পঞ্চায়েত সংবাদ | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Wed, 14 Jun 2023 08:12:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.11 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg পঞ্চায়েত সংবাদ | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বনাম তৃনমূল সংঘর্ষে উত্তাল ক্যানিং https://banglarjanarob.com/70099 Wed, 14 Jun 2023 08:12:20 +0000 https://banglarjanarob.com/?p=70099 বাংলার জনরব ডেস্ক : ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙ্গড় উদ্ধার করার জন্য দায়িত্ব নিয়েছেন কিন্তু দুঃখের হলেও সত্য তার পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে আজ বুধবার যে অশান্তি সংঘটিত হলো তাতে শাসক দলের লজ্জায় মুখ লুকানোর জায়গা রইল না। ক্যানিং শহরের বাসস্ট্যান্ডের ওপরেই দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হলো দুইজন তৃণমূল কর্মী আহত হলেন এসডিপিও সহ একাধিক পুলিশ আধিকারিক।এর প্রতিবাদে শুরু হয় বাসন্তী হাইওয়ে অবরোধ। ক্যানিং তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিবাদের জেরে বুধবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই আবহে ক্যানিং…

The post মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বনাম তৃনমূল সংঘর্ষে উত্তাল ক্যানিং first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙ্গড় উদ্ধার করার জন্য দায়িত্ব নিয়েছেন কিন্তু দুঃখের হলেও সত্য তার পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে আজ বুধবার যে অশান্তি সংঘটিত হলো তাতে শাসক দলের লজ্জায় মুখ লুকানোর জায়গা রইল না। ক্যানিং শহরের বাসস্ট্যান্ডের ওপরেই দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হলো দুইজন তৃণমূল কর্মী আহত হলেন এসডিপিও সহ একাধিক পুলিশ আধিকারিক।এর প্রতিবাদে শুরু হয় বাসন্তী হাইওয়ে অবরোধ। ক্যানিং তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিবাদের জেরে বুধবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই আবহে ক্যানিং শহরে সিপিএমের একটা অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

ক্যানিং ব্লকের তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ির অভিযোগ, বুধবার তাঁর অনুগামীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে আটকে দেয় দুষ্কৃতীরা। আরও অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন। ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় বহু মানুষ জমায়েত করেছেন বলেও অভিযোগ। এই আবহে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। শুরু হয় দু’দলের মধ্যে ইটবৃষ্টি। তাদের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। গুলিও চলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে অনুগামীদের নিয়ে অবরোধ শুরু করেন শৈবাল। তাঁর হুঁশিয়ারি, পরেশরামের অনুগামীদের জমায়েত না সরালে অবরোধ চলবে। অবরোধের জেরে ওই রাস্তায় বড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুই পক্ষের সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্র ক্যানিংয়ে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কোন শৃঙ্খলা নেই কলকাতায় বসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বড় বড় ভাষণ দিচ্ছেন ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও শুনছে না সাধারণ তৃণমূল কর্মীরা ফলে এমন একটা সংকর তৈরি হয়েছে শাসকদলের মধ্যে যে এই দল তাসের ঘরের মতো যে আগামী দিনে ভেঙে পড়বে তা বলার অপেক্ষায় রাখে না।

The post মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বনাম তৃনমূল সংঘর্ষে উত্তাল ক্যানিং first appeared on Banglar Janarob.]]>
পঞ্চায়েত নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে যাচ্ছে বিজেপি https://banglarjanarob.com/1581 https://banglarjanarob.com/1581#respond Sun, 20 May 2018 10:55:36 +0000 https://banglarjanarob.com/?p=1581 নিজস্ব প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফল করেছে পদ্ম শিবির। ৫৭৪০ টি গ্রাম পঞ্চায়েত আসন পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে তারা। গ্রাম পঞ্চায়েতে এই সাফল্যের পরেও কিছুটা নিরাশ  রাজ্য বিজেপি নেতৃত্ব।  কারণ, জেলা পরিষদে আহামরি কিছুই করতে পারেনি তারা। মাত্র ২৩ টি জেলা পরিষদ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। জেলা পরিষদে দলের এই করুন অবস্থা মানতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে যেখানে এত ভাল ফল হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদ আসনে এই হাল কেন? এই বিপর্যয়ের কারণ হিসেবে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ অবশ্য…

The post পঞ্চায়েত নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে যাচ্ছে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফল করেছে পদ্ম শিবির। ৫৭৪০ টি গ্রাম পঞ্চায়েত আসন পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে তারা। গ্রাম পঞ্চায়েতে এই সাফল্যের পরেও কিছুটা নিরাশ  রাজ্য বিজেপি নেতৃত্ব।  কারণ, জেলা পরিষদে আহামরি কিছুই করতে পারেনি তারা। মাত্র ২৩ টি জেলা পরিষদ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। জেলা পরিষদে দলের এই করুন অবস্থা মানতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁদের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে যেখানে এত ভাল ফল হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদ আসনে এই হাল কেন? এই বিপর্যয়ের কারণ হিসেবে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ অবশ্য গণনায় কারচুপির দিকে আঙুল তুলেছেন। তাই জেলা পরিষদের গণনা নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। একথা

    জানিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাঁর দাবি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় জেলাপরিষদ আসনে জেতার সম্ভাবনা ছিল। কিন্তু কেন সে ক্ষেত্রে ভালো ফল হয়নি, সেই সংক্রান্ত রিপোর্ট দলের জেলা সভাপতিদের কাছ থেকে চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলেই তারা হাইকোর্টে যাওয়া হবে।
     বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ভালো ফল করলেও জেলা পরিষদের অনেক আসনেই তাদের জোর করে হারানো হয়েছে। গণনা শুরুর আগেই ব্যালট বাক্সের সিল খোলা হয়েছে বলে অভিযোগ বিজেপির। এছাড়া  বিজেপির কাউন্টিং এজেন্টরা গণনাকেন্দ্রে ঢুকতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপি এজেন্টরা গণনাকেন্দ্রে ঢুকতে না পারার কারণে, জেলা পরিষদের একাধিক আসনে বিজেপি  প্রার্থীরা জয়লাভ করার পর তৃণমূলের কাউন্টিং এজেন্টরা রিকাউন্টিং করে তাদের হারিয়ে দেয়। সেইসব আসনগুলিতে পুনর্নির্বাচনের দাবি নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।

সায়ন্তন বসুর দাবি ঠিকঠাক গণনা হলে অন্ততপক্ষে এর থেকে পাঁচগুণ বেশি জেলা পরিষদ আসনে জিততে পারত বিজেপি।

The post পঞ্চায়েত নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে যাচ্ছে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1581/feed 0
দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব, জয়ের পর বললেন ফারহাদ https://banglarjanarob.com/1549 https://banglarjanarob.com/1549#respond Sat, 19 May 2018 06:33:53 +0000 https://banglarjanarob.com/?p=1549 শেখ মিজানুর রহমানঃ দল আস্থা রেখেছিল তাঁর উপর। সেই আস্থার যথাযথ মর্যাদা রাখলেন শিক্ষক নেতা একেএম ফারহাদ। দীর্ঘ চল্লিশ বছরের বাম দুর্গ চূর্ণ করে উত্তর ২৪ পরগনার ৩৬ নম্বর জেলা পরিষদ আসনে ঘাসফুল ফোটালেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিএমের ইমতিয়াজ হোসেনকে ৩০,৪৮৪ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ে মোটেও উচ্ছ্বসিত নন তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। তিনি বলেন, ‘এই জয় আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। জনগণের জন্য আরও অনেক বেশি কাজ করতে হবে আমাকে।’  তবে জয়ের কৃতিত্ব তাঁর নন বলে অকপটে স্বীকার করলেন তিনি। পুরো কৃতিত্বই দিতে চান দল নেত্রী…

The post দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব, জয়ের পর বললেন ফারহাদ first appeared on Banglar Janarob.]]>
শেখ মিজানুর রহমানঃ

