কলকাতা 

মা উড়ালপুলের আর একটি অংশের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী , ফলে পার্কসার্কাসে যানজট অনেকটাই কমবে

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুলের বর্ধিত অংশের উদ্বোধন করলেন শুক্রবার। এই বর্ধিত অংশটি চালু হয়ে যাওয়ার ফলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় যানজট চাপ অনেকটাই কমবে।

দক্ষিণ কলকাতার যানজটের ফলে গতি কমছে শহরের। এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে দিন দুয়েক আগে দুটি উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ডাকা হয় টেন্ডার। প্রথমটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে আলিপুরের সৌজন্য পর্যন্ত। দ্বিতীয়টি টালিগঞ্জ থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত। এই সেতুটি টালি নালার উপর দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement

এতদিন নিউটাউন বা সায়েন্স সিটির দিক থেকে মা উড়ালপুলের দিয়ে এজেসি বোস রোড ফ্লাইওভারে যেতে হলে মা উড়ালপুল থেকে আগে নামতে হত সেভেন পয়েন্টে। এরপর ফের ধরতে হতিএজেসি বোস ফ্লাইওভার। যার ফলে পার্ক সার্কাস কানেক্টরে তৈরি হচ্ছিল বাড়তি যানজট। সেই যানজট থেকে শহরবাসীকে মুক্তি দিতে এই নতুন র‍্যাম্পের পরিকল্পনা নেওয়া হয়। প্রায় দু’বছর ধরে চলছিল কাজ।

১.৪৪ কিলোমিটার দীর্ঘ এই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণকারী সংস্থাকেই দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =