আন্তর্জাতিক | Banglar Janarob https://banglarjanarob.com নিরপেক্ষ নয়, ন্যায় ও সত্যের পক্ষে Fri, 26 Apr 2024 11:54:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://banglarjanarob.com/wp-content/uploads/2018/04/cropped-Head4-1-32x32.jpg আন্তর্জাতিক | Banglar Janarob https://banglarjanarob.com 32 32 প্রয়োজন হলে পরিষেবা বন্ধ করে দেব, তবু এনক্রিপশন ভাঙবো না দিল্লি হাইকোর্টে কেন এমন কথা বললেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ? https://banglarjanarob.com/78799 Fri, 26 Apr 2024 11:54:39 +0000 https://banglarjanarob.com/?p=78799 বাংলার জনরব ডেস্ক : প্রয়োজন হলে ভারত থেকে হোয়াটসঅ্যাপ কে গুটিয়ে নেওয়া হবে,তবুও ২০২১ এর তথ্যপ্রযুক্তি আইনের চারের দু ধারাকে কার্যকরী করবে না whatsapp। কারণ হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে দুই ব্যক্তির মধ্যে মেসেজ আদান-প্রদান কোনভাবেই অন্যের কাছে পৌঁছাবে না এবং অন্যের জানার বিষয় হবে না এমনকি whatsapp নিজেও জানতে পারবে না। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দায়বদ্ধ। আজ শুক্রবার দিল্লি হাইকোর্টে ভারতের তথ্যপ্রযুক্তি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ করেছিল সেই মামলার শুনানিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই দাবী জানান। আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিশ্বের কোন…

The post প্রয়োজন হলে পরিষেবা বন্ধ করে দেব, তবু এনক্রিপশন ভাঙবো না দিল্লি হাইকোর্টে কেন এমন কথা বললেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ? first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : প্রয়োজন হলে ভারত থেকে হোয়াটসঅ্যাপ কে গুটিয়ে নেওয়া হবে,তবুও ২০২১ এর তথ্যপ্রযুক্তি আইনের চারের দু ধারাকে কার্যকরী করবে না whatsapp। কারণ হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে দুই ব্যক্তির মধ্যে মেসেজ আদান-প্রদান কোনভাবেই অন্যের কাছে পৌঁছাবে না এবং অন্যের জানার বিষয় হবে না এমনকি whatsapp নিজেও জানতে পারবে না। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দায়বদ্ধ। আজ শুক্রবার দিল্লি হাইকোর্টে ভারতের তথ্যপ্রযুক্তি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ করেছিল সেই মামলার শুনানিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই দাবী জানান।

আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিশ্বের কোন দেশ কি আপনাদের কাছ থেকে কোন তথ্য নেয় না উত্তরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানান না আমেরিকা তো নেয় না ব্রাজিলের মতো দেশ আমাদের কাছ থেকে কোন তথ্য নেয় না।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে তথ্যপ্রযুক্তি আইন, ২০২১ ঘোষণা করে কেন্দ্র। বলা হয়েছিল ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিকে নয়া নিয়ম মেনে চলতে হবে। প্রয়োজনে চ্যাট অনুসরণ করে কোনও তথ্যের উৎস সন্ধান করতে হবে।

আর এপ্রসঙ্গেই এদিন হোয়াটসঅ্যাপ তথা মেটার আইনজীবী তেজস কারিয়া বলেন, মানুষ এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চায় কেননা এখানে সব সময় মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ মেসেজ যিনি পাঠাচ্ছেন ও যিনি রিসিভ করছেন, তাঁরা ছাড়া কেউই সেই মেসেজ পড়তে পারে না। এমনকী হোয়াটসঅ্যাপও নয়। তাঁকে বলতে শোনা যায়, ”একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা বলতে চাই, আমাদের যদি এনক্রিপশন ভাঙতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ ছেড়ে চলে যাবে।” পরে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই নিয়ম মানতে গেলে প্রতি বছর কোটি কোটি মেসেজ সংরক্ষণ করতে হবে। এ এমন এক চাহিদা, যা বিশ্বের কোনও দেশে লভ্য নয়। এবার তা করতে গেলে বছরের পর বছর ধরে কোটি কোটি মেসেজ সংরক্ষণ করেই যেতে হবে।

এর পর প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীৎ প্রীতম সিংহ অরোরার বেঞ্চ তাঁর কাছে জানতে চায়, ”বিশ্বে কোনও দেশই কি এই ধরনের তথ্য জানতে চায় না? এমনকী দক্ষিণ আমেরিকাতেও নয়?” জবাবে কারিয়া বলেন, ”না, এমনকী ব্রাজিলেও নয়।”

এদিকে আদালতকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, যদি ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন চালু না করা যায় তাহলে তদন্তকারী সংস্থাগুলির পক্ষে ফেক মেসেজের উৎস খুঁজে বের করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। ফলে সেই ধরনের মেসেজ অন্য প্ল্যাটফর্মেও ঘুরতে থাকবে। এতে সমাজের শান্তি ও শৃঙ্খলা ধ্বংস হবে।

