জীবিকার খোঁজখবর | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Mon, 10 Oct 2022 05:34:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg জীবিকার খোঁজখবর | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 প্রাইমারি টেট : কিভাবে প্রস্তুত নিলে সফল হবেন?/১ https://banglarjanarob.com/61414 Mon, 10 Oct 2022 05:27:33 +0000 https://banglarjanarob.com/?p=61414 সেখ ইবাদুল ইসলাম: আগামী ১৪ ই অক্টোবর থেকে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ শুরু হবে। এর আগের দিন আমরা বলেছিলাম কিভাবে ফরম ফিলাপ করবেন এবং ফরম ফিলাপ করার সময় কি কি জিনিস হাতের কাছে রাখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগের লেখাতে। আগ্রহীরা বাংলার জনরবের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি সার্চ করে নিতে পারেন। আজকের আলোচনার বিষয়ে বলবো, প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হবে। মনে রাখতে হবে বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নেওয়া হয়নি। চাকরির পরীক্ষা হয়নি, শিক্ষকতার পরীক্ষা হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল তা আসলে ২০১৭ সালে…

The post প্রাইমারি টেট : কিভাবে প্রস্তুত নিলে সফল হবেন?/১ first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম: আগামী ১৪ ই অক্টোবর থেকে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ শুরু হবে। এর আগের দিন আমরা বলেছিলাম কিভাবে ফরম ফিলাপ করবেন এবং ফরম ফিলাপ করার সময় কি কি জিনিস হাতের কাছে রাখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগের লেখাতে। আগ্রহীরা বাংলার জনরবের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি সার্চ করে নিতে পারেন।

আজকের আলোচনার বিষয়ে বলবো, প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হবে। মনে রাখতে হবে বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নেওয়া হয়নি। চাকরির পরীক্ষা হয়নি, শিক্ষকতার পরীক্ষা হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছিল তা আসলে ২০১৭ সালে টেট পরীক্ষার জন্য ফরম ফিলাপ হয়, সেই পরীক্ষা হয়েছিল গত বছর। অর্থাৎ ফরম ফিলাপ করে নতুন কোন পরীক্ষা প্রায় সময়ের বিচারে পাঁচ বছর পর হতে যাচ্ছে। সুতরাং এই পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ লক্ষ হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। আর পরীক্ষা খুব বেশি দেরি নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা মত আগামী ১১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। সুতরাং অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। তাই আর অযথা সময় নষ্ট না করে এখন থেকে এই প্রস্তুতি নেয়া প্রয়োজন।

যারা বিএড কিংবা ডি এড করেছেন তাদের কাছে এই সংক্রান্ত প্রশ্নাবলী খুব একটা কঠিন হবে না। তাই আমার একান্ত অনুরোধ আপনারা বিএড বা বিএড এর সিলেবাসের শিশু মনস্তত্রের বিষয়টি মনোযোগ দিয়ে পড়বেন। একই সঙ্গে লেসন প্ল্যান কিভাবে করতে হয় সেই বিষয়টিও একটু ঝালিয়ে নেবেন। এরপর রয়েছে বাংলা ইংরেজি বিষয়। যাদের মাতৃভাষা বাংলা এবং যারা বাংলাকে প্রথম ভাষা হিসেবে চয়েস করেছেন তাদেরকে বলব বাংলা ব্যাকরণ টা খুব ভালো করে পড়তে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল স্তরে যে ব্যাকরণ বই রয়েছে তা ভালো করে অধ্যায়ন করলেই আশা করি বাংলা থেকে যে প্রশ্ন আসবে তার সব উত্তর দেয়া সম্ভব হবে।

ইংরেজি ভাষাতেও আমাদের পরামর্শ হলো গ্রামার বিষয়ে গ্রামার পার্টটাকে খুব ভালো করে পড়তে হবে। কারণ এই গ্রামার থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো হবে সবই mcq টাইপের তাতে সমস্যা হওয়ার কথা নয়।

