কলকাতা 

ম্যাডিবাবু শুধুই বড় বড় কথা বলেন ; আর কাজ করি আমরা : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন । সেই সভা থেকে তিনি সরাসরি আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বিশেষ চিটফান্ড কেরেংকারি কথা জোরে প্রচার করে মোদীজি স্পষ্ট বার্তা দিয়েছেন চিটফান্ডের প্রতারকদের কাউকে রেয়াত করা হবে না ।

মোদী ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই পাল্টা প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘উনি যে সড়কের উদ্বোধন করলেন তার ইঞ্চিতে ইঞ্চিতে সমস্যা ছিল৷ আমি ৫০টি মিটিং করেছি ওখানে গিয়ে৷ আর এখন বড় বড় কথা বলছেন ম্যাডিবাবু৷’’ পাশাপাশি এদিন কৃষকদের বঞ্চনা করছে রাজ্য বলেও মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী৷

Advertisement

নরেন্দ্র মোদীর দাবি, ‘‘কৃষকদের প্রাপ্য পেতে দিচ্ছে না রাজ্য৷ তৃণমূল কৃষকদের পাশ নেই৷’’ পাল্টা এর উত্তরে মমতা বলেন,‘‘ভোটের সময় রাজনীতি করতে ম্যাডিবাবুর আগমন ঘটে৷ ওরা কৃষকদের জন্য কি করছে? আমরা কৃষকদের ৩৫ কেজি চাল দিই৷ বিনা পয়সায় পড়াশোনার সুযোগ করে দিয়েছি, বিনা পয়সার চিকিৎসা দিই৷ আর উনি শুধু বড় বড় কথা বলেন।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + fifteen =