The post প্রয়োজন হলে পরিষেবা বন্ধ করে দেব, তবু এনক্রিপশন ভাঙবো না দিল্লি হাইকোর্টে কেন এমন কথা বললেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ? first appeared on Banglar Janarob.]]>
ইসরায়েল ইরানে ড্রোন হামলা চালিয়েছে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয়েছে দাবি ইরানের https://banglarjanarob.com/78632 Fri, 19 Apr 2024 11:51:00 +0000 https://banglarjanarob.com/?p=78632 ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে তবে ক্ষেপণাস্ত হামলা নয় ড্রোন হামলা। ইরানের সরকারি গণমাধ্যম আজ শুক্রবার সকালে বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলে ইরানের হামলার কয়েক দিন পরই পাল্টা হিসেবে এ হামলা করেছে বলে সূত্রের খবর। তবে এই হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফারস বলেছে, মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনাঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে,…

The post ইসরায়েল ইরানে ড্রোন হামলা চালিয়েছে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয়েছে দাবি ইরানের first appeared on Banglar Janarob.]]>
ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে তবে ক্ষেপণাস্ত হামলা নয় ড্রোন হামলা। ইরানের সরকারি গণমাধ্যম আজ শুক্রবার সকালে বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলে ইরানের হামলার কয়েক দিন পরই পাল্টা হিসেবে এ হামলা করেছে বলে সূত্রের খবর। তবে এই হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফারস বলেছে, মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনাঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মধ্যরাতের একটু পরেই ‘ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশ নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করা হয়। আর এর ফলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়।’

টেলিভিশনে বলা হয়, ইস্পাহানের অবস্থা এখন স্বাভাবিক। আর স্থলভাগে হামলার কোনো ঘটনা ঘটেনি।ইরানের এ ভাষ্য নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য তাঁরা দেননি। আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা-ও জানাননি। কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে।

বিশ্লেষক এবং পর্যবেক্ষকেরা মনে করছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকের হামলার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের ভূখণ্ডে কোনো হামলা হলে এর ‘চরম জবাব’ দেবে তাঁর দেশ।

The post ইসরায়েল ইরানে ড্রোন হামলা চালিয়েছে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয়েছে দাবি ইরানের first appeared on Banglar Janarob.]]>
ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরাইল দাবি আমেরিকার https://banglarjanarob.com/78528 Sun, 14 Apr 2024 09:00:28 +0000 https://banglarjanarob.com/?p=78528 বাংলার জনরব ডেস্ক : ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরাইল বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ইসরাইল সূত্রে জানা গেছে অধিকাংশ ড্রোন আকাশে নিষ্ক্রিয় করে দেয়া হলেও বেশ কয়েকটি ড্রোন ইসরাইলের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। শনিবার ইসরাইলের ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় ৩০০টি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বলা হচ্ছিল, ড্রোনগুলি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে কয়েক ঘণ্টা সময় লাগবে। তার আগেই আমেরিকার সেনাবাহিনী আকাশপথে ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য গুলি ছোড়ে। একের পর এক ড্রোন গুলি করে নষ্ট করা হয়। আমেরিকার পাশাপাশি ব্রিটেনও এই কাজে…

The post ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরাইল দাবি আমেরিকার first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরাইল বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ইসরাইল সূত্রে জানা গেছে অধিকাংশ ড্রোন আকাশে নিষ্ক্রিয় করে দেয়া হলেও বেশ কয়েকটি ড্রোন ইসরাইলের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

শনিবার ইসরাইলের ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় ৩০০টি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বলা হচ্ছিল, ড্রোনগুলি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে কয়েক ঘণ্টা সময় লাগবে। তার আগেই আমেরিকার সেনাবাহিনী আকাশপথে ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য গুলি ছোড়ে। একের পর এক ড্রোন গুলি করে নষ্ট করা হয়। আমেরিকার পাশাপাশি ব্রিটেনও এই কাজে ইসরাইলকে সাহায্য করেছে।

ইসরাইলে ইরানের হামলা প্রসঙ্গে একটি বিবৃতিতে বাইডেন বলেন, ‘‘ইসরাইলের বাহিনীকে সাহায্য করতে আমার নির্দেশে আমেরিকার সেনা গত সপ্তাহেই ওই এলাকায় একাধিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বিমান পাঠিয়েছে। এই অত্যাধুনিক বিমান এবং আমাদের সেনাবাহিনীর অসাধারণ দক্ষতায় আমরা ইরানের ছোড়া প্রায় সব ক’টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরাইলকে সাহায্য করতে পেরেছি।’’

ইসরাইলের প্রতি ‘লৌহবৎ’ দৃঢ় সমর্থনও ব্যক্ত করেছেন বাইডেন। ইরানের হামলার পরেই তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির তদারকি করেন। নেতানিয়াহু ইরানের হামলা প্রসঙ্গে বলেছেন, ‘‘আমাদের উপর যারা হামলা চালাবে, আমরাও তাদের উপর হামলা করব। যে কোনও রকম হুমকির বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে রুখে দাঁড়াব। এটাই ইসরাইলের নীতি।’’

