জেলা 

জমিয়তে আহলে হাদিশের উদ্যোগে স্বরূপনগরে যুব ইজতেমা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পিস লাইব্রেরি এন্ড ইসলামী দাওয়া সেন্টার ও স্বরূপনগ‍র থানা জমিয়তে আহলে হাদীসের যৌথ উদ্যোগে হাকিমপুর মাঠপাড়ায় অনুষ্ঠিত হলো যুব ইজতেমা। সংগঠনের ব্লক সভাপতি আবুল বাশার সাহেবের সভাপতিত্বে ও মাওলানা শওকত আলী সাহেবের ক্বুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক সাঈদুর রহমান সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, মানবতার একমাত্র সমাধান হলো ইসলাম। তিনি বলেন, একজন মানুষ প্রকৃত মানুষ হতে গেলে তাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রিত হতে হবে। যুবসমাজকে সফল হতে হলে কি কি করনীয় তা তিনি ক্বুরআন ও হাদীস থেকে দিকনির্দেশনা দেন। বক্তব্য রাখেন পি,এইচ, ডি গবেষক শাইখ ওবাইদুর রহমান সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামে আছে যুবকদের বিশেষ মর্যাদা। তিনি যুবকদের নানা সমস্যা ও তার সমাধান বিষয়ে নানা দিকনির্দেশনা দেন। এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সাবির আলী সাহেব। তিনি বলেন, ইসলাম পালনে অসম্মান নেই বরং সম্মান আছে। সমগ্র মানবজাতির জন্য ইসলাম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং যুবকদের উচিত হবে দ্রুতগতিতে ইসলামের দিকে ধাবিত হয়ে দুনিয়া আখিরাতের নিরাপত্তা লাভ করা। সংগঠনেররাজ্য সম্পাদক আলমগীর সরদার বলেন, মানুষ মানুষের জন্য আইন তৈরি করলে তা হয় পক্ষপাতিত্ব মূলক এবং উদ্দেশ্য থাকে ক্ষমতা ধরে রাখা, যার জন্য আইনকে ঘন ঘন আইন পাল্টাতে হয়। কিন্তু ইসলামী আইন পাল্টাতে হয়না, তার কারণ কুরআন মানুষ দ্বারা রচিত নয়, এটা এসেছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমামিনের কাছ থেকে। ক্বুরআনে কোনো পক্ষপাতিত্ব মূলক আইন নেই, যার জন্য মানবতার একমাত্র সমাধান হলো ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি হানিফ আলহাদী সাহেব, থানা সম্পাদক মেহেরুল মোল্লা, ডাক্তার আজিজুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন রফিক মোল্লা, দ্বীন ইসলাম, আব্দুল কাইয়ুম সরদার, আব্দুল্লাহ সরদার, শিক্ষক শাহাদাত হোসেন, আব্দুল্লাহ বুখারি, শিক্ষক হুমায়ূন গাইন, হাসান সরদার, আরিফ সরদার, শিক্ষক আব্দুল মাজেদ খাঁ, আব্দুর রহমান, আব্দুর রউফ মন্ডল, ডাক্তার অহিদুল মোল্লা, ইমাম রেজওয়ান সাহেব, ইমাম হাবিবুর রহমান প্রমূখ। জাগরনী পরিবেশন করেন পিস লাইব্রেরীর সদস্য সাঈদুর রহমান সরদার ও আব্দুর রহিম মন্ডল প্রমুখ। জেলা সম্পাদক আব্দুল হামিদ ফাইজির দোয়ার মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + 11 =