কলকাতা 

নগরোন্নয়নে কলকাতা ও ঢাকা প্রযুক্তির আদান-প্রদান করবে ; দুই শহরের মেয়রের বৈঠকের পর মৌ স্বাক্ষর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কলকাতা পুরসভা তাদের শহরের মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগের কাজে ব্যবহৃত প্রযুক্তির আদান প্রদান করবে। এই উদ্দেশ্যে পুরভবনে আজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ঢাকার দক্ষিণ সিটির মেয়র মহম্মদ সইদ খোকনের মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, ট্রাফিক ব্যবস্থার উপর মৌ স্বাক্ষর হয়েছে।

মৌ স্বাক্ষরের পর ঢাকার দক্ষিণ সিটির মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি ও কলকাতা পুরসভা বন্ধু শহর হিসেবে একে অন্যকে সহায়তার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে। কলকাতা শহরে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আগের তুলনায় অনেক যানজটহীন, পরিচ্ছন্ন হয়েছে। সবরকমের নাগরিক পরিষেবা শহরবাসী পাচ্ছেন।

Advertisement

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সহ পুরআধিকারিকরা কলকাতার পুরআধিকারিকদের থেকে জঞ্জাল অপসারণ সহ বিভিন্ন বিভাগের কাজকর্ম সম্পর্কে জানলেন। মৌ এর শর্ত অনুযায়ী এই দুই পুরসভার আধিকারিকরা দুই শহরে গিয়ে নাগরিক পরিষেবার কাজে ব্যবহৃত প্রযুক্তির অভিজ্ঞতা নেবেন। দুই পুরসভার মেয়রও একজন অন্যের শহরে গিয়ে কাজকর্ম দেখবেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + 10 =