দল আস্থা রেখেছিল তাঁর উপর। সেই আস্থার যথাযথ মর্যাদা রাখলেন শিক্ষক নেতা একেএম ফারহাদ। দীর্ঘ চল্লিশ বছরের বাম দুর্গ চূর্ণ করে উত্তর ২৪ পরগনার ৩৬ নম্বর জেলা পরিষদ আসনে ঘাসফুল ফোটালেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিএমের ইমতিয়াজ হোসেনকে ৩০,৪৮৪ বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ে মোটেও উচ্ছ্বসিত নন তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। তিনি বলেন, ‘এই জয় আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। জনগণের জন্য আরও অনেক বেশি কাজ করতে হবে আমাকে।’  তবে জয়ের কৃতিত্ব তাঁর নন বলে অকপটে স্বীকার করলেন তিনি। পুরো কৃতিত্বই দিতে চান দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,  তাঁর রাজনৈতিক ‘গুরু’ তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্থানীয় মানুষকে। এই এই জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, ‘আমি দলের অনুগত সৈনিক হয়েই কাজ করতে চাই। তাই দল যে দায়িত্ব দেবে আমি তা পালন করতে রাজি আছি।’

দেগঙ্গায় ৩৬ নম্বর জেলা পরিষদ আসনে ৪০ বছরের বাম দুর্গ সহজে চূর্ণ হয়ে কিভাবে ঘাসফুল ফুটল?- সেই রহস্য সম্পর্কে জানাতে গিয়ে ফারহাদ বলেন, কন্যাশ্রী, রূপশ্রী সবুজ সাথী, খাদ্যসাথী সহ নানান সরকারি প্রকল্পের সুবিধা  ও রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, সেই বার্তা প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে এলাকায় উন্নয়নের আগামিদিনের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছি। মানুষ আমাদের কথা বিশ্বাস করেছেন। সেই বিশ্বাস থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ‘জোড়া ফুলে’ ভোট দিয়েছেন।

এলাকার জনপ্রতিনিধি হিসাবে সুখ, দুঃখে সবসময় দেগঙ্গার মানুষের পাশে তিনি থাকবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা। সেইসঙ্গে তিনি বলেন, এই জেলাপরিষদ অাসনটিতে দীর্ঘদিন ধরে বামেরা ক্ষমতায় ছিল। কিন্তু উন্নয়নমূলক কোন কাজই করেনি তারা। তাই এলাকার রাস্তাঘাট, পানীয়জল, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলোকে চিহ্নিত করে তা দ্রুত সমাধান করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে যাতে এলাকার উপযুক্ত কোনও মানুষ বঞ্চিত না হন, সেদিকেও তিনি নজর দেবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক দিক তুলে ধরে তিনি বলেন, দলের একজন অনুগত সৈনিক হিসেবে সারা জীবন কাজ করতে চান তিনি। তাই দল তাঁকে যে দায়িত্ব দিক না কেন, তা যথাযথভাবে পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষক নেতা একেএম ফারহাদ।

দীর্ঘদিন ধরে রাজ্য হাজ কমিটি ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন শিক্ষক নেতা একেএম ফারহাদ। তৃণমূল কংগ্রেস প্রভাবিত মাদ্রাসা শিক্ষকদের সংগঠনের রাজ্য সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। তবে জনপ্রতিনিধি হিসেবে এবারই প্রথম কাজ করার সুযোগ হয়েছে ফারহাদের। তাই দল তাঁকে অন্য কোনও দায়িত্ব দেয় কিনা, কিংবা ফারহাদ সাহেব  একজন জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব কতটা পালন করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

 

