স্বাস্থ্য | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Tue, 14 Nov 2023 10:20:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg স্বাস্থ্য | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 Diabetic day: ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন  https://banglarjanarob.com/74198 Tue, 14 Nov 2023 10:16:58 +0000 https://banglarjanarob.com/?p=74198 বিশেষ প্রতিনিধি : ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস।হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে। হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী,বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ,এভারেস্ট জয়ী মলয় মুখার্জি,দেবাশীষ বিশ্বাস,হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী,ডক্টর সঞ্জয় শা,ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন সংবেদনের বাচ্চারা। ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল আফায়ারস জয়তী ভট্টাচার্য…

The post Diabetic day: ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন  first appeared on Banglar Janarob.]]>
বিশেষ প্রতিনিধি : ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস।হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে।

হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী,বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ,এভারেস্ট জয়ী মলয় মুখার্জি,দেবাশীষ বিশ্বাস,হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী,ডক্টর সঞ্জয় শা,ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন সংবেদনের বাচ্চারা।

ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল আফায়ারস জয়তী ভট্টাচার্য বলেন, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আরও দ্রুত ছড়িয়ে দিতে হবে।

ডক্টর মৃদুল বেরা জানান,ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই যন্ত্র-নির্ভর হচ্ছি। ততই শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। খাবারের মধ্যে যে ক্যালরি প্রতিদিন গ্রহণ করি সেই ক্যালোরির পর্যাপ্ত ব্যাবহার হচ্ছে না। তার ফলেই ডায়াবেটিস বাড়ছে।

বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার গুরু প্রসাদ ভট্টাচার্য বলেন, বর্তমানে দেশে যেখানে প্রায় দশ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সেখানে আরও ১৪ শতাংশ মানুষের ডায়াবেটিস হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই খাদ্যাভাস নিয়ন্ত্রণের পাশাপাশি ফিজিক্যাল কর্মকাণ্ড বাড়াতে হবে। নিয়মিত হাটা,যোগাসন করতে হবে ও জাঙ্ক ফুড বর্জন করতে হবে।

১৪ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেন।যেটি ডায়াবেটিস প্রতিরোধে প্রধান ভুমিকা পালন করে। তাই ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তার পর থেকে সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয় প্রতিবছর।

The post Diabetic day: ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন  first appeared on Banglar Janarob.]]>
ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর খুব শীঘ্রই বাজারে আসছে ইনসুলিনের ওরাল স্প্রে https://banglarjanarob.com/73840 Thu, 02 Nov 2023 11:41:46 +0000 https://banglarjanarob.com/?p=73840 বাংলার জনরব ডেস্ক  : ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। যারা টাইপ এক ডায়াবেটিসের শিকার তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য ইনসুলিন নিতে হয় আর এই ইনসুলিন নিতে হয় ইনজেকশন এর মাধ্যমে। এবার হায়দ্রাবাদের এক ওষুধ ওষুধ প্রস্তুত কারক সংস্থা নিডলফ্রি টেকনোলজিস ওজ়ুলিন নামে ইনসুলিনের ওরাল স্প্রে বাজারে আনতে চলেছে। এ বার থেকে আর ইনসুলিন নিতে হলে আর যন্ত্রণা সহ্য করতে হবে না, মুখে স্প্রে করেই ইনসুলিনের ডোজ় নিতে পারবেন ডায়াবেটিকরা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, দু’তিন বছরের মধ্যেই বাজারে এসে যাবে এই ওরাল স্প্রে ইনসুলিন। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কে…

The post ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর খুব শীঘ্রই বাজারে আসছে ইনসুলিনের ওরাল স্প্রে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক  : ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। যারা টাইপ এক ডায়াবেটিসের শিকার তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য ইনসুলিন নিতে হয় আর এই ইনসুলিন নিতে হয় ইনজেকশন এর মাধ্যমে। এবার হায়দ্রাবাদের এক ওষুধ ওষুধ প্রস্তুত কারক সংস্থা নিডলফ্রি টেকনোলজিস ওজ়ুলিন নামে ইনসুলিনের ওরাল স্প্রে বাজারে আনতে চলেছে।