গত মাসে সিরিয়ার দামাস্কাসে ইরানীয় দূতাবাসের উপরে বোমা হামলা চালায় ইসরাইল। তার পাল্টা হিসাবেই রবিবার তেহরান শতাধিক ড্রোন ছুড়েছে ইসরাইলের দিকে। যা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 

The post ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরাইল দাবি আমেরিকার first appeared on Banglar Janarob.]]>
Israel Iran Conflict : হিংসার পথ ত্যাগ করে কূটনৈতিক পথ ধরুক ইরান ও ইসরাইল আহ্বান ভারতের https://banglarjanarob.com/78525 Sun, 14 Apr 2024 08:42:26 +0000 https://banglarjanarob.com/?p=78525 বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের উপরে একক ভাবে হামলা চালাচ্ছিল ইসরাইল তা নিয়ে বিশ্ববাসীকে বারবার সতর্ক করছিল ইরান। কিন্তু কোন পক্ষেই হেলদোল ছিল না এতদিন। ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে সেভাবে বড় ভূমিকা নিতে পারেনি রাষ্ট্র সংঘ। আর এর ফলে ইসরাইলের সাহস দিন দিন বেড়ে যায় শেষ পর্যন্ত সিরিয়াতে অবস্থিত ইরানি দূতাবাসের উপরে হামলা করে বসে ইসরাইল। এর ফলে দুজন ব্রিগেডিয়ার সহ সাতজন ইরানি সামরিক বাহিনী সদস্য মারা যায়। আর এরই বদলা নিতে শনিবার রাতে অতর্কিতে ইসরাইলের উপরে ঝাঁপিয়ে পড়ে ইরান। 300 ড্রোন হামলা চালায় ইসরাইলের উপর। যদিও ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র…

The post Israel Iran Conflict : হিংসার পথ ত্যাগ করে কূটনৈতিক পথ ধরুক ইরান ও ইসরাইল আহ্বান ভারতের first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের উপরে একক ভাবে হামলা চালাচ্ছিল ইসরাইল তা নিয়ে বিশ্ববাসীকে বারবার সতর্ক করছিল ইরান। কিন্তু কোন পক্ষেই হেলদোল ছিল না এতদিন। ইসরাইলের আগ্রাসানের বিরুদ্ধে সেভাবে বড় ভূমিকা নিতে পারেনি রাষ্ট্র সংঘ। আর এর ফলে ইসরাইলের সাহস দিন দিন বেড়ে যায় শেষ পর্যন্ত সিরিয়াতে অবস্থিত ইরানি দূতাবাসের উপরে হামলা করে বসে ইসরাইল। এর ফলে দুজন ব্রিগেডিয়ার সহ সাতজন ইরানি সামরিক বাহিনী সদস্য মারা যায়।

আর এরই বদলা নিতে শনিবার রাতে অতর্কিতে ইসরাইলের উপরে ঝাঁপিয়ে পড়ে ইরান। 300 ড্রোন হামলা চালায় ইসরাইলের উপর। যদিও ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে অধিকাংশ ড্রোন নাকি আকাশেই ফেটে গেছে। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে খবর যে বেশ কিছু ড্রোন ইসরাইলে আছে পড়েছে এর ফলে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলি। এদিকে ইসরাইল ইরানের এই যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

রবিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ইসরাইল এবং ইরানের মধ্যে শত্রুতা যেভাবে বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বিগ্ন আমরা। এতে গোটা অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বাড়ছে। অবিলম্বে যুদ্ধবিরতির অনুরোধ জানাচ্ছি আমরা। দু’পক্ষই সংযত হোক, হিংসার রাস্তা থেকে সরে গিয়ে কূটনৈতিক পথ ধরুক’। (Israel Iran Conflict)

বিদেশ মন্ত্রক আরও জানায়, ইরান এবং ইসরাইলে যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানে ভারতীয় দূতাবাস সকলের সঙ্গে যোগাযোগ করছে।- ওই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এর আগে, রবিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও ইরান-ইসরাইল সংঘাত নিয়ে কথা বলেন।

ভারতীয়দের জন্য আলাদা করে নির্দেশিকাও জারি করেছে বিদেশমন্ত্রক, তাতে বলা হয়েছে, ‘পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরান বা ইসরাইলে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে ভারতীয়দের। যে সমস্ত ভারতীয় এই মুহূর্তে ওই দুই দেশে রয়েছেন. দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করান। নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন হোন। খুব প্রয়োজন না পড়লে বাইরে অযথা ঘোরাফেরা না করাই শ্রেয়’।