The post দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব, জয়ের পর বললেন ফারহাদ first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1549/feed 0
ফুলবাড়ির দুটি বুথে পুনর্নির্বাচন রবিবার https://banglarjanarob.com/1536 https://banglarjanarob.com/1536#respond Fri, 18 May 2018 10:53:30 +0000 https://banglarjanarob.com/?p=1536 নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলবাড়ি গ্রামপঞ্চায়েতের দুটি বুথে আগামী রবিবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। কেবল মাত্র ফুলবাড়ির ১৮৯/১ ও ১৮৯/২ এই দুটি বুথে পুনর্নির্বাচনের জন্য আজ দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার একে সিংহ। নির্বাচনের ফল ঘোষণা করা হবে পরের দিন অর্থাৎ সোমবার। উল্লেখ্য, গতকাল পঞ্চায়েত ভোট গণনায় ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ডলি সূত্রধর অভিযোগ করেন, তিনি ২০টি ভোটে জিতেছিলেন বলে দাবি বিজেপির। তাঁদের অভিযোগ, একথা জানার পর তাঁর এজেন্ট ভবানন্দ সাহাকে মারধর করা হয় শাসকদল আশ্রীত দুষ্কৃতীরা। এর পরই তৃণমূল কর্মীরা ব্যালট ছিনতাই করে বলে অভিযোগ। এরপর স্থগিত হয়ে যায়…

The post ফুলবাড়ির দুটি বুথে পুনর্নির্বাচন রবিবার first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলবাড়ি গ্রামপঞ্চায়েতের দুটি বুথে আগামী রবিবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। কেবল মাত্র ফুলবাড়ির ১৮৯/১ ও ১৮৯/২ এই দুটি বুথে পুনর্নির্বাচনের জন্য আজ দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার একে সিংহ। নির্বাচনের ফল ঘোষণা করা হবে পরের দিন অর্থাৎ সোমবার।

উল্লেখ্য, গতকাল পঞ্চায়েত ভোট গণনায় ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ডলি সূত্রধর অভিযোগ করেন, তিনি ২০টি ভোটে জিতেছিলেন বলে দাবি বিজেপির। তাঁদের অভিযোগ, একথা জানার পর তাঁর এজেন্ট ভবানন্দ সাহাকে মারধর করা হয় শাসকদল আশ্রীত দুষ্কৃতীরা। এর পরই তৃণমূল কর্মীরা ব্যালট ছিনতাই করে বলে অভিযোগ। এরপর স্থগিত হয়ে যায় ভোটগণনা। বিজেপি প্রার্থীর এই অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

The post ফুলবাড়ির দুটি বুথে পুনর্নির্বাচন রবিবার first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1536/feed 0
দিনহাটায় শাসকদলের প্রাপ্তি শূন্য, দাপট দেখাল নির্দল প্রার্থীরা https://banglarjanarob.com/1522 https://banglarjanarob.com/1522#respond Thu, 17 May 2018 17:08:32 +0000 https://banglarjanarob.com/?p=1522 নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রার্থীরা যখন রাজ্যজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে, ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কোচবিহারের দিনহাটায়। দিনহাটা ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৬ টি। এর মধ্যে ১২ টিতেই ইতি মধ্যেই জয় হাসিল করেছে নির্দল প্রার্থীরা। বাকি চারটি আসনেও এগিয়ে রয়েছে নির্দল। অর্থাৎ এই ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতেই জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে নির্দল প্রার্থীরা। যা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্থানীয় সূত্রে খবর, এই নির্দল প্রার্থীরা আসলে বিক্ষুব্ধ তৃণমূল। দলের টিকিট না পেয়েই এরা নির্দল থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। শুধু দিনহাটাই…

The post দিনহাটায় শাসকদলের প্রাপ্তি শূন্য, দাপট দেখাল নির্দল প্রার্থীরা first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রার্থীরা যখন রাজ্যজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে, ঠিক তার উল্টো চিত্র দেখা গেল কোচবিহারের দিনহাটায়। দিনহাটা ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৬ টি। এর মধ্যে ১২ টিতেই ইতি মধ্যেই জয় হাসিল করেছে নির্দল প্রার্থীরা। বাকি চারটি আসনেও এগিয়ে রয়েছে নির্দল। অর্থাৎ এই ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতেই জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে নির্দল প্রার্থীরা। যা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। স্থানীয় সূত্রে খবর, এই নির্দল প্রার্থীরা আসলে বিক্ষুব্ধ তৃণমূল। দলের টিকিট না পেয়েই এরা নির্দল থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। শুধু দিনহাটাই নয়, রাজ্যের অনেক জায়গাতেই নির্দল প্রার্থীরা শাসক দলকে পরাজিত করে জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শাসক দল নির্দলের জয়ী প্রার্থীদের এড়িয়ে গেলে কিংবা বিক্ষুুুুব্ধ তৃৃণমূূূল কংগ্রেসেরর সঙ্গে কোনও রকমের সমাধান সূত্র বার না করলে আগামী লোকসভা নির্বাচনে ঘোর রাজ্যজুড়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হবেশাসকদলকে। এমনকি কোনও কোনও লোকসভা আসন শাসকদলের হাতছাড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে শাসকদলের।