এ বার থেকে আর ইনসুলিন নিতে হলে আর যন্ত্রণা সহ্য করতে হবে না, মুখে স্প্রে করেই ইনসুলিনের ডোজ় নিতে পারবেন ডায়াবেটিকরা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, দু’তিন বছরের মধ্যেই বাজারে এসে যাবে এই ওরাল স্প্রে ইনসুলিন। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কে কটেশ্বরা রাও জানিয়েছেন, এই ওষুধের ছাড়পত্রের জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের কাছে আবেদন করা হয়েছে। ছাড়পত্র পেলেই মানব শরীরে ট্রায়াল শুরু করবে সংস্থা।

অনেক মধুমেহ রোগীদের দিনে তিন থেকে চার বার ইনসুলিন নিতে হয় এবং সুচের যন্ত্রণা সহ্য করতে হয়। ওরাল স্প্রে ইনসুলিন বাজারে এলে অনেকেই এই রোজের যন্ত্রণা থেকে রেহাই পাবেন।

The post ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর খুব শীঘ্রই বাজারে আসছে ইনসুলিনের ওরাল স্প্রে first appeared on Banglar Janarob.]]>
হৃদরোগ কমাতে যুগান্তকারী আবিষ্কার ‘হার্টি ফাইন’ https://banglarjanarob.com/73741 Sun, 29 Oct 2023 10:46:32 +0000 https://banglarjanarob.com/?p=73741 সুপ্রকাশ চক্রবর্তী : চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য কারা নোবেল পুরস্কার পাবেন গত কয়েক বছর ধরে সে ব্যাপারে নোবেল কমিটিকে বছরের সেরা আবিষ্কারগুলির সন্ধান দিয়ে আসছেন নদীয়ার গাংনাপুরের বাসিন্দা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিজ্ঞানী অসীম দত্ত রায়। বর্তমানে তিনি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিভাগের শিক্ষক। যার তিনশটির বেশি গবেষণাপত্র এবং একাধিক আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে। টমেটো ও কিউই ফলের মধ্যে থাকা বিশেষ উপাদান ব্যবহার করে কিভাবে হার্ট অ্যাটাকের প্রবণতা কমানো যায় তা উদঘাটন করে কয়েক বছর আগে চিকিৎসা বিজ্ঞানে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার সেই কিউই ফলের নির্যাস থেকেই হার্ট অ্যাটাক…

The post হৃদরোগ কমাতে যুগান্তকারী আবিষ্কার ‘হার্টি ফাইন’ first appeared on Banglar Janarob.]]>
সুপ্রকাশ চক্রবর্তী : চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য কারা নোবেল পুরস্কার পাবেন গত কয়েক বছর ধরে সে ব্যাপারে নোবেল কমিটিকে বছরের সেরা আবিষ্কারগুলির সন্ধান দিয়ে আসছেন নদীয়ার গাংনাপুরের বাসিন্দা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিজ্ঞানী অসীম দত্ত রায়। বর্তমানে তিনি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিভাগের শিক্ষক। যার তিনশটির বেশি গবেষণাপত্র এবং একাধিক আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে। টমেটো ও কিউই ফলের মধ্যে থাকা বিশেষ উপাদান ব্যবহার করে কিভাবে হার্ট অ্যাটাকের প্রবণতা কমানো যায় তা উদঘাটন করে কয়েক বছর আগে চিকিৎসা বিজ্ঞানে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার সেই কিউই ফলের নির্যাস থেকেই হার্ট অ্যাটাক প্রতিরোধকারী একটি জীবন দায়ী পুষ্টি পরিপূরক উপহার দিলেন তিনি। রবিবার থেকেই।

