জেলা 

রাজ্যে গনতন্ত্র নেই দাবি করলেও, তবু রাষ্ট্রপতি শাসন চান না, মুকুল কেন জানেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূলকে শহীদ হতে দেওয়া হবে না বলে বিজেপি নেতা মুকুল রায় মন্তব্য করেছেন । তাই বিজেপি কোনো সময়ই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয় ।তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন জারির দাবি  করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

বৃহস্পতিবার মুকুল রায় জলপাইগুড়ির চূড়াভাণ্ডারে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সভাস্থলের কাজ খতিয়ে দেখতে। তার আগে সাংবাদিকরা রাজ্য রাজনীতি নিয়ে তাঁকে নানা প্রশ্ন করেন। মুকুল রায় বলেন, এরাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তা সত্বেও তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা এখনও বলছেন না।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার প্রসঙ্গে তিনি বলেন, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাঁকে গ্রেফতারের কোনও প্রসঙ্গই ছিল না বলে দাবি করেন মুকুল রায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এসেছিল বলে দাবি করেন মুকুল রায়। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়কেও স্বাগত জানান মুকুল রায়। কেননা সিবিআই-এর তদন্তে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুকুল রায়।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =