কলকাতা 

ফেব্রূয়ারির মধ্যেই শুরু হবে আপার প্রাইমারির ভেরিকেশনের কাজ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিলেন এসএসসির চেয়ারম্যান

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অবিলম্বে আপার প্রাইমারিতে অন স্পট বিজ্ঞপ্তি প্রকাশ ও আপ-টু-ডেট ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগের দাবিতে বৃহস্পতিবার সকাল  থেকে স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে  আপার প্রাইমারি পরীক্ষায় সফল প্রার্থীরা। কিন্তু কোনওভাবেই আজ ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার।

এবিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া মহামান্য আদালতের নির্দেশে বন্ধ আছে। নবম-দশমের কাউন্সেলিং চলছে। আর আপার প্রাইমারি যত শীঘ্র যেন করা যায়, ফেব্রুয়ারিতেই যেন করা যায় তার ব্যবস্থা চলছে। ফেব্রুয়ারির মধ্যে একদম করবই।” তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না।

Advertisement

এদিন দুপুর দেড়টা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের কাছে ডেপুটেশন দিতে যান আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। আপার প্রাইমারি ভেরিফিকেশন কবে শুরু হবে তাঁদের এই প্রশ্নে কমিশনের চেয়ারম্যান বলেন, ফেব্রুয়ারির মধ্যে আপার বিজ্ঞপ্তি জারি করব। আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব।

চেয়ারম্যানের সঙ্গে প্রায় ১ ঘণ্টা আলোচনা করেন প্রতিনিধি দল। তাঁরা আরও একটি প্রশ্ন করেন সৌমিত্র সরকারকে। ১৩০৮০টি শূন্যপদের জন্য প্রথম ফেজ়ে কতজন প্রার্থীকে ডাকা হচ্ছে? চেয়ারম্যান তাঁদের জানান, ১৩০৮০টি শূন্যপদের জন্য ১৭২০২ জন প্রার্থীকে ডাকা হবে প্রথম ফেজ়ে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হন প্রতিনিধিরা। তাঁরা কী তাহলে অবস্থান তুলে নিচ্ছেন

পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের  এক নেতা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 12 =