আজ আমরা সিলেবাসের বিষয়টি নিয়ে আলোচনা করলাম আগামী রবিবার প্রাইমারি টেটের সিলেবাসের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের পাশে বাংলার জনরব সব সময় থাকবে এই প্রতিশ্রুতি আমরা দিলাম।

(এই সিলেবাস টা হল ২০১৭ সালে টেট পরীক্ষার জন্য যে ফরম ফিলাপ হয়েছিল সেই সময়ের সিলেবাস। মনে করা হচ্ছে এটাকেই অনুসরণ করবে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর মধ্যে কোন পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই এই সিলেবাসটা ফলো করলে এবং ভালোভাবে আত্মস্থ করতে পারলে সাফল্য নিশ্চিত পাবেন বলে আমাদের বিশ্বাস)

 

The post প্রাইমারি টেট : কিভাবে প্রস্তুত নিলে সফল হবেন?/১ first appeared on Banglar Janarob.]]>
প্রাথমিক টেট : ফর্ম ফিলাপ থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের পাশে বাংলার জনরব https://banglarjanarob.com/61320 Sat, 08 Oct 2022 07:25:08 +0000 https://banglarjanarob.com/?p=61320 সেখ ইবাদুল ইসলাম : আগামী ১৪ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হবে । এ বিষয়ে বাংলার জনরব এর পরামর্শ ফর্ম ফিলাপ করার আগে মন দিয়ে নির্দেশিকাগুলো পড়বেন । তারপর নির্দেশ মতো ফর্ম ফিলাপ শুরু করবেন । হাতের কাছে প্রয়োজনীয় সব কিছু মজুত রাখবেন । বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র গুলি নিয়ে বসবেন ফর্ম ফিলাপ করতে । সঠিক বানান লিখবেন ফর্মে । সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন । তারপর সব কিছু ঠিকঠাক মিলিয়ে নেওয়ার পর সাবমিট করবেন । মনে রাখবেন একটি তথ্য…

The post প্রাথমিক টেট : ফর্ম ফিলাপ থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের পাশে বাংলার জনরব first appeared on Banglar Janarob.]]>
সেখ ইবাদুল ইসলাম : আগামী ১৪ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হবে । এ বিষয়ে বাংলার জনরব এর পরামর্শ ফর্ম ফিলাপ করার আগে মন দিয়ে নির্দেশিকাগুলো পড়বেন । তারপর নির্দেশ মতো ফর্ম ফিলাপ শুরু করবেন । হাতের কাছে প্রয়োজনীয় সব কিছু মজুত রাখবেন । বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র গুলি নিয়ে বসবেন ফর্ম ফিলাপ করতে । সঠিক বানান লিখবেন ফর্মে । সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন । তারপর সব কিছু ঠিকঠাক মিলিয়ে নেওয়ার পর সাবমিট করবেন । মনে রাখবেন একটি তথ্য ভুল হয়ে গেলে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে । শুধু তাই নয় শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সর্তক হতে হবে ।

প্রথমেই ভালো করে ফর্ম ফিলাপ করুন । তারপর পড়াশোনা শুরু করুন । আমরা বাংলার জনরব এর পক্ষ থেকে সব রকম সাহায্য সহযোগিতার অঙ্গিকার করছি । পাঠকদের ফর্ম ফিলাপ করতে কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন । আমরা সহযোগিত করব । ফর্ম ফিলাপ ভালভাবে হয়ে যা্বার এবার কিভাবে পড়াশোনা করলে সাফল্য পাবেন তা আমরা সঠিকভাবে পরামর্শ দিতে থাকবো পরীক্ষা হওয়া পর্যন্ত । আমাদের কাছে প্রাইমারি টেটের যে সিলেবাস আছে তা ধরে আমরা এর সাফল্য পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবো ।