ইরান এবং ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি যে ধ্বংসাত্মক আকার ধারণ করেছে, তাতে গোটা অঞ্চল জুড়ে কী বিপদ নেমে আসতে পারে ভেবে অত্যন্ত উদ্বিগ্ন আমি। দুই পক্ষকেই বলছি, সংযত হন। অন্যথায় পশ্চিম এশিয়া জুড়ে বেনজির সামরিক সংঘাত দেখা দিতে পারে। আরও একটি যুদ্ধ সওয়ার ক্ষমতা নেই পৃথিবীর।”

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরাইল হামলা চালানোর পর থেকেই মধ্যস্থতার চেষ্টা করছিল আমেরিকা। ইরান যখন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয়, সেই সময়ও দীর্ধদিনের সহযোগী দেশ ইসরাইলের পাশে থাকার কথাই জানিয়েছিল তারা। এদিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরান যে হামলা চালিয়েছে, সেই নিয়ে G-7 দেশগুলির (কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, আমেরিকা) রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক ভাবে সমস্যা সমাধানের রাস্তা বের করতে চেষ্টা করবেন, যাতে দুই দেশের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

The post Israel Iran Conflict : হিংসার পথ ত্যাগ করে কূটনৈতিক পথ ধরুক ইরান ও ইসরাইল আহ্বান ভারতের first appeared on Banglar Janarob.]]>
ইরানি দূতাবাসের হামলার পাল্টা হিসাবে ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান! https://banglarjanarob.com/78522 Sun, 14 Apr 2024 07:59:15 +0000 https://banglarjanarob.com/?p=78522 বাংলার জনরব ডেস্ক : গত পয়লা এপ্রিল সিরিয়ার  অবস্থিত দামেস্কে অবস্থিত ইরানি রাষ্ট্রদূতের অফিসে হামলা চালায় ইসরাইল। এই হামলায় ইরানের দুজন ব্রিগেডিয়ার জেনারেল সহ ৭ ইরানি সামরিক উপদেষ্টার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে রাষ্ট্র সংঘের কাছে আবেদন করা হয়েছিল অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করার। কিন্তু দশ দিন কেটে যাওয়ার পরেও রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এ বিষয়ে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়নি ফলে শনিবার রাতে অতর্কিতে ইসরাইলের উপরে ড্রোন হামলা চালায় ইরান। শনিবার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের এ মিশনের নাম দেওয়া হয়েছে…

The post ইরানি দূতাবাসের হামলার পাল্টা হিসাবে ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : গত পয়লা এপ্রিল সিরিয়ার  অবস্থিত দামেস্কে অবস্থিত ইরানি রাষ্ট্রদূতের অফিসে হামলা চালায় ইসরাইল। এই হামলায় ইরানের দুজন ব্রিগেডিয়ার জেনারেল সহ ৭ ইরানি সামরিক উপদেষ্টার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে রাষ্ট্র সংঘের কাছে আবেদন করা হয়েছিল অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করার। কিন্তু দশ দিন কেটে যাওয়ার পরেও রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এ বিষয়ে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়নি ফলে শনিবার রাতে অতর্কিতে ইসরাইলের উপরে ড্রোন হামলা চালায় ইরান।

শনিবার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের এ মিশনের নাম দেওয়া হয়েছে ‘সত্য প্রতিশ্রুতি অভিযান’ এবং এর কোড বা সংকেতের নাম ছিল ‘ইয়া রাসুলাল্লাহ তথা হে রাসুলাল্লাহ’!

বিবৃতিতে বলা হয়েছে, গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দু’জন ব্রিগেডিয়ার জেনারেলসহ ৭ ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতের প্রতিশোধ নিতে আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরাইলকে ইরানে হামলা চালানোর জন্য তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘের আইন অনুযায়ী, বিশ্বব্যাপী যেকোনো দেশের কূটনৈতিক মিশন যুদ্ধের সময়ও সর্বোচ্চ সুরক্ষা পায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কূটনৈতিক মিশনে হামলার ১০ দিন পরও এর নিন্দা জানাতে ব্যর্থ হয় তখন তেহরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে আরো বলা হয়, হামলায় কৌশলগত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয় এবং ইসরাইলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো সফলভাবে ধ্বংস করে দেওয়া হয়।

আইআরজিসি’র বিবৃতিতে ইসরাইলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, ইরানের স্বার্থে আঘাত হানার যেকোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ‘নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী’ হামলা চালানো হবে।বিবৃতিতে আরো বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় আমেরিকার এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির শেষাংশে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যেকোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। সৌজন্যে রেডিও তেহরান

The post ইরানি দূতাবাসের হামলার পাল্টা হিসাবে ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান! first appeared on Banglar Janarob.]]>
হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করল ইসরাইল! https://banglarjanarob.com/78473 Thu, 11 Apr 2024 08:23:00 +0000 https://banglarjanarob.com/?p=78473 বাংলার জনরব ডেস্ক : অতর্কিতে আক্রমণ করে ফিলিস্তিন দের সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করার অভিযোগ উঠল ইসরাইল সেনার বিরুদ্ধে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া নিজেই বুধবার পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরাকে এ কথা জানিয়েছেন। হানিয়া বলেছেন, ‘‘জেরুজ়ালেম এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার পথে শহিদ হয়েছে আমার তিন সন্তান।’’ প্রকাশিত একটি খবরে দাবি, বুধবার সন্ধ্যায় গাজ়া শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইল ফৌজ। তাতে হানিয়ার তিন পুত্র— হাজেম, আমির ও মহাম্মদ ইসমাইল এবং তাঁর অন্তত তিন নাতি–নাতনি নিহত হন। ওই খবরে দাবি, তাঁরা সকলে একটি…