উল্লেখ্য, দিনহাটা বামেদের গড় বলেই দীর্ঘদিন ধরেই পরিচিত ছিল। ২০১৬ সালে ফরওয়ার্ড ব্লকের নেতা উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। ওই বছর বিধানসভা নির্বাচনে উদয়নকে টিকিটও দেয় তৃণমূল কংগ্রেস। এর পর থেকেই শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। দিনের পর দিন গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়তে থাকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসরা নির্দল থেকে নাম দেয়। তারাই এবারে জয় হাসিল করেছে।

 

 

The post দিনহাটায় শাসকদলের প্রাপ্তি শূন্য, দাপট দেখাল নির্দল প্রার্থীরা first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1522/feed 0
পুরুলিয়ায় পদ্মের দাপটে কাত ঘাসফুল, ৫ টি পঞ্চায়েত সমিতিতে শাসক দলকে হারিয়ে জয়ী হচ্ছে বিজেপি https://banglarjanarob.com/1518 https://banglarjanarob.com/1518#respond Thu, 17 May 2018 15:25:55 +0000 https://banglarjanarob.com/?p=1518 নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রায় সব রাজ্যের পর কি এবার বাংলাতেও মোদি ম্যাজিক দেখা যাবে? পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অন্তত পক্ষে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের প্রায় সব জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও বেশ কিছু জায়গায় শক্ত আঁচড় কেটেছে পদ্মফুল শিবির। তার মধ্যে অন্যতম হল পুরুলিয়া জেলা। এখানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে ভালো ফল করেছে বিজেপি। জঙ্গলমহলের এই জেলায় আবার তৃণমূল কংগ্রেস কে হারিয়ে পাঁচটি পঞ্চায়েত সমিতি দখল করে নিয়েছে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জেলর আড়শা, রঘুনাথপুর১, রঘুনাথপুর ২, বাঘমুন্ডি, বড়বাজারে বড়সড় বিপর্যয়ের মুখে শাসক দল। এই পাঁচটি জেলা…

The post পুরুলিয়ায় পদ্মের দাপটে কাত ঘাসফুল, ৫ টি পঞ্চায়েত সমিতিতে শাসক দলকে হারিয়ে জয়ী হচ্ছে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রায় সব রাজ্যের পর কি এবার বাংলাতেও মোদি ম্যাজিক দেখা যাবে? পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অন্তত পক্ষে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের প্রায় সব জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও বেশ কিছু জায়গায় শক্ত আঁচড় কেটেছে পদ্মফুল শিবির। তার মধ্যে অন্যতম হল পুরুলিয়া জেলা। এখানে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে ভালো ফল করেছে বিজেপি। জঙ্গলমহলের এই জেলায় আবার তৃণমূল কংগ্রেস কে হারিয়ে পাঁচটি পঞ্চায়েত সমিতি দখল করে নিয়েছে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জেলর আড়শা, রঘুনাথপুর১, রঘুনাথপুর ২, বাঘমুন্ডি, বড়বাজারে বড়সড় বিপর্যয়ের মুখে শাসক দল। এই পাঁচটি জেলা পরিষদ আসনেই জয়ের দোরগড়ায় রয়েছে পদ্ম শিবির। জেলায় ইন্দ্রপতনের মধ্যে রয়েছেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলে সুদীপ মাহাতো। বলরামপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি ছিলেন তিনি। তিনিও এবার পরাজয়ের মুখে দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গল মহলে বজরং দলের বাড়বাড়ন্তই চাপে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। মূলত হিন্দুত্বের জিগির তুলেই এখানে জয় পেয়েছে বিজেপি। তবে পঞ্চায়েত নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, আগামী লোকসভা নির্বাচনে এই জেলায় যে শাসক দল যথেষ্টই চাপে থাকবে তা বলার অপেক্ষা রাখেনা।

