিয়েছেন তিনি। গত ২৫ জুন গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখার (এটিএস) হাতে তিস্তার গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। ফলে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর সরকার কিছুটা অস্বস্তিতে পড়েছে বলেই মনে করা হচ্ছে।

২০০২ সালের গুজরাট দাঙ্গাপর্বের গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ড মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী-সহ বেশ কয়েক জনকে ক্লিনচিট দিয়েছিল। তার বিরোধিতায় মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

সম্প্রতি সেই মামলা খারিজ করে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, গুজরাট দাঙ্গা সংক্রান্ত কোনও মিথ্যা তথ্যপ্রমাণ তিস্তা পেশ করেছেন কি না, তা খতিয়ে দেখার কথা বলেন। তার পরেই মুম্বইয়ে গিয়ে গুজরাট পুলিশের এটিএস তিস্তাকে গ্রেফতার করে।

The post Teesta Setalvad: গুজরাট সহিংসতার সময় মোদী সরকারকে বিপাকে ফেলতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেন তিস্তা! আমেদাবাদ আদালতে হলফনামা দিয়ে দাবি করল গুজরাট পুলিশ first appeared on Banglar Janarob.]]>