কৃষ্ণনগরে কবি হেমচন্দ্র বাগচীকে স্মরণ
নিজস্ব সংবাদদাতা: কবি হেমচন্দ্র বাগচী কল্লোল যুগের একজন অন্যতম কবি। কিন্তু তিনি অনেকটাই অনালোচিত থেকে গিয়েছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ছিল নদিয়ার ভূমিপুত্র কবি হেমচন্দ্র বাগচীর ১১৯তম জন্মজয়ন্তী। কৃষ্ণনগরে কবি হেমচন্দ্র বাগচীর জন্মজয়ন্তী পালন করতে দেখা গেল ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতিরক্ষা সমিতি’-র সদস্যদের। তারা প্রতি বছর কবি হেমচন্দ্র বাগচীর জন্ম দিবস ও প্রয়াণ দিবস পালন করে থাকেন। কবিতা, গান, গল্পপাঠ, আলোচনার মধ্যে দিয়ে তারা কবিকে বিশেষভাবে শ্রদ্ধা-স্মরণ করে থাকেন। এবছরও তারা সেভাবেই কবির জন্মদিনে কবিকে স্মরণ করলেন। হেমচন্দ্র বাগচী (১৯০৪-১৯৮৬ খ্রি.) তাঁর সমকালীন অন্যান্য কবিদের তুলনায় অনেকটাই ব্রাত্য। সরকারি বা বেসরকারি…
আরও পড়ুন