দেশ 

কংগ্রেসের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণের দিনেই প্রিয়াংকার স্বামীকে টানা পাঁচ ঘন্টা জেরা করল ইডি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সোনিয়া গান্ধীর স্বামী রবার্ট ভদরাকে বুধবার জেরা করল ইডি । আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেদিনই ইডি-র জেরার মুখে পড়তে হল তাঁর স্বামীকে। ইডি-র দফতরে স্বামীকে পৌছে দেন প্রিয়াঙ্কা গান্ধী।

বিকেল চারটের একটু আগে একই গাড়িতে ইডি-র সদর দফতরে পৌঁছে যান রবার্ট-প্রিয়াঙ্কা। বঢরার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এদিন টানা প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয় রবার্ট বঢরাকে। আগামিকাল আবারও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে, খবর পিটিআই সূত্রে।

Advertisement

তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, বেআইনি আর্থিক লেনদেন করে বঢরা লন্ডনে একাধিক স্থাবর সম্পত্তি কিনেছেন। অভিযোগের কেন্দ্রে লন্ডনের ব্রানস্টন স্কোয়ারে উনিশ লক্ষ পাউন্ড মূল্যের একটি বাড়ি। অভিযোগ, বেনামে ওই বাড়িটি কেনেন বঢরা।

এছাড়াও লন্ডনে তাঁর আরও বেনামি সম্পত্তি আছে। সূত্রের খবর রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদের জন্য চল্লিশটি প্রশ্নের তালিকা তৈরি করেছে ইডি। বিদেশে সম্পত্তি কেনাবেচা, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয় বঢরাকে। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সঙ্গে বঢরার আর্থিক লেনদেনের বিষয়টিও গোয়েন্দাদের নজরে রয়েছে।

কংগ্রেসের সদ্য নিযুক্ত সাধারণ সম্পাদকের বক্তব্য, রবার্ট বঢরা তাঁর স্বামী, তাঁর পরিবার। তিনি তাঁর পরিবারের পাশেই আছে। রবার্টের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা কিনা, এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, সকলেই জানে কেন এই ঘটনা ঘটছে। এদিকে রবার্ট বঢরা ইস্যুতেও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একজোট হলেই ইডি অস্ত্রে শান বিজেপির। ভয় পেয়েই কি মরিয়া গেরুয়া শিবির? বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 9 =