 

 

The post পুরুলিয়ায় পদ্মের দাপটে কাত ঘাসফুল, ৫ টি পঞ্চায়েত সমিতিতে শাসক দলকে হারিয়ে জয়ী হচ্ছে বিজেপি first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1518/feed 0
জেলে বসেই পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জয়ী আরাবুল https://banglarjanarob.com/1512 https://banglarjanarob.com/1512#respond Thu, 17 May 2018 12:16:02 +0000 https://banglarjanarob.com/?p=1512 নিজস্ব প্রতিনিধিঃ আরাবুল ক্যারিশমা অব্যাহত। জেলে বসেই ভাঙ্গড়ের মাছিভাঙা পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমি রক্ষা কমিটির সেখখ শরিফুল ইসলামকে ২০০০ এরও বেশি ভোটে পরাজিত করেছেন। ভাঙ্গড়ের উত্তর গাজীপুর পঞ্চায়েত সমিতি থেকে জয়ী হয়েছেন আরাবুলের ছেলে হাকীমুল ইসলামও। নির্দল প্রার্থীর সমর্থনে একটি মিছিলে গুলি চালানোর অভিযোগে আপাতত জেলে রয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা। নির্বাচনের আগেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ পঞ্চায়েত নির্বাচন গণনা শুরুর প্রথম থেকেই তিনি বিপুল ভোটে এগিয়ে ছিলেন। পরে জয়ের ব্যবধান আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০০০…

The post জেলে বসেই পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জয়ী আরাবুল first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ আরাবুল ক্যারিশমা অব্যাহত। জেলে বসেই ভাঙ্গড়ের মাছিভাঙা পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমি রক্ষা কমিটির সেখখ শরিফুল ইসলামকে ২০০০ এরও বেশি ভোটে পরাজিত করেছেন। ভাঙ্গড়ের উত্তর গাজীপুর পঞ্চায়েত সমিতি থেকে জয়ী হয়েছেন আরাবুলের ছেলে হাকীমুল ইসলামও।

নির্দল প্রার্থীর সমর্থনে একটি মিছিলে গুলি চালানোর অভিযোগে আপাতত জেলে রয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা। নির্বাচনের আগেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ পঞ্চায়েত নির্বাচন গণনা শুরুর প্রথম থেকেই তিনি বিপুল ভোটে এগিয়ে ছিলেন। পরে জয়ের ব্যবধান আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০০০ এরও বেশি ভোটে জয়ী হন তিনি।

গত ১১ মে ভাঙড়ে নির্দল প্রার্থী মিছিলে আরাবুলের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থক। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরাবুলকে গ্রেপ্তার করেছিল বারইপুর জেলা পুলিশ। বারইপুর আদালতের নির্দেশে আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

The post জেলে বসেই পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জয়ী আরাবুল first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1512/feed 0
রাজ্যজুড়ে সবুজ ঝড় বইলেও শাসক দলের কাঁটা ভাঙড় https://banglarjanarob.com/1500 https://banglarjanarob.com/1500#respond Thu, 17 May 2018 10:39:57 +0000 https://banglarjanarob.com/?p=1500 নিজস্ব প্রতিনিধিঃ বেলা গড়াতেই প্রত্যাশামতো রাজ্যের সব জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ রাজ্যের সবকটি জেলাতেই প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু তৃণমূূূল কংগ্রেসের এই বিপুল জয়ের মধ্যেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভাঙড়ে নির্দল প্রার্থীদের জয়। সেখানে একাধিক আসনে জয়ী হয়েছে জমি রক্ষা কমিটি। এরা প্রত্যেকেই নির্দল থেকে পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন। তবে শাসক দলের ক্যাডারদের তান্ডবে প্রথমে এরা কেউই মনোনয়ন জমা দিতে পারেনি। শেষ পর্যন্ত মোট ৮ জন প্রার্থী ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত থেকে ও একজন প্রার্থী মাছিভাঙা…