বিশ্বের বাজারে চলে এল ‘হার্টি ফাইন’ নামে এই পুষ্টি পরিপূরক । আন্তর্জাতিক বাজারে এর যাত্রা শুরু হল কলকাতা শহর থেকেই।
কলকাতায় এক অনুষ্ঠানে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞানী অসীম দত্তরায় নিজেই।
তিনি বলেন,কিউই ফলের এই নির্যাস সংবহনশীল অনুচক্রিকার অতিসক্রিয়তা এক জায়গায় জড়ো হওয়া কমায়, উচ্চ রক্তচাপ কমায়, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়।


তিনি জানান,’হার্টি ফাইন’ তৈরি হয়েছে এল-আর্জিনাইন ও কিউই ফলের নির্যাস দিয়ে। এই গবেষণায় অধ্যাপক অসীমকান্তি দত্তরায়ের সঙ্গে রয়েছে জেনিমেন ফার্মাকন ও ইয়ার্ডল্যাবস প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থা। তবে এটির ডিট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন ইয়ার্ডল্যাবস প্রাইভেট লিমিটেড।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সায়ন্তন রায়চৌধুরী এবং ডিরেক্টর ডক্টর সুবীর সরকার। তারা জানান, হৃদরোগ কমাতে বিশ্বের প্রতিটি মানুষের কাছে এটি পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।


এই প্রথম ভারতীয় বাজারে এল এই ধরনের পুষ্টি পরিপূরক। যেটি ইতিমধ্যেই আটটি দেশে হিউম্যান ট্রায়াল হয়েছে বলে দাবী বিজ্ঞানীর।


বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ১৭.৭ মিলিয়ন বা ১ কোটি ৭৭ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র হৃদরোগের জন্য। এর মধ্যে কার্ডিও-ভাস্কুলার সমস্যাও রয়েছে। বিশ্বে প্রতিবছর যত জনের মৃত্যু হয় তার ৩১% হয় হৃদরোগের সমস্যার জন্য। হৃদরোগের আশঙ্কা কমাতেই এই আবিষ্কার বলে দাবী এই বাঙালী বিজ্ঞানীর।

The post হৃদরোগ কমাতে যুগান্তকারী আবিষ্কার ‘হার্টি ফাইন’ first appeared on Banglar Janarob.]]>
ফের অতিমারির কবলে পড়তে চলেছে সমগ্র বিশ্ব:অ্যাডানম গেব্রিয়েসাস https://banglarjanarob.com/69554 Wed, 24 May 2023 06:06:40 +0000 https://banglarjanarob.com/?p=69554 বাংলার জনরব ডেস্ক : ফের অতিমারির কবলে পড়তে চলেছে সমগ্র বিশ্ব। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত হতে  বিশ্ববাসীকে বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দেন গেব্রিয়েসাস। সেখানেই একটি রিপোর্ট পেশ করে তিনি এই মন্তব্য করেন। হু প্রধানের কথায়, ‘‘বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে হলেও তা নয়। কোভিডের আর একটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়াও কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।’’ কোভিড…

The post ফের অতিমারির কবলে পড়তে চলেছে সমগ্র বিশ্ব:অ্যাডানম গেব্রিয়েসাস first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ফের অতিমারির কবলে পড়তে চলেছে সমগ্র বিশ্ব। পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত হতে  বিশ্ববাসীকে বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।

মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দেন গেব্রিয়েসাস। সেখানেই একটি রিপোর্ট পেশ করে তিনি এই মন্তব্য করেন। হু প্রধানের কথায়, ‘‘বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে হলেও তা নয়। কোভিডের আর একটি উপরূপ হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়াও কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।’’

কোভিড অতিমারি শেষ হয়ে গিয়েছে ভেবে বিশ্ববাসীকে এখনই নিশ্চিন্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন গেব্রিয়েসাস। তিনি আরও বলেন, ‘‘কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড অতিমারি একমাত্র আশঙ্কার কারণ নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শীঘ্রই পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’’

The post ফের অতিমারির কবলে পড়তে চলেছে সমগ্র বিশ্ব:অ্যাডানম গেব্রিয়েসাস first appeared on Banglar Janarob.]]>