The post হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করল ইসরাইল! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : অতর্কিতে আক্রমণ করে ফিলিস্তিন দের সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করার অভিযোগ উঠল ইসরাইল সেনার বিরুদ্ধে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া নিজেই বুধবার পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরাকে এ কথা জানিয়েছেন।

হানিয়া বলেছেন, ‘‘জেরুজ়ালেম এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার পথে শহিদ হয়েছে আমার তিন সন্তান।’’ প্রকাশিত একটি খবরে দাবি, বুধবার সন্ধ্যায় গাজ়া শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইল ফৌজ। তাতে হানিয়ার তিন পুত্র— হাজেম, আমির ও মহাম্মদ ইসমাইল এবং তাঁর অন্তত তিন নাতি–নাতনি নিহত হন। ওই খবরে দাবি, তাঁরা সকলে একটি গাড়িতে চড়ে শরণার্থী শিবির থেকে বেরোচ্ছিলেন। সে সময় ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিকে ধ্বংস করে দেয়।

ঘটনাচক্রে, কাতারের মধ্যস্থতায় গাজ়ায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সঙ্গে বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন হানিয়া। বর্তমানে তিনি কাতারের রাজধানী দোহাতেই রয়েছেন। তিন পুত্রের মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে গিয়ে হানিয়া বলেন, ‘‘আমার পুত্রদের নিশানা করলে হামাস তার অবস্থান পরিবর্তন করবে বলে কেউ যদি ভাবে, তা হলে সে কল্পনার জগতে রয়েছে। আমাদের দেশের মানুষের রক্ত আমার পুত্রদের রক্তের চেয়ে আমার কাছে কম কিছু নয়।’’ প্রসঙ্গত, ইসরাইলি সেনার হামলায় গত ফেব্রুয়ারিতেও তাঁর আর এক পুত্রের মৃত্যু হয়েছিল। তার আগে হানিয়ার ভাই এবং ভাইপোও গাজ়ায় ইসরাইলি হামলার বলি হয়েছিলেন।

The post হামাস নেতা ইসমাইল হানিয়ার তিন পুত্রকে খুন করল ইসরাইল! first appeared on Banglar Janarob.]]>
জার্মানি ও আমেরিকার পর এবার রাষ্ট্রসংঘ দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ! https://banglarjanarob.com/78166 Fri, 29 Mar 2024 09:01:25 +0000 https://banglarjanarob.com/?p=78166 বাংলার জনরব ডেস্ক : জার্মানির পর আমেরিকা তীব্র অসন্তোষ ব্যক্ত করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে। তাতেই ভারত সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। ভারতের বিদেশ দফতরের বক্তব্য হল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জার্মানি ও আমেরিকা। এই ঘটনার রেশ ৭২ ঘন্টা কাটতে না কাটতেই এবার রাষ্ট্র সংঘ সরাসরি এ বিষয়ে মন্তব্য করে ভারত সরকারকে অস্বস্তিতে ফেলে দিল। রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করে বলেছে,“আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল,…

The post জার্মানি ও আমেরিকার পর এবার রাষ্ট্রসংঘ দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ! first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : জার্মানির পর আমেরিকা তীব্র অসন্তোষ ব্যক্ত করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে। তাতেই ভারত সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। ভারতের বিদেশ দফতরের বক্তব্য হল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জার্মানি ও আমেরিকা। এই ঘটনার রেশ ৭২ ঘন্টা কাটতে না কাটতেই এবার রাষ্ট্র সংঘ সরাসরি এ বিষয়ে মন্তব্য করে ভারত সরকারকে অস্বস্তিতে ফেলে দিল। রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করে বলেছে,“আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।”

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, “যে কোনও অভিযুক্তের মতোই কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনও বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন। সেটাই আমাদের প্রত্যশা।” একই সুরে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। মার্কিন বিদেশমন্ত্রক আবার বলে দেয়, কেজরির গ্রেফতারির বিষয়টি তাদের নজরাধীন রয়েছে। আপ সুপ্রিমোর বিচার যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সময়োপযোগী হয়।

এবার খোদ রাষ্ট্রসংঘ খানিকটা জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিল। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ বললেন,”আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে, সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

উল্লেখ্য, এর আগে জার্মানি এবং আমেরিকা দুই দেশকেই জবাব দিয়েছে ভারত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপই বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার রাষ্ট্রসংঘের এই উদ্বেগ নিয়ে দিল্লি কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