The post রাজ্যজুড়ে সবুজ ঝড় বইলেও শাসক দলের কাঁটা ভাঙড় first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ বেলা গড়াতেই প্রত্যাশামতো রাজ্যের সব জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ রাজ্যের সবকটি জেলাতেই প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু তৃণমূূূল কংগ্রেসের এই বিপুল জয়ের মধ্যেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভাঙড়ে নির্দল প্রার্থীদের জয়। সেখানে একাধিক আসনে জয়ী হয়েছে জমি রক্ষা কমিটি।

এরা প্রত্যেকেই নির্দল থেকে পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন। তবে শাসক দলের ক্যাডারদের তান্ডবে প্রথমে এরা কেউই মনোনয়ন জমা দিতে পারেনি। শেষ পর্যন্ত মোট ৮ জন প্রার্থী ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত থেকে ও একজন প্রার্থী মাছিভাঙা পঞ্চায়েত সমিতি থেকে অনলাইনে মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে নির্বাচন কমিশন তা গ্রহণ না করলেও পরে হাইকোর্টের নির্দেশে সেই সব মনোনয়ন গ্রহণ করতে বাধ্য হয়েছিল কমিশন। এদের মধ্যে ৬ জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী জয়ী হয়েছেন। তবে ভাঙড়ের মাছিভাঙা পঞ্চায়েত সমিতিতে জমি রক্ষা কমিটির প্রার্থী সেখ শরিফুল ইসলাম স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের কাছে প্রায় ২০০০ ভোটে পরাজিত হয়েছেন।

ভাঙড়ের এই রায়ে স্পষ্ট সরকার সেখানে জমি অধিগ্রহণ করে যে পাওয়ারগ্রিড তৈরির চেষ্টা করছে, তাতে সন্তুষ্ট নন এলাকার মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার রাজ্য জয়ের অহংকারে যদি ভাঙড়ে জোর করে পাওয়ারগ্রিড তৈরির চেষ্টা করে, তাহলে আগামীদিনে হয়তো বিপদের সম্মুখীন হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। কারণ সেক্ষেত্রে ভাঙড়ই হবে দ্বিতীয় নন্দীগ্রাম।

The post রাজ্যজুড়ে সবুজ ঝড় বইলেও শাসক দলের কাঁটা ভাঙড় first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1500/feed 0
রাত পোহালেই জানা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফল https://banglarjanarob.com/1467 https://banglarjanarob.com/1467#respond Wed, 16 May 2018 12:20:38 +0000 https://banglarjanarob.com/?p=1467 নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই কড়া নিরাপত্তায় শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের গণনা। সেই সঙ্গে নির্বাচনের ফলাফলও জানা যাবে আগামীকালই। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৩০ টি কেন্দ্রে ভোট গণনা চলবে। এই উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় স্ট্রংরুমগুলি খুলে দেওয়া হবে। নির্ধারিত সময় সকাল আটটায় গননা শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা জারি। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ২০ টি করে টেবিল। থাকছে ভিডিওগ্রাফির ব্যবস্থাও। নিয়ম অনুযায়ী আগে গ্রাম পঞ্চায়েতের ভোট গননা হবে। তারপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা শুরু হবে। সকাল ৯ টা…