কারণ এটা মনে রাখা জরুরি যে, পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক হবে । টেট পাশও করবে অনেক । সাফল্য পেতে হলে কম করে ৯০-৯৫ শতাংশ নম্বর পাওয়াটা জরুরি বলে আমাদের মনে হয়েছে । তাই প্রতিযোগিতা তীব্র । এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে । আমরা বাংলার জনরব -এর পক্ষ থেকে আপনাদের পাশে থাকার অঙ্গিকার করছি ।

The post প্রাথমিক টেট : ফর্ম ফিলাপ থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের পাশে বাংলার জনরব first appeared on Banglar Janarob.]]>
Librarian Post : সরকার অনুমোদিত লাইব্রেরীগুলোতে দ্রুত নিয়োগ হতে চলেছে লাইব্রেরিয়ান, কিভাবে এই পদে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? কোন জেলায় কত শূন্য পদ? জানতে হলে ক্লিক করুন, ২৫ শে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে https://banglarjanarob.com/55593 Sat, 07 May 2022 06:47:34 +0000 https://banglarjanarob.com/?p=55593 বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে মমতা সরকার। রাজ্য সরকার অনুমোদিত সরকারি লাইব্রেরী গুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হচ্ছে। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। জানা গেছে আগামী ২৫ শে জুলাই এর মধ্যে এই রাজ্যে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসলে রাজ্যের সরকার অনুমোদিত লাইব্রেরীগুলো কর্মীর অভাবে বন্ধের মুখে। কর্মীসংখ্যা ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে এ নিয়ে সাধারণ গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতি দাবি জানিয়ে আসছিল। কার্যত এই সংগঠনের দাবির কাছে শেষ পর্যন্ত সরকার মেনে নিতে বাধ্য হল…

The post Librarian Post : সরকার অনুমোদিত লাইব্রেরীগুলোতে দ্রুত নিয়োগ হতে চলেছে লাইব্রেরিয়ান, কিভাবে এই পদে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? কোন জেলায় কত শূন্য পদ? জানতে হলে ক্লিক করুন, ২৫ শে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে মমতা সরকার। রাজ্য সরকার অনুমোদিত সরকারি লাইব্রেরী গুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হচ্ছে। এ বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। জানা গেছে আগামী ২৫ শে জুলাই এর মধ্যে এই রাজ্যে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসলে রাজ্যের সরকার অনুমোদিত লাইব্রেরীগুলো কর্মীর অভাবে বন্ধের মুখে। কর্মীসংখ্যা ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে এ নিয়ে সাধারণ গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতি দাবি জানিয়ে আসছিল। কার্যত এই সংগঠনের দাবির কাছে শেষ পর্যন্ত সরকার মেনে নিতে বাধ্য হল কর্মী নিয়োগ করতে। সূত্রের খবর কর্মী নিয়োগ প্রক্রিয়া পুরোটাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। জেলাশাসক এর নেতৃত্বে কমিটি তৈরি হবে সেই কমিটি নিয়োগ প্রক্রিয়া দেখভাল করবে। নিয়োগের স্বচ্ছতা রক্ষা করার জন্য জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনশিক্ষা প্রসার ও লাইব্রেরি সার্ভিসেস দপ্তরের পক্ষে নিযুক্তি সংক্রান্ত নির্দেশনামা বৃহস্পতিবারই জেলাশাসকদের পাঠানো হয়েছে। আগামী ১০ মে’র মধ্যে নিয়োগ কমিটি গঠন করতে হবে বলে বলা হয়েছে। সেই সিলেকশন কমিটি গড়বে লোকাল লাইব্রেরি অথরিটি। এই অথরিটির শীর্ষে থাকেন জেলাশাসক। মেম্বার সেক্রেটারি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। লাইব্রেরি সায়েন্সে উত্তীর্ণ আবেদনকারীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও নাম চেয়ে পাঠানো হবে। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে নবান্ন থেকে।

চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দেওয়া হবে ১৭ মে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম গ্রহণের শেষ তারিখ ১০ জুন। ওইদিনই অনলাইন আবেদন জমা করার শেষ দিন। ইন্টারভিউ হবে ১৪ থেকে ১৮ জুলাই। আর তালিকা চূড়ান্ত হবে ২৫ জুলাই। শূন্যপদের তুলনায় অতিরিক্ত বেশি সংখ্যায় আবেদন এলে যত বেশি সংখ্যায় সম্ভব আবেদনকারীদের ইন্টারভিউয়ে ডাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ে কম্পিউটার ও বাংলার জ্ঞান যাচাই করা হবে। ফাইনাল প্যানেল এক বছরের জন্য গ্রাহ্য হবে। প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর গ্রামীণ লাইব্রেরির অন্তর্গত টাউন ও ব্লক লাইব্রেরিতে স্থায়ীপদে চাকরির দায়িত্ব নেবেন বাছাইরা।

জেলাওয়াড়ি হিসাবে সব থেকে বেশি নিয়োগ হবে উত্তর ২৪ পরগনায়, ৬০। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫৫, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ৫২ জন করে নিয়োগের কথা। কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা ৪০। ২৩টি জেলার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে মোট নিযুক্তি হবে ৭৩৮। অন্য জেলার মধ্যে আলিপুরদুয়ারে ৬, বাঁকুড়ায় ৩১, বীরভূমে ৩৮, পশ্চিম বর্ধমানে ২৩, কোচবিহারে ৩৪, দক্ষিণ দিনাজপুরে ১৪, দার্জিলিংয়ে (জিটিএ) ২১, হাওড়ায় ৩৬, জলপাইগুড়িতে ১৮, ঝাড়গ্রামে ১৭, মালদহে ২৯, মুর্শিদাবাদে ৩৬, নদিয়ায় ৩৭, পশ্চিম মেদিনীপুরে ৪০, পূর্ব মেদিনীপুরে ৪৪, পুরুলিয়ায় ৩০ ও উত্তর দিনাজপুরে ১২টি শূন্যপদ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চার হাজারের বেশি শূন্যপদ বলে দাবি করেছিল বিভিন্ন সংগঠন। রাজ্যে ২৪৮০টি গ্রন্থাগারের মধ্যে হাজারখানেক লাইব্রেরি কর্মীর অভাবে ধুঁকছিল। অনেক ক্ষেত্রে গ্রন্থাগারকর্মীরাই লাইব্রেরিয়ানের কাজ সামলাচ্ছিলেন।

 

The post Librarian Post : সরকার অনুমোদিত লাইব্রেরীগুলোতে দ্রুত নিয়োগ হতে চলেছে লাইব্রেরিয়ান, কিভাবে এই পদে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? কোন জেলায় কত শূন্য পদ? জানতে হলে ক্লিক করুন, ২৫ শে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে first appeared on Banglar Janarob.]]>
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে অন-লাইনে আবেদন করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত https://banglarjanarob.com/7658 Sat, 08 Dec 2018 15:15:53 +0000 https://banglarjanarob.com/?p=7658 বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৯।স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অ্যাগ্রোমেট অবজারভার পদ গুলিতে কর্মী নিয়োগ করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে৷ আবেদনেকারীকে ফর্ম জমা দেওয়া সাথে ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদন করার জন্য লগ অন করতে হবে নিম্নোক্ত ওয়েবসাইটে- http://www.ubkv.ac.in  

The post উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে অন-লাইনে আবেদন করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৯।স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, অ্যাগ্রোমেট অবজারভার পদ গুলিতে কর্মী নিয়োগ করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।

এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে৷ আবেদনেকারীকে ফর্ম জমা দেওয়া সাথে ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদন করার জন্য লগ অন করতে হবে নিম্নোক্ত ওয়েবসাইটে-
http://www.ubkv.ac.in

 

The post উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে অন-লাইনে আবেদন করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত first appeared on Banglar Janarob.]]>