The post জার্মানি ও আমেরিকার পর এবার রাষ্ট্রসংঘ দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ! first appeared on Banglar Janarob.]]>
বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত https://banglarjanarob.com/78100 Tue, 26 Mar 2024 10:41:58 +0000 https://banglarjanarob.com/?p=78100 ফারুক আহমেদ : ‘১৯৭১ সালের বাংলাদেশের জেনোসাইড ছিল একটি ভয়াবহ। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আমরা সংগ্রাম করে যাব।’ জাতীয় গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেলে চারটায় মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ‘মুক্ত আসর’ ও ‘বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড’ আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বব ল্যান্সিয়া এ কথা বলেন। ‘আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জেনেসাইডকে স্বীকৃতি দেওয়া’ শীর্ষ শিরোনামে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অংশ নেন বিশ্বের খ্যাতিমান শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গবেষক, সমাজকর্মী ও লেখকেরা। ওয়েবিনার শুরুতে সঞ্চালক যুক্তরাজ্যের লেখক প্রিয়জিৎ দেবসরকার তুলে ধরেন বাংলাদেশের গণহত্যার তথ্যচিত্র তুলে ধরেন। সেই সঙ্গে মুক্ত আসর ও বাংলাদেশ ইতিহাস অলিম্পয়াডের উদ্যোগে জেনোসাইট…

The post বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত first appeared on Banglar Janarob.]]>
ফারুক আহমেদ : ‘১৯৭১ সালের বাংলাদেশের জেনোসাইড ছিল একটি ভয়াবহ। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য আমরা সংগ্রাম করে যাব।’ জাতীয় গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেলে চারটায় মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ‘মুক্ত আসর’ ও ‘বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড’ আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বব ল্যান্সিয়া এ কথা বলেন। ‘আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জেনেসাইডকে স্বীকৃতি দেওয়া’ শীর্ষ শিরোনামে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। অংশ নেন বিশ্বের খ্যাতিমান শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গবেষক, সমাজকর্মী ও লেখকেরা।

ওয়েবিনার শুরুতে সঞ্চালক যুক্তরাজ্যের লেখক প্রিয়জিৎ দেবসরকার তুলে ধরেন বাংলাদেশের গণহত্যার তথ্যচিত্র তুলে ধরেন। সেই সঙ্গে মুক্ত আসর ও বাংলাদেশ ইতিহাস অলিম্পয়াডের উদ্যোগে জেনোসাইট নিয়ে নানা কর্মকাণ্ডের কথা উল্লেখ্য করেন। ৬৪ জেলার তথ্যসংগ্রহ, জেনোসাইড পরিবারের সাক্ষাৎকার, ম্যাগাজিন প্রকাশ, আলোচনা অনুষ্ঠান, আর্ন্তজাতিক সেমিনারসহ নানা উদ্যোগ।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আইসিটি মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা গণহত্যার দেশ হিসেবে বিচার চাই, দাবি করি। ১৯৭১ সালে সারা বাংলাদেশে গণহত্যাগুলো ছড়িয়ে–ছিটিয়ে আছে। এই ভয়াবহ গণহত্যাগুলো দেখার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমরা আমন্ত্রণ জানাই, তারা তা তদন্ত করুক। এজন্য আমার সম্পূর্ণভাবে উন্মুক্ত করে রেখেছি। এ দেশের প্রতিটি গ্রাম, শহরে গেলে দেখতে পারবেন গণহত্যার সন্ধ্যান।’ তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুইজারল্যান্ডের ইন্টারফেইথ ইন্টারন্যাশনাল সেক্রেটারি বিরো দিওয়ারা বলেন, ‘বাংলাদেশের জেনোসাইডের ২৫ মার্চ দিনটি পৃথিবীর ইতিহাসে কাল অধ্যায়। জেনেভা মানবাধিকারের কেন্দ্রে আমরা ২০২৪ সালের সেপ্টেম্বরের সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করব। রুয়ান্ডায় জেনোসাইডটি যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতি দেওয়া খুবই জরুরি। আমরা কখনোই একাত্তরের নির্যাতিতদের ভুলতে পারি না।’

ফ্রান্সের আইডিয়াল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট স্টিফেন মিচট বলেন, ‘আমরা ওয়েবিনারে এসেছি কারণ বাংলাদেশ জেনোসাইডকে এখনো আন্তর্জাতিক স্বীকৃত দেওয়া হয়নি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতির জন্য প্রচারের কাজ করব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘বাংলাদেশের নৃশংস গণহত্যা একটি অন্ধকার অধ্যায়। পাকিস্তান সেনাবাহিনী এবং সহচরদের দ্বারা নির্যাতন, ধর্ষণের অসংখ্য উদাহরণ রয়েছে। এসব গণহত্যার তুলে ধরতে হবে। আসুন আমরা বাংলাদেশের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির জন্য জোর প্রচেষ্টা করি।’