The post রাত পোহালেই জানা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফল first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই কড়া নিরাপত্তায় শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের গণনা। সেই সঙ্গে নির্বাচনের ফলাফলও জানা যাবে আগামীকালই। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৩০ টি কেন্দ্রে ভোট গণনা চলবে। এই উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় স্ট্রংরুমগুলি খুলে দেওয়া হবে। নির্ধারিত সময় সকাল আটটায় গননা শুরু হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে থাকছে ১৪৪ ধারা জারি। প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ২০ টি করে টেবিল। থাকছে ভিডিওগ্রাফির ব্যবস্থাও। নিয়ম অনুযায়ী আগে গ্রাম পঞ্চায়েতের ভোট গননা হবে। তারপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা শুরু হবে। সকাল ৯ টা থেকেই ফলাফল জানা যাবে।দুপুর ২ টোর মধ্যেই গ্রাম পঞ্চায়েতের ফল স্পষ্ট হয়ে যাবে। এছাড়া ভোট গণনাকে কেন্দ্র করে বুধবার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশনার একে সিং। কমিশনের তরফে জানানো হয়েছে, অবজারভার রিটার্নিং অফিসার ছাড়া কেউই গণনা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেননা। গণনা চলাকালীন বিজয় মিছিল করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মাকে এই নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার।

The post রাত পোহালেই জানা যাবে পঞ্চায়েত নির্বাচনের ফল first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1467/feed 0
৫৭৩ টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন https://banglarjanarob.com/1443 https://banglarjanarob.com/1443#respond Tue, 15 May 2018 14:25:18 +0000 https://banglarjanarob.com/?p=1443 নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে। সেই সব হিংসা ও অশান্তির অভিযোগের ভিত্তিতে প্রায় এক হাজার বুথে পুনর্নির্বাচনের সুপারিশ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে ৫৭৩ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল, বুধবার সকাল ৭ টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। তবে জেলা শাসকদের কাছ থেকে পাওয়া রিপর্ট খতিয়ে দেখার কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন। সূত্রে খবর, সর্বোচ্চ ৫৮৭ টি কেন্দ্রে পুনর্নির্বাচন হতে পারে। আর কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে, রিপোর্ট খতিয়ে দেখে…

The post ৫৭৩ টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন first appeared on Banglar Janarob.]]>
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে। সেই সব হিংসা ও অশান্তির অভিযোগের ভিত্তিতে প্রায় এক হাজার বুথে পুনর্নির্বাচনের সুপারিশ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে ৫৭৩ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল, বুধবার সকাল ৭ টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। চলবে বিকাল ৫ টা পর্যন্ত। তবে জেলা শাসকদের কাছ থেকে পাওয়া রিপর্ট খতিয়ে দেখার কাজ এখনও শেষ করতে পারেনি কমিশন। সূত্রে খবর, সর্বোচ্চ ৫৮৭ টি কেন্দ্রে পুনর্নির্বাচন হতে পারে। আর কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে, রিপোর্ট খতিয়ে দেখে তা সিদ্ধান্ত নেবে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, হুগলিতে ১০, পশ্চিম মেদিনীপুরের ২৮, জলপাইগুড়ি ৫, কোচবিহার ৫২, মুর্শিদাবাদ ৬৩, পুরুলিয়া ৭, নদীয়া ৬০, দক্ষিন দিনাজপুরে ৩৫, পশ্চিম বর্ধমান ৩, দক্ষিণ ২৪ পরগনা ২৬,উত্তর ২৪ পরগনা ৫৯, মালদা ৫৫, বীরভূম ৬, বাঁকুড়া ৫, উত্তর দিনাজপুর ৭৩, পূর্ব মেদিনীপুর ২৩, আলিপুর দুয়ার ২, হাওড়া ৩৮, পূর্ব বর্ধমানে ১৮ টি বুথে পুনর্নির্বাচন হবে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজ্যের বিভিন্নপ্রান্তে হিংসার বলি হয়েছে ২০ জন। কোথাও জ্যান্ত পুড়িয়ে মারা কিংবা কোথাও গুলি, বোমায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া কোথাও ব্যালট বাক্স পুড়িয়ে ফেলা কিংবা কোথাও বা ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া, কোথাও আবার বুথ দখল করে ব্যাপক রিগিং ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল। যার মধ্যে অধিকাংশ অভিযোগই ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই সব অভিযোগের অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। সেগুলি খতিয়ে দেখেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

The post ৫৭৩ টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন first appeared on Banglar Janarob.]]>
https://banglarjanarob.com/1443/feed 0