ভিডিও বার্তায় যুক্তরাজ্যের ইউরোপ বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন বলেন, ‘আজকে এই ওয়েবিনারে স্মরণ করি, ১৯৭১ সালের গণহত্যার কথা। এটি আর্ন্তজাতিক স্বীকৃতি হিসেবে এখনো অপূর্ণ রয়ে গেছে।’

বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশ্বের বড় গণহত্যাগুলো মধ্যে বাংলাদেশের গণহত্যা অন্যতম। ৫৩ বছরও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মেলেনি। আমরা এই ওয়েবিনার মাধ্যমে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বৈশ্বিকভাবে তুলে ধরা। সেই সঙ্গে আমরা জেনোসাইড ৭১ নামে একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছি। সেখানে বিভিন্ন ভাষায় বাংলাদেশের গণহত্যা সম্পর্কে নানা তথ্য, সাক্ষাৎকার, প্রতিবেদন, ছবি, ভিডিও প্রকাশ করা হবে।’

ওয়েবিনারটির বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ও মুক্ত আসর ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হয়। ওয়েবিনারের সঙ্গে যুক্ত আছে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইবিষয়ক পত্রিকা বইচারিতা, জার্মানের বাংলা নিউজ পোর্টাল শুদ্ধস্বর ডটকম, ভারতের উদার আকাশ, যুক্তরাজ্যের এনএল২৪।

The post বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত first appeared on Banglar Janarob.]]>
বাংলাদেশের জেনোসাইড বৈশ্বিক স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার https://banglarjanarob.com/78022 Sat, 23 Mar 2024 10:58:48 +0000 https://banglarjanarob.com/?p=78022 ফারুক আহমেদ : আগামীকাল ২৫ মার্চ। ভয়াল কালরাত। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযান পরিচালিত করে বাঙালিদের উপরের র্নিবিচারে গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইটে নিহত ও আক্রান্তদের স্মরণে আগামীকাল বিকেলে ৪টায় মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ’মুক্ত আসর’ ও ’বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড’ আয়োজন করেছে আন্তর্জাতিক ওয়েবিনার। ওয়েবিনারের বিষয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জেনেসাইডকে স্বীকৃতি দেওয়া। ওয়েবিনার প্রধান বক্তা হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আইসিটি মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন। আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বব ল্যান্সিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস…

The post বাংলাদেশের জেনোসাইড বৈশ্বিক স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার first appeared on Banglar Janarob.]]>
ফারুক আহমেদ : আগামীকাল ২৫ মার্চ। ভয়াল কালরাত। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযান পরিচালিত করে বাঙালিদের উপরের র্নিবিচারে গণহত্যা চালায়।

অপারেশন সার্চলাইটে নিহত ও আক্রান্তদের স্মরণে আগামীকাল বিকেলে ৪টায় মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ’মুক্ত আসর’ ও ’বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড’ আয়োজন করেছে আন্তর্জাতিক ওয়েবিনার। ওয়েবিনারের বিষয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জেনেসাইডকে স্বীকৃতি দেওয়া।

ওয়েবিনার প্রধান বক্তা হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আইসিটি মহাপরিচালক সৈয়দ মুনতাসির মামুন। আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বব ল্যান্সিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য এ কে এম শাহনাওয়াজ, ফ্রান্সের আইডিয়াল ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট স্টিফেন মিচট, সুইজারল্যান্ডের ইন্টারফেইথ ইন্টারন্যাশনাল সেক্রেটারি বিরো দিওয়ারা, যুক্তরাজ্যের ইউরোপ বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ। ওয়েবিনারটি সঞ্চালনা করবেন যুক্তরাজ্যের লেখক প্রিয়জিৎ দেবসরকার।

আবু সাঈদ বলেন, ‘বিশ্বের বড় গণহত্যাগুলো মধ্যে বাংলাদেশের গণহত্যা অন্যতম। ৫৩ বছরও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মেলেনি। আমরা এই ওয়েবিনার মাধ্যমে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বৈশ্বিকভাবে তুলে ধরা। সেই সঙ্গে আমরা জেনোসাইড ৭১ নামে একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছি। সেখানে বিভিন্ন ভাষায় বাংলাদেশের গণহত্যা সম্পর্কে নানা তথ্য, সাক্ষাৎকার, প্রতিবেদন, ছবি, ভিডিও প্রকাশ করা হবে।’

ওয়েবিনারটির বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ও মুক্ত আসর ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন।

ওয়েবিনারের সঙ্গে যুক্ত আছে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইবিষয়ক পত্রিকা বইচারিতা, জার্মানের বাংলা নিউজ পোর্টাল শুদ্ধস্বর ডটকম, ভারতের উদার আকাশ, যুক্তরাজ্যের এনএল২৪।

The post বাংলাদেশের জেনোসাইড বৈশ্বিক স্বীকৃতির জন্য আন্তর্জাতিক ওয়েবিনার first appeared on Banglar Janarob.]]>
একটানা ছয়বার প্রেসিডেন্ট হওয়ার সংকেত পাওয়ার পরেই বিশ্ববাসীকে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার পুতিন https://banglarjanarob.com/77901 Mon, 18 Mar 2024 12:57:04 +0000 https://banglarjanarob.com/?p=77901 বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলপ্রকাশ না হলেও একাধিক সমীক্ষক সংস্থার দাবি, টানা ছ’বারের জন্য মস্কোর মসনদে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। এই আবহেই আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখছেন ৭১ বছর বয়সি এই রুশ রাষ্ট্রপ্রধান। পুতিন রুশ সংবাদমাধ্যমকে বলেন, “এটা সকলের কাছেই স্পষ্ট যে, তেমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকা হবে। আমি মনে করি খুব কম মানুষই তেমনটা চাইবেন।” ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ এবং ফরাসি সেনারাও রয়েছেন বলে দাবি করেছেন পুতিন। এ-ও দাবি করেছেন, নেটোর অধিকাংশ সেনাই রুশ সেনার ‘প্রতিরোধে’র সামনে মারা যাচ্ছেন।…

The post একটানা ছয়বার প্রেসিডেন্ট হওয়ার সংকেত পাওয়ার পরেই বিশ্ববাসীকে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার পুতিন first appeared on Banglar Janarob.]]>
বাংলার জনরব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলপ্রকাশ না হলেও একাধিক সমীক্ষক সংস্থার দাবি, টানা ছ’বারের জন্য মস্কোর মসনদে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। এই আবহেই আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখছেন ৭১ বছর বয়সি এই রুশ রাষ্ট্রপ্রধান।

পুতিন রুশ সংবাদমাধ্যমকে বলেন, “এটা সকলের কাছেই স্পষ্ট যে, তেমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকা হবে। আমি মনে করি খুব কম মানুষই তেমনটা চাইবেন।” ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ এবং ফরাসি সেনারাও রয়েছেন বলে দাবি করেছেন পুতিন। এ-ও দাবি করেছেন, নেটোর অধিকাংশ সেনাই রুশ সেনার ‘প্রতিরোধে’র সামনে মারা যাচ্ছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন পুতিন। তিনি বলেছিলেন, ‘‘রাশিয়া কারিগরি এবং কৌশলগত দিক থেকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।’’

রাশিয়ার অগ্রগণ্য একটি সমীক্ষক সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৮৭.৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন পুতিন। নিকটতম বাম প্রতিদন্দ্বী পেয়েছেন মাত্র ৪ শতাংশ ভোট।পুতিনের জয় নিয়ে তাঁর অতি বড় বিরোধীরও কোনও সংশয় না থাকলেও, এত বড় ব্যবধানে জয় অনেককেই অবাক করেছে। সমীক্ষার ফল বাস্তবে মিলে গেলে সোভিয়েট-পরবর্তী রাশিয়ায় প্রথম এত বিপুল ব্যবধানে জয়ী হবেন কোনও রাষ্ট্রপ্রধান। জিতে প্রেসিডেন্ট পদে মেয়াদ পূরণ করতে পারলে, রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে দীর্ঘমেয়াদি শাসক হিসাবেও পয়লা নম্বরে থাকবেন পুতিন। ভাঙবেন জোসেফ স্ট্যালিন এবং লিওনিদ ব্রেজনেভের টানা ২৪ বছর ধরে ক্ষমতায় থাকার নজির। নিজের জয়কে বৈধতা দিতে পুতিন সোমবার এই বার্তাই দেন যে, পশ্চিমি দুনিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরে এবং ইউক্রেনে সেনা পাঠিয়ে তিনি কোনও ভুল করেননি।

প্রসঙ্গত, রাশিয়ায় তিন দিন ধরে চলা ভোটগ্রহণ রবিবারই শেষ হয়েছে। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট ভোটে পুতিন সাড়ে ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন। সেই নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও সেই জোর করে ব্যালট বাক্সে জাল ভোট ভর্তি করা, জালিয়াতি এবং ভোটে বাধাদানের অভিযোগ উঠেছিল পুতিন-সমর্থকদের বিরুদ্ধে।

বিশাল জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করার কথা আগাম সমীক্ষায় বলা হলেও কিন্তু ভোট চলাকালীন সময়ে যেভাবে ভোট বাক্স কেড়ে নেওয়া জোর করে ব্যালট পেপার ঢুকিয়ে দেওয়া মত ঘটনা ঘটেছে তাতে এটা প্রমাণিত হয়েছে রাশিয়ার বুকে আসলে পুতিনের কোন জনপ্রিয়তা নেই। জোর করে এবং উগ্র জাতীয়তাবাদকে সম্বল করে পুতিনকে জয়লাভ করছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে পুতিনের জয়লাভের সম্ভাবনা সামনে আসার পরেই যেভাবে তিনি আমেরিকা এবং বিশ্ববাসীকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন তাতে সকলেই উদ্বেগ প্রকাশ করছেন।

The post একটানা ছয়বার প্রেসিডেন্ট হওয়ার সংকেত পাওয়ার পরেই বিশ্ববাসীকে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার পুতিন first appeared on Banglar Janarob.]]>